Flood

Ghatal Flood: নদীতেই ‘রোপওয়ে’? চন্দ্রকোনায় জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের যাতায়াত; প্লাবিত ঘাটালে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বানভাসি ঘাটালের দুর্যোগের নানা চিত্র! কোথাও সেতু ভেঙে যাওয়ায় নদী পেরোনোর জন্য স্থানীয়ভাবে ‘রোপওয়ে’ আর ডিঙি তৈরি করে, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার আবার কোথাও জলে তলিয়ে গিয়ে মৃত্যু। ঘাটাল মহকুমার চন্দ্রকোনা-২ নং ব্লকের বান্দিপুর-১নং গ্রাম পঞ্চায়েতের বাগপোতা এলাকার একটি ভিডিও সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল (সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন) হয়েছে, যা দেখে রীতিমত চোখ কপালে তুলছেন নেটাগরিকরা (বা, সমাজ মাধ্যম ব্যবহারকারীরা)! দেখা যাচ্ছে, বন্যার জলে ফুলেফেঁপে ওঠা শিলাবতী নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি বাঁধা হয়েছে দড়ি (গাছে)। তারপর স্থানীয়ভাবেই ডিঙি তৈরি করে, সেই দড়ি ধরে ধরে কোনমতে নদী পারাপার করছেন স্কুল পড়ুয়ারা। অস্থায়ী সেই ডিঙিও তৈরি করা হয়েছে জলের ড্রামের উপর বাঁশের পাটাতন বসিয়ে। কাজেই ছেলেমেয়েদের দ্রুত স্কুলে পৌঁছে দেওয়ার জন্য এই পুরো ব্যবস্থাটা গ্রামবাসীরা নিজেরাই তৈরি করেছেন বলে জানান ভাইরাল হওয়া ওই ভিডিও-তে। যদিও তাতে যে জীবনের ঝুঁকি আছে, তা মানছেন এলাকাবাসী থেকে পড়ুয়ারা! এনিয়ে চন্দ্রকোনা-২ নং ব্লকের বিডিও উৎপল পাইক বলেন, “ওখানে একটি বাঁশের সাঁকো ছিল। বন্যার জলের তোড়ে তা ভেঙে গিয়েছে। জল কমলেই সেতু তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তবে, এইভাবে ঝুঁকি নিয়ে যাতায়াতের কোনও প্রয়োজন নেই। একটু ঘুরে পাকা রাস্তা দিয়েই আসা ভালো। আমরা গ্রামবাসীদের সাথে কথা বলব।” যদিও, পড়ুয়ারা বলে, ঘুরপথে গেলে তাদের স্কুলে বা টিউশনে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে, তাই এই ব্যবস্থা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। (ভিডিও খবরের নিচে।)

নদীতে ঝুঁকির যাতায়াত:

বিজ্ঞাপন (Advertisement):

অন্যদিকে, শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ প্লাবিত ঘাটালের শ্যামপুর এলাকার ২নং চাতালে একটি মৃতদের উদ্ধার করে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। মৃত ব্যক্তির নাম রাজীব সিংহ রায়। বয়স আনুমানিক ৪৫। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, ঘাটালের অজবনগর এলাকার ওই বাসিন্দা এদিন অতিরিক্ত মদ্যপান করেছিলেন। আর সেই কারণেই শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে জলে তলিয়ে যান। প্রায় ঘন্টাখানেক ধরে খোঁজাখুঁজির পর তাঁর দেহ উদ্ধার করে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। এনিয়ে ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন, “এই ঘটনাটিকে আমরা বন্যার জলে তলিয়ে মৃত্যু বলতে পারবনা। যে জায়গায় উনি তলিয়ে যান, সেখানে এক হাঁটুর একটু বেশি জল ছিল। উনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। তারপর আর উঠতে পারেননি!” স্থানীয়দের একাংশের দাবি, ওই ব্যক্তি নিয়মিত মদ্যপান করতেন, এটা যেমন ঠিক; তেমনই ওই জায়গাতে এক হাঁটু নয়, প্রায় এক কোমর জল ছিল, এটাও ঠিক!

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

7 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

1 day ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

6 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

6 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago