দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৭ নভেম্বর: পিছিয়ে পড়া এলাকার প্রায় আড়াই হাজার কচিকাঁচাদের নিয়ে গণ-ভাইফোঁটার আয়োজন করা হল মেদিনীপুর শহরে! পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা’র উদ্যোগে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শনিবার, ভ্রাতৃদ্বিতীয়ার দিন বিকেলে। মেদিনীপুর শহরের ২২ নম্বর ওয়ার্ডের দারিদ্র্য অধ্যুষিত কমারপাড়ায় প্রায় আড়াই হাজার শিশু কিশোরকে ভাই ফোঁটা দেওয়া হয়। সুজয় জানালেন, “এই বছর নতুন নয়, গত ২০ বছর ধরে এই কর্মসূচি পালন করে আসছি ওদের মুখে একটু হাসি ফোটানোর জন্য।” এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শহর তৃণমূল সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, জেলা তৃণমূলের মুখপাত্র সুকুমার পড়িয়া প্রমুখ।
অন্যদিকে, শনিবার সন্ধ্যায় শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগেও আয়োজন করা হয়েছিল, গণ ভাইফোঁটার আসরের। শহরের স্টেশন রোডে ৫ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এদিনের এই কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন MKDA চেয়ারম্যান দীনেন রায়, মহিলা তৃণমূলের সভানেত্রী মৌ রায় প্রমুখ। এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা শহর তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌ বলেন, “গণ ভাইফোঁটার এই আসর থেকে ধর্মীয় সম্প্রীতি’র বার্তা দিতে চেয়েছি আমরা। আমাদের নেত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। তাই, এই অনুষ্ঠানে আমারা সর্ব ধর্মের ভাইদের আমন্ত্রণ জানিয়েছিলাম।”