Health

তৃতীয় ঢেউয়ের প্রাক্কালেই একসঙ্গে বদলি হলেন পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ভবনের সর্বোচ্চ দুই কর্তা

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৮ জুন: হয়তো আধিকারিক হিসেবে ‘বদলি’ হওয়াটা অত্যন্ত স্বাভাবিক! এটাই সরকারি নিয়ম। তা সত্ত্বেও, করোনা’র দ্বিতীয় ঢেউয়ের প্রায় অন্তিম পর্বে আর তৃতীয় ঢেউয়ের প্রাক্কালে একসঙ্গে সর্বোচ্চ দুই স্বাস্থ্যকর্তার বদলি যেন জেলাবাসীর কাছে কিছুটা বিনা মেঘে বজ্রপাতের মতোই! সোমবার দুপুরে রাজ্য স্বাস্থ্য দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল’কে বদলি করে পাঠানো হচ্ছে রাজ্যের সহকারী স্বাস্থ্য অধিকর্তা (ADHS, NCD- 1) হিসেবে রাজ্য স্বাস্থ্য ভবনে। তাঁর জায়গায় পশ্চিম মেদিনীপুর জেলার নতুন মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসেবে আসছেন ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা। তিনি কলকাতার কে. এস. রায় টিবি হাসপাতালের সুপার হিসেবে এতোদিন দায়িত্বে ছিলেন।

ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী ও ডাঃ নিমাই চন্দ্র মন্ডল :

অপরদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক (১) ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী’র সম্প্রতি (২৯ মে থেকে) প্রোমোশন (পদোন্নতি) হয়েছিলো- রাজ্যের সহকারী স্বাস্থ্য অধিকর্তা (ADHS) এবং ওএসডি (OSD) হিসেবে। তবে, তিনি বিশেষ নির্দেশে, রাজ্য স্বাস্থ্য ভবনের বদলে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ভবনেই মুখ্য স্বাস্থ্য আধিকারিককে সহায়তা করার দায়িত্ব পালন করছিলেন। স্বাস্থ্য দপ্তরের আজকের নির্দেশিকার পর, ডাঃ সারেঙ্গী মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) হিসেবে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার দায়িত্ব পালন করবেন। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার বর্তমান মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত রায়’কে পাঠানো হচ্ছে কলকাতার কে. এস. রায় টি. বি হাসপাতালের সুপার করে। এদিকে, জেলার করোনা যুদ্ধে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চলেছিলেন ডাঃ নিমাই চন্দ্র মন্ডল এবং ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী। ২০২০ এর জুন মাসে ডাঃ গিরিশ চন্দ্র বেরা’র পরিবর্তে পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ডাঃ নিমাই চন্দ্র মন্ডল। কিন্তু, করোনার প্রথম ও দ্বিতীয় যুদ্ধে কখনও ডাঃ বেরা’র সঙ্গে, আবার কখনও ডাঃ মন্ডলের সঙ্গে হাতে হাত মিলিয়ে স্বাস্থ্য-যুদ্ধে নেতৃত্ব ও নানা পরিকল্পনা দানে যিনি অগ্রণী ভূমিকা পালন করে চলেছিলেন সেই ডাঃ সারেঙ্গীর এই বিদায়ে শোকার্ত জেলার সকল স্বাস্থ্যকর্মী, সাংবাদিক থেকে সাধারণ মানুষ! কখনোবা গানের মাধ্যমে (“করোনার সাথে এসো লড়ি সবাই…জয় হবে নিশ্চয়”), আবার কখনোবা সেরো সার্ভেল্যান্স (Serosurveillance) এর নেতৃত্বদানের মাধ্যমে জেলাবাসীর মন জয় করে নেওয়া এই স্বাস্থ্যকর্তা যেন পশ্চিম মেদিনীপুর বাসীর মনের মণিকোঠায় স্থান করে নিয়েছিলেন! ডাঃ গিরিশ চন্দ্র বেরা’র স্থলাভিসিক্ত হয়ে, অল্প সময়েই মন জয় করে নিয়েছিলেন জেলার বর্তমান মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল। তাই, করোনা যুদ্ধে সম্পূর্ণ জয় লাভ করার আগেই তাঁদের বিদায়ে মনখারাপ পশ্চিম মেদিনীপুরের! তবে, পরবর্তী যাত্রায় তাঁদের অন্তরের অন্তর্স্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করলেন আপামর পশ্চিম মেদিনীপুর বাসী।

সম্প্রতি জেলাশাসকের সঙ্গে ডাঃ নিমাই চন্দ্র মন্ডল ও ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী :

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago