দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলায়, করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে ওঠার পর আজ থেকে আবার “সাধারণ হাসপাতাল” হিসাবে পথ চলা শুরু করলো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল। শুক্রবার (১০ সেপ্টেম্বর) জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছিলেন। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, জেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গঠিত টাস্কফোর্সের সিদ্ধান্ত অনুসারে এবং জেলাশাসক ড. রশ্মি কমলের নির্দেশে, জেলার শালবনী সুপার স্পেশালিটি কোভিড হাসপাতালটিতে সাময়িকভাবে করোনা সংক্রান্ত কাজকর্ম বন্ধ করা হচ্ছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ, সোমবার থেকেই শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালটি আগের মতোই “সাধারণ হাসপাতাল” হিসেবে রোগীদের চিকিৎসা ও রোগী ভর্তির জন্য খুলে দেওয়া হল।

thebengalpost.net
শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল (নিজস্ব ছবি) :

উল্লেখ্য, করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের সময়ে জেলাতে শালবনী কোভিড হাসপাতাল, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের সঙ্গে কাজ করেছিল। ২০২০ এর জুন মাস থেকে লেভেল ফোর কোভিড হাসপাতাল হিসেবে পথচলা শুরু করেছিল সালবনি সুপার স্পেশালিটি। প্রায় ১৫ মাস এই হাসপাতাল কোভিড পরিষেবায় নিয়োজিত থেকেছে। কিন্তু, এই মুহূর্তে জেলার করোনা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং গত ১ মাসেরও বেশি সময় ধরে, কোভিড হাসপাতালগুলি প্রায় রোগীশূন্য থেকেছে! সেজন্যই এই সুপার স্পেশালিটি হাসপাতাল-কে আপাতত সাধারণ চিকিৎসায় কাজে লাগানো হবে বলে জানিয়েছেন জেলাশাসক ড. রশ্মি কমল। শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাঃ মনোজিৎ বিশ্বাস জানিয়েছেন, “ডি.এম ম্যাডাম এবং সিএমওএইচ (CMOH) স্যারের অনুমতিক্রমে সোমবার থেকেই পুরোদস্তুর সাধারণ চিকিৎসা পরিষেবায় নিয়োজিত হল শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল।”