দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ অক্টোবর: আইআইটি খড়্গপুরের ঐতিহ্যমণ্ডিত ‘ইলুমিনেশন’ (সংক্ষেপে ‘ইলু’) উৎসবে ভারতীয় সংস্কৃতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মেলবন্ধন! রীতি ও ঐতিহ্য বজায় রেখে সোমবার সন্ধ্যায় আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ‘ইলুমিনেশন ও রঙ্গোলি-২০২৫’ (Illumination and Rangoli-2025) অনুষ্ঠান।

thebengalpost.net
IIT খড়্গপুরের ইলুমিনেশন:

ভারতের প্রাচীনতম প্রযুক্তি বিদ্যার প্রতিষ্ঠান (আইআইটি), খড়্গপুর আইআইটি-তে ১৯৭৭ সাল থেকে দীপাবলি উপলক্ষে এই ‘ইলুমিনেশন’ বা আলোকসজ্জার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। ঐতিহ্য ও সৃজনশীলতা সমৃদ্ধ এই ধরনের অনুষ্ঠান ভারতের অন্য কোনও আইআইটি বা শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত হয়না। প্রায় পাঁচ দশক ধরে দীপাবলির রাতে আইআইটি খড়্গপুর ক্যাম্পাস অভিনব আলোকসজ্জা ও রঙ্গোলির মধ্য দিয়ে সেজে ওঠে। প্রযুক্তি ও সাবেকিয়ানার উপর নির্ভর করে প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ বর্ষের আবাসিক পড়ুয়ারা আলোকসজ্জজা ও রঙ্গোলি তৈরি করেন। এবার সেই প্রযুক্তির ধারাতেই নবতম সংযোজন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। একদিকে পৌরাণিক কাহিনীর উপর আলোকপাত, অন্যদিকে ভবিষ্যত চালিকাশক্তি রূপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব- এমনই নানা থিমের মেলবন্ধন ঘটেছে সোমবারের ইলুমিনেশন ও রঙ্গোলি প্রদর্শনীতে। এক পড়ুয়া বলেন, “এআই যেভাবে ধীরে ধীরে মানব-মস্তিষ্ক তথা সমগ্র মানবজীবনের উপরই প্রভাব বিস্তার করছে, তার ভালো ও মন্দ দু’টো দিকই আছে। সেটাই তুলে ধরতে চেয়েছি।” এবারের ইলুমিনেশনে কোন প্রতিযোগিতা হয়নি। সকলকেই আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষের তরফে মিষ্টি ও উপহার তুলে দেওয়া হয়েছে। এবারের এই ইলুমিনেশন (আলোকসজ্জা) দেখতে হাজির হয়েছিলেন খড়্গপুরের মহকুমাশাসক শ্রী পাটিল যোগেশ অশোক রাও। তিনি বলেন, “অভূতপূর্ব সব আলোকসজ্জা দেখলাম। প্রতিটি হল (হোস্টেল) নানা থিম তুলে ধরেছে। প্রযুক্তি ও মানবতার মেলবন্ধনের বিষয়টি তুলে ধরতে চেয়েছেন ওঁরা।”

thebengalpost.net
প্রদীপ দিয়ে আলোকসজ্জা:

আইআইটি খড়্গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী বলেন, “ঐতিহ্য বজায় রেখে দীপাবলির আলোকোজ্জ্বল সন্ধ্যায় আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে ‘ইলুমিনেশন ও রঙ্গোলি’ (ইলু) অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এই অনুষ্ঠান সৃজনশীলতা, একতা ও আলোকিত পথের বার্তাবহ।” তিনি এত বলেন, “গত কয়েক দশক ধরে আইআইটি খড়্গপুর জ্ঞানের আলো থেকে উদ্ভাবনের দীপ্তি ছড়িয়ে চলেছে। প্রযুক্তি ও সংস্কৃতিকে সঙ্গে নিয়ে, আগামীদিনেও ‘আলোর পথ’ ধরে এগিয়ে যাবেন আমাদের পড়ুয়ারা। এদিনও তাঁরা সেই বার্তাই দিয়েছেন।”

thebengalpost.net
রঙ্গোলিতেও এআই বার্তা: