দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: “১০০ কেজির লাড্ডু দিয়ে আমরা শুরু করেছিলাম। ধীরে ধীরে ১৫০ কেজি, ১৭৫ কেজি, আর এবার ২১১ কেজি! পরের বার লক্ষ্য ২৫০ কিলো। সবই গণপতি বাপ্পার ইচ্ছে!” সাইন স্টার ক্লাবের এবারের গণেশ আরাধনার এটাই বড় চমক! ২১১ কেজির লাড্ডু। জেলারও অন্যতম আকর্ষণ খড়গপুর শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের খড়িদা (গুরুদ্বারার কাছে) এলাকায় অনুষ্ঠিত এই গণেশ পুজো এবং গণপতি বাপ্পার সামনে রাখা প্রায় আড়াই কুইন্টালের লাড্ডু। শুক্রবার দুপুরে সেই পুজোর উদ্বোধন করলেন খড়্গপুর পৌরসভার প্রশাসক প্রদীপ সরকার।

thebengalpost.in
২১১ কেজির লাড্ডু :

ক্লাবের সদস্যরা জানিয়েছেন, মুম্বাইয়ের ‘গণপতি বাপ্পা’র আদলে এখানেও গণেশ পূজা করছেন তাঁরা। দশ বছর আগে একশো কেজির লাড্ডু দিয়ে পূজা শুরু করেছিলেন সাইন স্টার ক্লাবের সদস্যরা। সেই পূজা এবার এগারো তম বর্ষে পড়ল। আর লাড্ডু’ও বেড়ে ২১১ কেজি হয়েছে। ছ’দিন ধরে চলবে এই পূজা। মোট বাজেট সাড়ে তিন লক্ষ টাকা! কিন্তু, এই লাড্ডুর বাজেট কত? ক্লাবের সম্পাদক বললেন, “চল্লিশ হাজার টাকা। সবই বাপ্পার ইচ্ছে!”