Health

রাজ্যে ৩৬ হাজার শিশু করোনা আক্রান্ত, শেষ ৪ মাসেই প্রায় ২২ হাজার! প্রস্তুতি ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর, ১৭ জুন: “রাজ্যে এখনও পর্যন্ত প্রায় ৩৬ হাজার শিশু করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে, ২০২১ এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রায় ১৪ হাজার শিশু আক্রান্ত হলেও, গত চার মাসে (৩১ শে মে পর্যন্ত) ২১ হাজারেরও বেশি শিশু করোনা আক্রান্ত হয়েছে। স্বভাবতই, প্রতিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল’কে শিশুদের জন্য পিকু (PICU) ও নিকু (NICU) প্রস্তুত রাখার কথা বলা হয়েছে।” মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর সফরে এসে একথা জানিয়েছেন রাজ্যের উচ্চ পদস্থ স্বাস্থ্যকর্তা তথা কোভিড ওএসডি ডাঃ গোপালকৃষ্ণ ঢালি। তিনি এও জানিয়েছেন, “তৃতীয় ঢেউ আসবে কিনা আমরা কেউ নিশ্চিত নই, তবে কমবয়সীদের মধ্যে আক্রান্ত হওয়ার প্রবণতা ধীরে ধীরে বাড়ছে। সেক্ষেত্রে, শিশুরাও সংক্রমিত হতে পারেন। তাই, প্রতিটি জেলা তথা স্বাস্থ্য আধিকারিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। এক্ষেত্রে, শিশুদের চিকিৎসা শিশু বিশেষজ্ঞদেরই করতে হবে। তাই, আমরা মূলত মেডিক্যাল কলেজের শিশু বিভাগগুলোকেই আরও উন্নত করার পরামর্শ দিয়েছি।” প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার লেভেল ফোর করোনা হাসপাতাল পরিদর্শনে এসে হাসপাতালের বর্তমান পরিকাঠামো নিয়ে সন্তোষ প্রকাশ করার সাথে সাথে, বিভিন্ন বিষয়ে তিনি পরামর্শ দিয়ে যান, কিভাবে আরও উন্নত পরিষেবা দেওয়া যাবে এই বিষয়ে। এরপরই, মেদিনীপুর সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার জন্য প্রতিটি জেলাকে বার্তা দেওয়া হয়েছে। সেইমতো জেলাগুলি কাজ করছে।

মেদিনীপুর মেডিক্যাল কলেজে জোর কদমে চলছে কাজ :

এদিকে, মেদিনীপুর মেডিক্যাল কলেজে শিশুদের জন্য মোট ২৫ টি কোভিড আইসিসিইউ বা পিকু (PICU- Pediatric Intensive Care Unit) প্রস্তুত করার কাজ জোরকদমে চলছে বলে জানিয়েছেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু। এছাড়াও, জেলার খড়্গপুর মড়কুমা হাসপাতাল, ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল, শালবনি সুপার স্পেশালিটি ও করোনা হাসপাতাল এবং ডেবরা সুপার স্পেশালিটি ও করোনা হাসপাতালে যথাক্রমে ১০ টি করে শয্যা প্রস্তুত রাখা হচ্ছে। তবে, এই ৬৫ টি ছাড়াও, নবজাতকদের জন্য মেদিনীপুর মেডিক্যালে আরও ৫ টি ও ঘাটাল সুপার স্পেশালিটিতে আরও ৫ টি কোভিড নিকু (NICU- Neonatal Intensive Care Unit) তৈরি করা হচ্ছে। শিশু ও নবজাতকদের জন্য এই জেলায় মোট ৭৫ টি কোভিড আইসিসিইউ প্রস্তুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন জেলাশাসক ডঃ রশ্মি কমল। অন্যদিকে, ঝাড়গ্রাম জেলাতেও ৩০ টি কোভিড পিকু শয্যা বা আইসিসিইউ প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ঝাড়গ্রাম জেলা হাসপাতাল, নয়াগ্রাম সুপার স্পেশালিটি ও গোপীবল্লভপুর সুপার স্পেশালিটিতে ১০ টি করে পিকু গড়ে তোলা হচ্ছে।‌ অন্যদিকে, ঝাড়গ্রাম জেলা হাসপাতালে আরও ৫ টি নিকু (Neonatal Intensive Care Unit) শয্যাও প্রস্তুত রাখা হচ্ছে বলে জানা গেছে। উল্লেখ্য যে, উত্তর ও দক্ষিণ বঙ্গের প্রতিটি জেলাতেই তৎপরতা দেখানো হচ্ছে শিশুদের জন্য কোভিড আইসিসিইউ প্রস্তুত রাখার জন্য। রাজ্যের সহকারী স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, “দ্বিতীয় ঢেউ নিম্নমুখী, কিন্তু তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা! তাই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

ডাঃ গোপালকৃষ্ণ ঢালি :

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

14 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

2 days ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

7 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

7 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago