Health

Sushree: রাজ্যের সেরা, ‘সুশ্রী’ পুরস্কার পাচ্ছে পূর্ব মেদিনীপুরের একটি গ্রামীণ হাসপাতাল! আশানুরূপ নয় পশ্চিমের ফলাফল

মণিরাজ ঘোষ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ২৪ নভেম্বর: রাজ্যের সমস্ত মহকুমা হাসপাতাল (SDH), সুপার স্পেশালিটি হাসপাতাল (SSH), স্টেট জেনারেল হাসপাতাল (SGH), ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র (BPHC) এবং গ্রামীণ হাসপাতাল (RH) গুলির মধ্যে এই বছর (২০২০-‘২১) “সেরা” (প্রথম) নির্বাচিত হয়েছে, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অন্তর্গত বড়রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতাল (Bararankua Rural Hospital)। রাজ্য সরকারের মাধ্যমে ‘জাতীয় স্বাস্থ্য মিশন’ (National Health Mission) এই গ্রামীণ হাসপাতালের হাতে তুলে দেবে “সুশ্রী” (Sushree) পুরস্কার। প্রসঙ্গত উল্লেখ্য যে, পরিকাঠামো, পরিষেবা প্রদান, পরিচ্ছন্নতা, সৌন্দর্যায়ন এবং স্বাস্থ্য সচেতনতার প্রচার- এই সমস্ত মানদণ্ডের বিচারে প্রতিবছর রাজ্যের সেরা হাসপাতালগুলিকে চিহ্নিত করা হয়। সেরার সেরা হাসপাতালের হাতে তুলে দেওয়া হয় “সুশ্রী” (কায়াকল্প) পুরস্কার। জাতীয় স্বাস্থ্য মিশন (National Health Mission) এর পক্ষ থেকে ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির হাতে তুলে দেওয়া হয় ১৫ লক্ষ টাকা। যা হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের কাজে লাগানো হয়। এক্ষেত্রে, রাজ্যের দু’টি হাসপাতালকে সুশ্রী পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়, একটি জেলা হাসপাতালগুলির মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়া হাসপাতাল এবং অন্যটি বাকি সমস্ত হাসপাতালের মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়া হাসপাতাল। এবছর (২০২০-‘২১) সেরা জেলা হাসপাতাল হিসেবে “সুশ্রী” পুরস্কার পাচ্ছে- দক্ষিণ চব্বিশ পরগণার এম. আর বাঙ্গুর জেলা ও সুপার স্পেশালিটি হাসপাতাল (M.R. Bangur Super Speciality Hospital)। অন্যদিকে, বাকি সমস্ত হাসপাতালের মধ্যে (SDH, SGH, SSH, RH, BPHC) সেরা নির্বাচিত হয়ে বা সর্বোচ্চ নম্বর পেয়ে “সুশ্রী” পুরস্কার পাচ্ছে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অন্তর্গত রামনগর- ২ নম্বর ব্লকের বড়রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতাল। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই খবর পৌঁছনোর পরই পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে খুশির হাওয়া! নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, “নিঃসন্দেহে গর্বের ও আনন্দের খবর। রাজ্যের সমস্ত মহকুমা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতালের সঙ্গে লড়াই করে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার এই গ্রামীণ হাসপাতাল প্রথম স্থান অধিকার করে, জেলার মুখ উজ্জ্বল করেছে। ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ মানস কুমার মন্ডল সহ হাসপাতালের সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”

বড়রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতালের আধিকারিক, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা :

এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, রাজ্যের ২৩ টি জেলা হাসপাতাল (১৮ টি জেলা হাসপাতাল এবং ৫ টি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল) এবং ৩১৫ টি অন্যান্য হাসপাতাল (SDH, SGH, SSH, RH, BPHC) এই কর্মসূচিতে (Sushree Programme) অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছিল। মোট ৭ টি বিভাগের প্রতিটি বিভাগে নূন্যতম ৭০ শতাংশ নম্বর পেয়েছিল যে সমস্ত হাসপাতাল, তারাই সুশ্রী পুরস্কারের জন্য লড়াই করার সুযোগ পেয়েছিল। এক্ষেত্রে যে ৭ টি মানদণ্ড রয়েছে, সেগুলি হল- (১) পরিকাঠামোগত মান (২) উন্নত নিকাশি, ৩) বর্জ্য ব্যবস্থাপন ব্যবস্থাপনা (৪) রোগজীবাণুর মোকাবিলায় উন্নত পরিকাঠামো (৫) হাসপাতাল চত্বর হতে হবে পরিষ্কার-পরিচ্ছন্ন (৬) সৌন্দর্যায়ন এবং (৭) সচেতনতার বার্তা প্রধান বা প্রসার ঘটানো। মূল্যায়নে অন্তত ৭০ শতাংশ নম্বর পেলে তবেই পুরস্কারের দৌড়ে সামিল হওয়া যায়। মূল্যায়ন হয় ৬০০ নম্বরের। ন্যূনতম ৪২০ নম্বর পেতে হয়। একাধিকস্তরে মূল্যায়ন হয়। প্রথমে আশেপাশের সমপর্যায়ের কোনও হাসপাতাল সংশ্লিষ্ট হাসপাতালের মূল্যায়ন করে। পরে ওই মূল্যায়ন রিপোর্ট জেলায় পৌঁছয়। ৭০ শতাংশ নম্বর থাকলে পরে জেলাস্তরের দল সংশ্লিষ্ট হাসপাতালে মূল্যায়নে যায়। জেলাস্তরের দলের মূল্যায়নেও যদি ৭০ শতাংশ নম্বর মেলে, তবেই সংশ্লিষ্ট হাসপাতালের নাম “সুশ্রী পুরস্কার” এর জন্য রাজ্যে প্রস্তাব করা হয়। এবার, সমস্ত জেলা মিলিয়ে মোট ৩৩৮ টি হাসপাতাল এই দৌড়ে ছিল। ৬০০’র মধ্যে ৫৬৭.৫ নম্বর পেয়ে জেলা ও মেডিক্যাল কলেজগুলোর মধ্যে “সেরা” হয়েছে- দক্ষিণ ২৪ পরগণার এম.আর বাঙ্গুর জেলা ও সুপার স্পেশালিটি হাসপাতাল (M. R. Bangur Super Speciality Hospital)। অন্যদিকে, মহকুমা, ব্লক ও গ্রামীণ হাসপাতালগুলির মধ্যে “সেরা” হয়েছে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার (পূর্ব মেদিনীপুর) বড়রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতাল।

Bararankua Rural Hospital :

অন্যদিকে, এই “সুশ্রী” কর্মসূচিতে (Sushree Programme) পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে ‘সেরা’ হয়েছে ঘাটাল মহকুমার বীরসিংহে অবস্থিত বিদ্যাসাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র (Vidyasagar BPHC)। রাজ্যের মধ্যে নবম স্থানে আছে এই হাসপাতাল। পেয়েছে ৫৮২ (৬০০’র মধ্যে) অর্থাৎ ৯৭ শতাংশ নম্বর। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, এই বিদ্যাসাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রই ২০১৮-‘১৯ সালে রাজ্যের সেরা হিসেবে জিতে নিয়েছিল “সুশ্রী” পুরস্কার। তারপর থেকে পশ্চিম মেদিনীপুর জেলার আর কোনও হাসপাতাল এই পুরস্কার পায়নি। সেই সময় এই বিদ্যাসাগর BPHC ‘র ব্লক স্বাস্থ্য আধিকারিক বা BMOH ছিলেন ডাঃ মনোজিৎ বিশ্বাস। বর্তমানে যিনি শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার তথা গ্রামীণ হাসপাতালের BMOH হিসেবে ওই দুটি হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন ও পরিষেবা প্রদানে সচেষ্ট। অন্যদিকে, বিদ্যাসাগর ব্লক স্বাস্থ্য আধিকারিকের বর্তমান BMOH হলেন ডাঃ অভিষেক মিদ্যা। ২০২১ এর জুন মাসে তিনি ডাঃ মনোজিৎ বিশ্বাসের স্থলাভিসিক্ত হয়েছেন। পশ্চিম মেদিনীপুর জেলার অন্যান্য যে হাসপাতালগুলি এবার সুশ্রী পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিল (৭০ শতাংশ নম্বর পেয়ে), সেগুলি হল- হিজলি গ্রামীণ হাসপাতাল, ঘাটাল মহকুমা হাসপাতাল, ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল, দাসপুর গ্রামীণ হাসপাতাল, চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল, দাঁতন গ্রামীণ হাসপাতাল, কেশপুর গ্রামীণ হাসপাতাল এবং খড়্গপুর মহকুমা হাসপাতাল। বিদ্যাসাগর BPHC (নবম) ছাড়া কোনটিই প্রথম একশোতে জায়গা পায়নি! অপরদিকে, জেলা হাসপাতাল হিসেবে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এই দৌড়েই আসতে পারেনি। এদিকে, ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল ২৮ তম স্থান (৫৮২ নম্বর) অধিকার করে ওই জেলার ‘সেরা’ হাসপাতাল নির্বাচিত হয়েছে SDH, SGH, SSH, RH ও BPHC এর মধ্যে। শুধু তাই নয়, ঝাড়গ্রাম জেলা হাসপাতাল তথা সুপার স্পেশালিটি হাসপাতাল এই সুশ্রী পুরস্কারের জন্য মনোনীত ২৩ টি জেলা হাসপাতালের মধ্যে ১৫ তম স্থান অর্জন করেছে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম জেলা হাসপাতাল ও তমলুক জেলা হাসপাতাল যথাক্রমে ২২ ও ২৩ নম্বরে আছে। কিন্তু, সুশ্রী পুরস্কারের দৌড়ে আসতে পারেনি (৭০ শতাংশ নম্বর পায়নি) পশ্চিম মেদিনীপুরের জেলা সদর হাসপাতাল তথা মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র (Vidyasagar BPHC) :

সেরা জেলা হাসপাতাল এম আর বাঙ্গুর জেলা ও সুপার স্পেশালিটি হাসপাতাল :

News Desk

Recent Posts

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 hours ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

2 days ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

2 weeks ago

Medinipur: ড্রাম ভর্তি খুচরো পয়সা নিয়ে হাজির বাইকের শোরুমে, মেয়ের স্বপপূরণ করলেন চন্দ্রকোনার চা-বিক্রেতা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: গ্রামে চায়ের দোকান চালিয়ে চলে সংসার। সেই…

2 weeks ago

Midnapore: এসআইআর আবহেই পশ্চিম মেদিনীপুরের ৬ জন ওসি সহ ১২ জন পুলিশ আধিকারিকের বদলি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ নভেম্বর: আর কয়েকমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এদিকে…

2 weeks ago