Flood

Ghatal Flood: নদীতেই ‘রোপওয়ে’? চন্দ্রকোনায় জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের যাতায়াত; প্লাবিত ঘাটালে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বানভাসি ঘাটালের দুর্যোগের নানা চিত্র! কোথাও সেতু ভেঙে যাওয়ায় নদী পেরোনোর জন্য স্থানীয়ভাবে ‘রোপওয়ে’ আর ডিঙি তৈরি করে, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার আবার কোথাও জলে তলিয়ে গিয়ে মৃত্যু। ঘাটাল মহকুমার চন্দ্রকোনা-২ নং ব্লকের বান্দিপুর-১নং গ্রাম পঞ্চায়েতের বাগপোতা এলাকার একটি ভিডিও সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল (সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন) হয়েছে, যা দেখে রীতিমত চোখ কপালে তুলছেন নেটাগরিকরা (বা, সমাজ মাধ্যম ব্যবহারকারীরা)! দেখা যাচ্ছে, বন্যার জলে ফুলেফেঁপে ওঠা শিলাবতী নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি বাঁধা হয়েছে দড়ি (গাছে)। তারপর স্থানীয়ভাবেই ডিঙি তৈরি করে, সেই দড়ি ধরে ধরে কোনমতে নদী পারাপার করছেন স্কুল পড়ুয়ারা। অস্থায়ী সেই ডিঙিও তৈরি করা হয়েছে জলের ড্রামের উপর বাঁশের পাটাতন বসিয়ে। কাজেই ছেলেমেয়েদের দ্রুত স্কুলে পৌঁছে দেওয়ার জন্য এই পুরো ব্যবস্থাটা গ্রামবাসীরা নিজেরাই তৈরি করেছেন বলে জানান ভাইরাল হওয়া ওই ভিডিও-তে। যদিও তাতে যে জীবনের ঝুঁকি আছে, তা মানছেন এলাকাবাসী থেকে পড়ুয়ারা! এনিয়ে চন্দ্রকোনা-২ নং ব্লকের বিডিও উৎপল পাইক বলেন, “ওখানে একটি বাঁশের সাঁকো ছিল। বন্যার জলের তোড়ে তা ভেঙে গিয়েছে। জল কমলেই সেতু তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তবে, এইভাবে ঝুঁকি নিয়ে যাতায়াতের কোনও প্রয়োজন নেই। একটু ঘুরে পাকা রাস্তা দিয়েই আসা ভালো। আমরা গ্রামবাসীদের সাথে কথা বলব।” যদিও, পড়ুয়ারা বলে, ঘুরপথে গেলে তাদের স্কুলে বা টিউশনে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে, তাই এই ব্যবস্থা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। (ভিডিও খবরের নিচে।)

নদীতে ঝুঁকির যাতায়াত:

বিজ্ঞাপন (Advertisement):

অন্যদিকে, শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ প্লাবিত ঘাটালের শ্যামপুর এলাকার ২নং চাতালে একটি মৃতদের উদ্ধার করে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। মৃত ব্যক্তির নাম রাজীব সিংহ রায়। বয়স আনুমানিক ৪৫। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, ঘাটালের অজবনগর এলাকার ওই বাসিন্দা এদিন অতিরিক্ত মদ্যপান করেছিলেন। আর সেই কারণেই শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে জলে তলিয়ে যান। প্রায় ঘন্টাখানেক ধরে খোঁজাখুঁজির পর তাঁর দেহ উদ্ধার করে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। এনিয়ে ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন, “এই ঘটনাটিকে আমরা বন্যার জলে তলিয়ে মৃত্যু বলতে পারবনা। যে জায়গায় উনি তলিয়ে যান, সেখানে এক হাঁটুর একটু বেশি জল ছিল। উনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। তারপর আর উঠতে পারেননি!” স্থানীয়দের একাংশের দাবি, ওই ব্যক্তি নিয়মিত মদ্যপান করতেন, এটা যেমন ঠিক; তেমনই ওই জায়গাতে এক হাঁটু নয়, প্রায় এক কোমর জল ছিল, এটাও ঠিক!

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

2 weeks ago