Festival

পুজোর ‘স্বাস্থ্য দপ্তর’ উঠে এল মেদিনীপুরের অশোকনগরে! জিতে নিল “বিশ্ববাংলা শারদ সম্মান”

মণিরাজ ঘোষ, মেদিনীপুর, ১৪ অক্টোবর: এ যেন পুজোর সময়ের ‘স্বাস্থ্য দপ্তর’! কোভিড-কালে সম্পূর্ণভাবে কোভিড বিধি মেনে এবং কোভিড সচেতনতার বার্তা সমন্বিত মণ্ডপ তৈরি করে তাক লাগিয়ে দিল জেলা শহর মেদিনীপুরের অশোকনগর র‍্যানেসাঁ ক্লাব। জিতে নিয়েছে ‘বিশ্ববাংলা শারদ সম্মান’ ও। ‘সেরা কোভিড স্বাস্থ্য বিধি সম্মত পুজো’ বিভাগে পশ্চিম মেদিনীপুর জেলার “সেরা- ৫” এ জায়গা পেয়েছে এই ক্লাবের দুর্গাপূজা। মণ্ডপসজ্জা হার মানাবে যেকোনো স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল কিংবা জেলা স্বাস্থ্য ভবনের সচেতনতাকেও! মণ্ডপের প্রবেশপথে আছে স্বয়ংক্রিয় স্যানিটাইজেশন ব্যবস্থা। রামকৃষ্ণ মিশন ছাড়া অন্তত এই মণ্ডপেও দেখা গেল, স্বেচ্ছাসেবকরা আছেন মাস্ক পরে দর্শনার্থীরা প্রবেশ করছে কিনা তা দেখার জন্য। মণ্ডপের প্রবেশপথ এমনভাবে তৈরি করা হয়েছে, একজনের বেশি দু’জন পাশাপাশি দাঁড়াতে পারবেন না! লাইন দিয়ে একজন করে দেবী দর্শন ও মণ্ডপসজ্জা প্রত্যক্ষ করে সুশৃঙ্খলভাবে বেরোতে পারবেন। এরকম সরু প্রবেশপথ একটি নয়, দু’টি করা হয়েছে সুবিধার জন্য। সর্বোপরি, রাজ্য সরকারের কোভিড বিধি কঠোরভাবে মেনে তিনদিক খোলা মণ্ডপ তৈরি করা হয়েছে। আর, মণ্ডপসজ্জার প্রধান আকর্ষণ এর কোভিড সচেতনতার বার্তা সহ বিভিন্ন মডেল। মণ্ডপের মূল সজ্জার মাঝখানে জায়গা পেয়েছেন কোভিড যোদ্ধারা! সেই মডেলে আছেন- চিকিৎসক, নার্স, পুলিশ থেকে শুরু করে সাফাইকর্মীরাও। মণ্ডপের দুই পাশে দু’টি বিশাল আকারের (নকল) হ্যান্ড ওয়াশের বোতল ও হ্যান্ড স্যানিটাইজারের বোতল এর শোভা বৃদ্ধি করছে। এছাড়াও, বিভিন্ন মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে কোভিডের ভয়াবহতা, স্বাস্থ্যকর্মীদের লড়াই, ভ্যাকসিনের কার্যকারিতা ও ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পর্কিত বিভিন্ন বিষয়। ভয়ঙ্কর সেই দিনগুলিতে স্বাস্থ্য দপ্তরের নানা ভূমিকার কথাও তুলে ধরা হয়েছে।

পুজোর ‘স্বাস্থ্য দপ্তর’ উঠে এল মেদিনীপুরের অশোকনগরে :

স্বাস্থ্য সচেতনতার বার্তা :

অশোকনগর র‍্যানেসাঁ ক্লাবের এই সর্বজনীন দুর্গোৎসবের পুজোর বার্তা হল- “আতঙ্ক নয়, সতর্কতা নয়, অতি সতর্কতা”! পুজো কমিটির সম্পাদক সুব্রত রায় বললেন, “অতিমারীর ভয়াবহতায় আমরা নিজেরাই চিন্তিত ছিলাম পুজো করতে পারব কিনা, তা নিয়ে! কোভিডের প্রকোপ কিছুটা কমার পর, আমরাও সিদ্ধান্ত নিলাম, পুজো তো করতেই হবে। কিন্তু, কোভিড যেহেতু পুরোপুরি চলে যায়নি, তাই তৃতীয় ঢেউ রুখে দেওয়ার বার্তা দিয়েই আমরা পুজো করব। সেই ভেবেই, স্থানীয় শিল্পীদের দিয়ে এভাবে মণ্ডপ তৈরি করেছি আমরা। একটা ভাইরাস গত প্রায় ২ বছর ধরে সারা বিশ্বকে তোলপাড় করে দিয়েছে! সমস্ত আধুনিকতা, প্রগতিশীলতা, উন্নত স্বাস্থ্যব্যবস্থা কিংবা বিজ্ঞানের ভিতকেও নাড়িয়ে দিয়েছে। তাই, একে সম্পূর্ণভাবে রুখতে গেলে শুধু সতর্কতা নয়, অতি সতর্কতা প্রয়োজন। আমাদের থিমও তাই, অতি-সতর্কতামূলক।” সহ সম্পাদক অরুণ মাইতি জানিয়েছেন, “অন্যান্য বছর আমরা পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে পুরস্কার জিতে নিই। এবার, স্বাস্থ্যসচেতনতার বার্তা দিয়ে রাজ্য সরকারের পুরস্কার পেয়েছি। এছাড়াও, বিভিন্ন সংস্থা পুরস্কৃত করেছে। পুজোর বাজেট কমিয়ে ৬ লক্ষ টাকা করা হয়েছে। তার মধ্যেই, এই অভিনব মণ্ডপ শয্যা ও প্রতিমা তৈরি করা হয়েছে। কোডিডের কারণেই সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি বন্ধ করা হয়েছে।” অশোকনগর পুজো কমিটির এই স্বাস্থ্য সচেতনতা মূলক মণ্ডপ শয্যাতে মুগ্ধ হয়েছেন জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারাও। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা তাঁদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বেঙ্গল পোস্ট-কে বার্তা দিয়েছেন।

স্বয়ংক্রিয় স্যানিটাইজেশন ব্যবস্থা :

মণ্ডপসজ্জা :

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

1 week ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago