Health

টানা ১৫ মাস কোভিড পরিষেবা দেওয়ার পর সোমবার থেকে সাধারণ চিকিৎসা শুরু হল শালবনী সুপার স্পেশালিটিতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলায়, করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে ওঠার পর আজ থেকে আবার “সাধারণ হাসপাতাল” হিসাবে পথ চলা শুরু করলো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল। শুক্রবার (১০ সেপ্টেম্বর) জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছিলেন। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, জেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গঠিত টাস্কফোর্সের সিদ্ধান্ত অনুসারে এবং জেলাশাসক ড. রশ্মি কমলের নির্দেশে, জেলার শালবনী সুপার স্পেশালিটি কোভিড হাসপাতালটিতে সাময়িকভাবে করোনা সংক্রান্ত কাজকর্ম বন্ধ করা হচ্ছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ, সোমবার থেকেই শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালটি আগের মতোই “সাধারণ হাসপাতাল” হিসেবে রোগীদের চিকিৎসা ও রোগী ভর্তির জন্য খুলে দেওয়া হল।

শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল (নিজস্ব ছবি) :

উল্লেখ্য, করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের সময়ে জেলাতে শালবনী কোভিড হাসপাতাল, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের সঙ্গে কাজ করেছিল। ২০২০ এর জুন মাস থেকে লেভেল ফোর কোভিড হাসপাতাল হিসেবে পথচলা শুরু করেছিল সালবনি সুপার স্পেশালিটি। প্রায় ১৫ মাস এই হাসপাতাল কোভিড পরিষেবায় নিয়োজিত থেকেছে। কিন্তু, এই মুহূর্তে জেলার করোনা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং গত ১ মাসেরও বেশি সময় ধরে, কোভিড হাসপাতালগুলি প্রায় রোগীশূন্য থেকেছে! সেজন্যই এই সুপার স্পেশালিটি হাসপাতাল-কে আপাতত সাধারণ চিকিৎসায় কাজে লাগানো হবে বলে জানিয়েছেন জেলাশাসক ড. রশ্মি কমল। শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাঃ মনোজিৎ বিশ্বাস জানিয়েছেন, “ডি.এম ম্যাডাম এবং সিএমওএইচ (CMOH) স্যারের অনুমতিক্রমে সোমবার থেকেই পুরোদস্তুর সাধারণ চিকিৎসা পরিষেবায় নিয়োজিত হল শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল।”

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

7 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

1 day ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

6 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

6 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago