Flooded

বেহাল নিকাশি, অবৈধ নির্মাণ! জলের তলায় মেদিনীপুর-খড়্গপুর, জলমগ্ন সবং-ডেবরা-পিংলা-কেশপুর-ঘাটাল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুন: জলীয় বাষ্প পূর্ণ শক্তিশালী দক্ষিণ -পশ্চিম মৌসুমি বায়ু আর নিম্নচাপের জোড়া ফলায় বুধবার রাতভর বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার বেশির ভাগ অঞ্চল জলমগ্ন! নীচু এলাকাগুলি প্লাবিত। বাদ যায়নি জেলা শহর মেদিনীপুর থেকে রেলশহর খড়্গপুর। মেদিনীপুর ও খড়্গপুর বাসীর স্পষ্ট অভিযোগ, বেহাল নিকাশি ব্যবস্থা আর অবৈধ নির্মাণের ফলেই এই অবস্থা। নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না করেই যেভাবে একের পর এক বহুতল গড়ে তোলার অনুমতি দেওয়া হচ্ছে, তাতেই ডুবে যাচ্ছে শহরের একাধিক এলাকা। মেন রাস্তা দিয়ে বইছে হাঁটু সমান জল। খড়্গপুর শহর থেকে গোপালী গ্রাম পঞ্চায়েতের মীরপুর (কোর্টের পেছনে), প্রায় সর্বত্র জলমগ্ন। ইতিমধ্যে ঝোলি এলাকায় পরিদর্শনে বেরিয়েছেন পৌরসভার প্রশাসক প্রদীপ সরকার। অন্যদিকে, বরাবরের মতোই টানা বৃষ্টির ফলে জলের তলায় চলে গেছে মেদিনীপুর শহরের ৮ নং ও ৯ নং ওয়ার্ড। ধর্মা, বিবেকানন্দ নগর থেকে সূর্যনগর,‌ নেতাজিনগর প্রভৃতি এলাকা প্রায় প্লাবিত। এলাকার প্রায় ৯০ শতাংশ বাড়িতে জল প্রবেশ করেছে বলে জানিয়েছেন এলাকাবাসীরা। ৮ নং ওয়ার্ডের বাসিন্দা তথা পরিবেশ গবেষণা সংস্থা ‘টিয়ার’ (TIEER) এর গবেষক ডঃ শুভেন্দু ঘোষ জানিয়েছেন, “আগামী দু’দিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী অতি ভারী বৃষ্টিপাত হলে অবস্থা ভয়াবহ হবে। পৌরসভার উচিত সমস্ত নিকাশি নালিগুলির আমুল সংস্কার এবং নিকাশি নালা দখল করে গড়ে ওঠা অবৈধ নির্মানগুলি তৎপরতার সাথে ভেঙে ফেলা।”

খড়্গপুর পরিদর্শনে প্রদীপ সরকার :

মেদিনীপুর ৯ নং ওয়ার্ডের মেন রাস্তা :

জলমগ্ন সবং :

অন্যদিকে, শহর খড়্গপুরে এক প্রান্তে মীরপুর কোর্টের পেছনে (খড়্গপুর গ্রামীণের গোপালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত)’র অবস্থা গত কয়েক বছর ধরেই ভয়াবহ। সামান্য বৃষ্টিতেই রাস্তা-ঘরবাড়ি ডুবে যায়। আর, গতকাল আর আজকের টানা বৃষ্টির পর, পুরো এলাকা জলের তলায় চলে গেছে। নৌকো ছাড়া মেন রাস্তা পর্যন্ত পৌঁছনো সম্ভব নয় বলে জানিয়েছেন এলাকার বাসিন্দা বিশ্বজিৎ লাহা। এলাকাবাসীদের অভিযোগ মারাত্মক! বাবলু ছেত্রী, চিরঞ্জীব ভৌমিক, গৌতম দাস, দিলীপ কুমার চক্রবর্তী’রা জানালেন, “রাস্তার বেহাল দশা! ড্রেন এর কাজ একটু হয়ে থেমে গেছে। জল নিকাশি ব্যাবস্থা নেই। স্ট্রিট আলো নেই, যেটুকু জ্বলে তাও পাড়ার লোকের নিজস্ব উদ্যোগে। আর, বৃষ্টি হলেই এক হাঁটু জল। এই অবস্থায় সমস্ত কর দিয়েও আমরা ২-৩ বছর ধরে বেঁচে আছি, তাও শহর থেকে ১ কিলোমিটারের মধ্যে। অথচ, প্রতিবছর বাড়ির পাশাপাশি বড় বড় ফ্ল্যাট তৈরির অনুমতি দেওয়া হচ্ছে। বড় বড় লরি ডাম্পআর ঢুকে ঢুকে রাস্তা শেষ হচ্ছে।” এই বিষয়ে গোপালী গ্রাম পঞ্চায়েতের প্রধান, শাসকদলের প্রতিনিধি সুস্মিতা মুর্মু’র সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। স্থানীয় পঞ্চায়েত তাপস কুমার ঘোষ বিজেপি’র। তিনি বলছেন, “উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি, কাজ হচ্ছেনা!” এদিকে, নাগাড়ে বৃষ্টিতে জলের তলায় সবংয়ের দশগ্রাম থেকে ডেবরা, পিংলা, কেশপুর ও ঘাটালের বেশিরভাগ এলাকা! আগামীকাল পর্যন্ত এভাবে বৃষ্টিপাত চলতে থাকলে যে ফের একবার বানভাসী হতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সহ একাধিক এলাকা, তা বলার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই!

মেদিনীপুর শহরের বিবেকানন্দ নগর :

খড়্গপুরের মীরপুর (কোর্টের পেছনে, ঝাপেটাপুরের কাছে) :

সবংয়ের দশগ্রাম :

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

7 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago