দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৯ নভেম্বর: ফিরছে বাঙালির প্রিয় ‘কলকাতা বইমেলা’ (Kolkata Book Fair)। কোভিড বিধি মেনে ৩১ জানুয়ারি থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হতে চলেছে ২০২২ সালের ‘কলকাতা বইমেলা’। চলবে ৭ ফেব্রুয়ারি অবধি। এ বারের থিম দেশ ‘বাংলাদেশ’। সোমবার রাজ্য সরকারের তরফে এই বিষয়ে সবুজ সংকেত দেওয়ার পরেই উচ্ছ্বসিত বই-প্রেমী বাঙালিরা। প্রসঙ্গত, ২০২১ সালে যে বইমেলা আয়োজিত হওয়ার কথা ছিল, সেখানেও থিম দেশ ‘বাংলাদেশ’ হওয়ারই কথা ছিল। তবে, কোভিডের কারণে ২০২১ সালে ‘বইমেলা’ আয়োজিত হয়নি। তাই, এ বছরও ‘বাংলাদেশ’ কেই থিম দেশ হিসেবে রাখা হয়েছে। অন্যদিকে, জানুয়ারি মাসের ৭ থেকে ১৪ অবধি অনুষ্ঠিত হবে, ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ও (Kolkata International Film Festival)। ২০২১ সালেও জানুয়ারি মাসেই অনুষ্ঠিত হয়েছিল এই চলচ্চিত্র উৎসব (KIFF????)।

thebengalpost.net
ফিরছে ‘কলকাতা বইমেলা’ : (প্রতীকী ছবি)

এদিকে, কলকাতা বইমেলার আয়োজক ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’ এর সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় সোমবার জানিয়েছেন, “আমরা আগামী ১২ নভেম্বর একটি সাংবাদিক বৈঠক করব। সেখানে বিস্তারিত বলা হবে। সমস্ত নিয়ম মেনেই বইমেলা আয়োজিত হবে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। আমি জানি, সাধারণ প্রকাশক ও পাঠকদের মধ্যে অনেক রকম প্রশ্ন আছে। সেগুলি পরিষ্কার করে দেওয়া হবে।” অতিমারী আবহে কোভিড বিধিনিষেধ মেনেই আয়োজিত হবে বইমেলা। তা মেনে চলতে হবে, প্রকাশক-প্রকাশিকা এবং দর্শক-পাঠকদের। গিল্ডের জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত শুভঙ্কর দে বলেছেন, “কোভিড বিধি মেনেই আয়োজন করা হবে। নির্দিষ্ট কিছু নিয়ম করা হবে। সেগুলি মেনেই মেলা পরিচালনা করা হবে।” এদিকে, কোভিড বিধিনিষেধ মেনেই আগামী ৭ থেকে ১৪ জানুয়ারি অবধি আয়োজিত হবে ‘২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। তবে, ২০২১ সালের মতোই, কোভিড বিধিকে মান্যতা দিয়ে ভার্চুয়াল উদ্বোধন হবে কিনা, তা এখনও পরিষ্কার করা হয়নি।