Recruitment

Primary TET: প্রাথমিকে চাকরি পেলেন আরও ৪৭৪ জন টেট পাস ও প্রশিক্ষিত প্রার্থী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৪ নভেম্বর: প্রাথমিকে টেট পাস (Primary TET 2014 Pass) এবং প্রশিক্ষিত চাকরিপ্রার্থীদের যে ১৬ হাজার ৫০০ নিয়োগের প্রক্রিয়া চলছে, তার দ্বিতীয় দফার মেধাতালিকা প্রকাশিত হল মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে। ৪৭৮ টি শূন্যপদের জন্য ৪৭৪ জনের মেধাতালিকা প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) সভাপতি মানিক ভট্টাচার্য। প্রসঙ্গত উল্লেখ্য, এই ৪৭৮ টি পোস্ট (শূন্যপদ) অফলাইনে আবেদন করা চাকরিপ্রার্থীদের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছিল। তাঁদের ইন্টারভিউ হওয়ার পর, ওই ধরনের ৪৯১ জন চাকরিপ্রার্থী এবং প্রথম মেধাতালিকা অনুযায়ী নট ইনক্লুডেড (Not Included) প্রায় ৬-৭ হাজার চাকরিপ্রার্থীদের মধ্যে কাট-অফের বিচারে ৪৭৪ জনকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে বলে পর্ষদ জানিয়েছে। www.wbbpe.org ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই এই ধরনের সফল প্রার্থীদের কাউন্সেলিং হবে বলে জানা গেছে।

চাকরি পেলেন আরও ৪৭৮ জন‌ টেট পাস ও প্রশিক্ষিত চাকরিপ্রার্থী : (ফাইল ছবি, নিজস্ব)

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি (২০২১) প্রথম দফায় ১৫২৮৪ জনের (যদিও, বাস্তবে নাম ছিল সাড়ে ১২ হাজারের কিছু বেশি প্রার্থীর) মেধাতালিকা প্রকাশিত হওয়ার পর, ১২১৬ টি শূন্যপদ সংরক্ষণ করে রাখা হয়েছিল। ৪৭৮ টি অফলাইনে আবেদনকারীদের জন্য এবং ৭৩৮ টি প্রশ্ন ভুল মামলার পাস করা চাকরিপ্রার্থীদের জন্য। দ্বিতীয় পর্যায়ে, গতকাল রাতে সেই ৪৭৮ জনের মেধাতালিকা (যদিও, মেধাতালিকায় নাম আছে ৪৭৪ জনের) প্রকাশ করা হলো। এই তালিকায়, অফলাইনে আবেদনকারীদের কিছু চাকরিপ্রার্থী (১৫০’র কিছু বেশি) এবং নট ইনক্লুডেডদের মধ্যে কিছু (৩০০’র কিছু বেশি) চাকরিপ্রার্থী জায়গা পেয়েছেন বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। তবে, সবমিলিয়ে প্রায় হাজার সাতেক নট ইনক্লুডেড চাকরিপ্রার্থী আন্দোলন চালিয়ে যাচ্ছেন, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী তাঁদের সকলকে নিয়োগপত্র দেওয়ার জন্য। তাঁদের বক্তব্য, বাস্তবে এখনও পর্যন্ত চাকরি দেওয়া হয়েছে ১৩ হাজার চাকরিপ্রার্থীকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, প্রথম পর্যায়ে সাড়ে ১৬ হাজার এবং পরবর্তী পর্যায়ে বাকি সাড়ে ৩ হাজার জনকে চাকরি দেওয়া হবে। বাস্তবে যদি তা হয়, তাহলে সকল টেট পাস ও প্রশিক্ষিত নট ইনক্লুডেডরাই চাকরি পেয়ে যাবে।‌ কিন্তু, পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য তা করছেন না! এই জন্য চাকরি প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, পর্ষদ সূত্রে জানা গেছে, প্রশ্ন ভুল মামলায় নতুন করে যারা মামলা করেছিলেন এবং গত ৭ ও ৮ জানুয়ারি পর্ষদে গিয়ে অফলাইনে আবেদন জমা করে এসেছিলেন, তাঁদের মধ্যে সফল ৭৩৮ জনের ইন্টারভিউ নেওয়া হবে আদালতের নির্দেশ পাওয়ার পর। তারপরই, ৭৩৮ জনের যে মেধাতালিকা প্রকাশ করা হবে, সেখানেও লড়াই করতে পারবেন অবশিষ্ট নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির বিষয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি! তবে, পরবর্তী পর্যায়ে আরও ৭৩৮ জনের নিয়োগের বিষয়ে নিশ্চয়তা দান করেছেন পর্ষদ সভাপতি।

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

14 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

2 days ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

7 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

7 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago