দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, শ্রীরামপুর, ৪ অক্টোবর: গত বছরের মতো এবারও মা দুর্গার সামনে হাউ হাউ করে কাঁদলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)! আর, এবারও সেই কান্নার দৃশ্য নিমেষে ভাইরাল হলো। অষ্টমীর সন্ধ্যায় সন্ধি পুজোর সময় মন্ত্রপাঠ করতে করতেই প্রতিমার মুখের দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদতে দেখা গেল তাঁকে। হুগলির শ্রীরামপুরের গান্ধী ময়দানের (Sreerampur Gandhi Maidan) পুজোতেই ধরা পড়লো এই দৃশ্য। প্রসঙ্গত, এই পুজোতে প্রতিবছরই যোগ দিতে দেখা যায় ‘বিতর্কিত’ মন্তব্যের জন্য বিখ্যাত শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়-কে। গত বছরও নিজের পাড়ার এই পুজোয় ঠাকুরের সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখা গিয়েছিল তাঁকে। এবারের পুজোতেও (Durga Puja 2022) সেই একই দৃশ্য দেখতে পাওয়া গেল।
সোমবার শ্রীরামপুরের পাঁচ ও ছয়ের পল্লির সন্ধিপুজোতে সামিল হয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গান্ধী ময়দানের পুজোয় চোখে জল দেখা গেল কল্যাণের! সন্ধিপুজোর সময় এবারও আবেগপ্রবণ হয়ে পড়েন এই দুঁদে আইনজীবী ও সাংসদ। পুজোর সময় মন্ত্র পড়তে পড়তে কেঁদে ফেলেন তিনি। দেবী প্রতিমার সামনে হাঁটুগেড়ে বসতে দেখা যায় তাঁকে। কখনও দেখা যায় উবু হয়ে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করতে। পরক্ষণেই দু-হাত ছড়িয়ে মন্ত্র পড়তে পড়তে হাউ হাউ করে ‘মা মা’ বলতে বলতে কাঁদতে দেখা যায় তাঁকে! সন্ধিপুজোর সময় প্রবলভাবে ঢাক বাজানোর আওয়াজকেও ছাপিয়ে শোনা যায় তাঁর গলা। প্রার্থনা করতে করতে কেঁদে ফেলেন তিনি। আবেগের ধাক্কায় কাঁপতে থাকে তাঁর শরীর! গতবারের মতো এবারও সেই ছবি নিমেষে ভাইরাল হয়ে যায়।