দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ অক্টোবর: অধর্ম বা অশুভ শক্তির বিনাশ, আর শুভ শক্তির আরাধনা করে দুর্গাপুজোর দশমীর দিন দেশের বিভিন্ন প্রান্তের মতোই ‘মিনি ইন্ডিয়া’ খড়্গপুরে ধুমধাম সহকারে পালিত হয় দশেরা উৎসব বা রাবণ বধ বা রাবণ দহন অনুষ্ঠান। দশেরা উৎসব কমিটির উদ্যোগে খড়্গপুর শহরের ১৮নং ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকার রাবণ পোড়া ময়দানে এবারও ঘটা করেই রাবণ দহন অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছিল ‘দশেরা উৎসব কমিটি’। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন উদ্যোক্তাদের। আয়োজনও প্রায় সারা। রাবণ পোড়া মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে, আপাতত দুশ্চিন্তা শুধু বৃষ্টি-অসুরকে নিয়েই। ভোররাত থেকে হয়ে চলা একটানা বৃষ্টিতে দহনের আগেই ভিজে একসা হয়েছেন ৫৫ ফুটের সুবিশাল রাবণ! সেইসঙ্গেই মাঠও জলমগ্ন, কর্দমাক্ত হয়ে উঠেছে। যদিও তার মধ্যেই মাথা তুলে সদর্পে দাঁড়িয়ে রয়েছেন ‘অধর্মের প্রতীক’ লঙ্কাধিপতি রাবণ। এদিকে, বৃহস্পতিবার বেলা ১২টার পর থেকে বৃষ্টিও থেমেছে। ফলে আশাবাদী খড়্গপুরের দশেরা উৎসব কমিটি।
প্রতি বছরের মতো এবারও বাঁশের কাঠামোতে রঙিন কাগজ দিয়ে এই রাবণ তৈরি করা হয়েছে। ভোররাত থেকে হওয়া বৃষ্টিতে তা ভিজে গিয়েছে। রাবণ পোড়া মাঠেও জল জমেছে। আর কিছুক্ষণ পরে এই মাঠেই হাজার হাজার দর্শনার্থীদের উপস্থিতিতে ‘রাবণ দহন’ অনুষ্ঠিত হবে। ফলে কিছুটা হলেও দুশ্চিন্তার ‘কালো মেঘ’ উদ্যোক্তাদের কপালে। তবে, দশেরা উৎসব কমিটির সভাপতি তথা খড়্গপুরের প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার বলেন, ‘যতই বৃষ্টি হোক, অধর্মের প্রতীক রাবণ বধ হবেই!’ বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই লক্ষাধিক মানুষের সমাগম হবে বলেও আশাবাদী তিনি। প্রথমে হবে চোখধাঁধানো আতসবাজির প্রদর্শনী। গতবছরের মতো এবারও ড্রোনের সাহায্যে আকাশে উড়বেন পবনপুত্র বীর হনুমান! থাকছে আরও নানা চমক। সবশেষে রিমোট কন্ট্রোলের সাহায্যে রাবণ দহন বা রাবণ বধ করা হবে। গতবছর অর্থাৎ ১০০তম বর্ষের মতো এবার ১০১তম বর্ষেও প্রতীকী এই ‘রাবণ বধ’ করার কথা জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারের। উপস্থিত থাকার কথা সাংসদ জুন মালিয়া সহ অন্যান্যদেরও। উদ্যোক্তাদের তরফে প্রদীপ সরকার বলেন, ‘মিনি ইন্ডিয়া খড়্গপুরের এই রাবণ দহন অনুষ্ঠান দেখতে শুধু জেলা বা রাজ্যেরই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও হাজার হাজার মানুষ উপস্থিত হন। এবারও দুর্যোগ কেটে গিয়ে সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আমরা আশা করছি।’ রাবণ দহন ঘিরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন খড়্গপুরের SDPO ধীরজ ঠাকুর।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…