দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ নভেম্বর: গত ৮ নভেম্বর থেকে ১০ নভেম্বরের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নং ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলুপাড়া গ্রামের অন্তত ৩০-৪০ জন পুরুষ-মহিলা-শিশু আন্ত্রিক (Enteric) বা পেট খারাপ জাতীয় রোগে আক্রান্ত হয়েছিলেন। এরপরই, নড়েচড়ে বসে ছিল জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তর। টানা তিন দিন ধরে দাসপুর ১ ব্লক স্বাস্থ্য দফতর ওই পাড়ায় মেডিক্যাল ক্যাম্প করে আক্রান্তদের চিকিৎসা করা হয়েছে। গঠন করা হয়েছিল বিশেষ মেডিক্যাল বোর্ড। সঙ্গে সঙ্গে ওই এলাকার ‘সজলধারা’ টির জল পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল জেলা শহর মেদিনীপুরে। গতকাল অর্থাৎ ১১ নভেম্বর সেই রিপোর্ট আসে। জেলার জনস্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক কর্মাধ্যক্ষ তথা ওই এলাকার জেলা পরিষদের সদস্য শ্যামপদ পাত্র জানান, “সজল ধারার ওই জলে আন্ত্রিকের জীবাণু পাওয়া গেছে। দ্রুত দপ্তর থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।” এরপরই, শুক্রবার সকাল থেকে জনস্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ওই এলাকায় গিয়ে, সজলধারার জলে জীবাণুনাশক প্রয়োগ করে, তা পান করার উপযোগী করার কাজ শুরু করেন। ক্লোরিন ও ব্লিচিং পাউডার দিয়ে ওই জল জীবানুনাশ করা হয় বলে জনস্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। উপস্থিত ছিলেন, ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও।

thebengalpost.net
সজলধারার জলে ক্লোরিন ও ব্লিচিং মেশানো হল :

প্রসঙ্গত, পরপর তিনদিন ধরে অন্তত ৩০-৪০ জনের আন্ত্রিক বা পেট খারাপ জাতীয় অসুখ ধরা পড়ায়, গত ১০ নভেম্বর (বুধবার) থেকেই ওই সজলধারার জল পান করতে নিষেধ করা হয়েছিল গ্রামবাসীদের। গত তিনদিন ওই এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বা PHE র পক্ষ থেকে জল সরবরাহ করা হয়েছে। শ্যামপদ বাবু জানিয়েছেন, “আজকের দিনটাও ওই সজলধারার জল পান করার প্রয়োজন নেই, দপ্তরের পক্ষ থেকে জল সরবরাহ করা হয়েছে। আগামীকাল থেকে ওই জল খাওয়া যেতে পারে। তবে, পরিস্থিতির দিকে নজর রাখা হবে। দিন কয়েক পরে আরও একবার জল পরীক্ষা করা হবে।” জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা জানিয়েছেন, “এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। জলে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়ার পরই, সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

thebengalpost.net
জীবাণুনাশক প্রয়োগ করা হল :