Humanity

Humanity: কেউ দেখেও দেখেনি, এগিয়ে এলেন পশ্চিম মেদিনীপুরের ‘পঞ্চ পান্ডব’! অসুস্থ ভবঘুরেকে ভর্তি করা হল হাসপাতালে, পাশে দাঁড়ালেন BDO

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১০ জুলাই: গত প্রায় এক সপ্তাহ ধরেই রাজ্য সড়কের ধারে পরিত্যক্ত এলাকায় অসুস্থ অবস্থায় পড়েছিলেন এক ভবঘুরে। অনেকেই দেখেছিলেন। তবে, না দেখার ভান করে চলে গিয়েছেন হয়তো। অবশেষে, অসুস্থ ওই ব্যক্তিকে সযত্নে উদ্ধার করে, হাসপাতালে ভর্তি করে মানবিকতার পরিচয় দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাইয়ের একদল যুবক। যুবকদের এই কীর্তির কথা শুনে, পাশে দাঁড়ালেন চন্দ্রকোনা ১ নং ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী।

অসুস্থ ব্যক্তি :

জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের ধারে কেঠিয়া ব্রিজ এলাকায় অজ্ঞাত পরিচয় এক ভবঘুরে প্রায় সাতদিন ধরে রাস্তার পাশে পরিত্যক্ত জায়গায় পড়েছিলেন। রাস্তায় যাতায়াতের পথে পথচারীরা ভ্রুক্ষেপ করেননি! কেউই নজর দেয়নি ভবঘুরের প্রতি। শনিবার সন্ধ্যার দিকে একদল যুবক ওই এলাকা দিয়ে যাওয়ার পথে লক্ষ্য করেন অসুস্থ ওই ভবঘুরেকে। এই দলে ছিলেন- কুমার রঞ্জন কর, উৎপল পাল, শেখ মহ: মুজিব, শেখ আতব আলী, শেখ খোকন। বেড়াতে বেরিয়ে এই যুবকদল রাতের অন্ধকারে দেখতে পান অসুস্থ ভবঘুরেকে। দেখেই তাঁরা বুঝতে পারেন, ওই ব্যক্তি অসুস্থ এবং মানসিক ভারসাম্যহীন। দ্রুত তাঁর চিকিৎসার ব্যবস্থা না করলে হয়তো প্রাণহানিও ঘটতে পারে। সঙ্গে সঙ্গে ক্ষীরপাইয়ের ওই যুবকদল অসুস্থ ওই ব্যক্তিকে উদ্ধার করে, ভর্তি করেন ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে।

প্রথমে যদিও হাসপাতালের তরফ থেকে ওই ব্যক্তিকে ভর্তি নিতে না চাইলেও, শেষমেষ ভর্তি নেওয়া হয়। রবিবার এই খবর পেয়েই ওই ব্যক্তির সাথে দেখা করতে যান চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী। তিনি গিয়ে চিকিৎসকদের সাথে কথা বলেন এবং সমস্ত ধরনের চিকিৎসার সুব্যবস্থা করার নির্দেশ দেন। বিডিও অসুস্থ ওই ভবঘুরেকে খাবার, ফলমূল ও জল দিয়ে আসেন। এই ঘটনায় এলাকার মানুষের মনে প্রশ্ন উঠছে, ক্ষীরপাই পৌরসভার রাজ্য সড়কের পাশে এভাবে এক অসুস্থ ভবঘুরে সাত দিন ধরে পড়ে থাকলেও, কেন পৌর প্রশাসনের নজরে পড়লো না? নাকি নজরে পড়লেও, বিষয়টি তাঁরা এড়িয়ে গেছেন! বর্তমানে অসুস্থ ওই ভবঘুরে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে, ডাক্তার অসীম জানার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। চন্দ্রকোনা ১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী ও ক্ষীরপাই টিওপির আইসি গোবর্ধন সাউ, পঞ্চ পান্ডবের এই কীর্তির ভূয়সী প্রশংসা করেছেন এবং চিকিৎসার ব্যাপারে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

উদ্ধার:

হাসপাতালে পৌঁছলেন বিডিও :

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

7 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago