দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জুন: দায়িত্ব নিলেন শালবনী সুপার স্পেশালিটি তথা করোনা হাসপাতালের নতুন সুপার ডাঃ মনোজিৎ বিশ্বাস। শালবনীর বিএমওএইচ বা ব্লক স্বাস্থ্য আধিকারিক হিসেবেও দায়িত্ব বুঝে নিলেন তিনি। সোমবার থেকে তিনি দায়িত্ব নিয়েছেন। মঙ্গলবার হাসপাতালের সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে একটি বৈঠকও করলেন। বার্তা দিলেন, “সাধারণ মানুষকে সঠিক পরিষেবা দেওয়াই আমাদের একমাত্র কর্তব্য। আর, সেটাই আমাদের লক্ষ্য।”

thebengalpost.in
শালবনীর নতুন সুপার তথা বিএমওএইচ’কে শুভেচ্ছা জানানো হলো ‘ছত্রছায়া’র পক্ষ থেকে :

প্রসঙ্গত, গত ১৭ ই জুন রাজ্য স্বাস্থ্য দপ্তর একটি নির্দেশিকা অনুযায়ী শালবনী সুপার স্পেশালিটি (করোনা হাসপাতালের) হাসপাতালের সুপার’কে বদলি করা হয়। পরিবর্তন করা হয় রুরাল হাসপাতালের BMOH কেও। এরপর, সোমবার (২১ জুন) দায়িত্ব গ্রহণ করেন, এতদিন ঘাটালের বিদ্যাসাগর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ হিসেবে দায়িত্ব পালনকারী ডাঃ মনোজিৎ বিশ্বাস। দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার তিনি জানান, “আমার সকল সহকর্মী তথা স্বাস্থ্য যোদ্ধাদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষকে সুষ্ঠু পরিষেবা দিতে চাই। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় আমরা সদা তৎপর। আশা করছি প্রত্যেকের সহযোগিতা পাবো।” প্রায় বছরখানেক শালবনীর বিএমওএইচ হিসেবে দায়িত্ব পালনকারী ডাঃ নবকুমার দাস চার্জ (দায়িত্ব) বুঝিয়ে দেন ডাঃ বিশ্বাস’কে। বর্তমানে তিনি শালবনী গ্রামীণ হাসপাতালের মেডিক্যাল অফিসার থাকবেন। তিনি জানিয়েছেন, “আমার পক্ষ থেকে বিএমওএইচ স্যারকে প্রতি মুহূর্তে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই।” উল্লেখ্য যে, এদিন শালবনীর নতুন সুপার তথা বিএমওএইচ’কে শুভেচ্ছা জানানো হলো স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছত্রছায়া’র পক্ষ থেকে। সংগঠনের পক্ষে নুতন ঘোষ জানান, “উনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মকান্ড সম্পর্কে জানালেন। ভালো লাগলো। ওনাকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”