দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: চার বছরের আস্ত বি.এস (B.S/Bachelor of Science) ডিগ্রি-টাই করা যাবে বাংলা ভাষাতে! উদ্যোগী আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। ভারত, বাংলাদেশ সহ সারা বিশ্বের বাংলাভাষী পড়ুয়াদের কথা ভেবে এবং জাতীয় শিক্ষা নীতি-২০২০ (NEP-2020)-কে গুরুত্ব দিয়েই এই ভাবনা বলে জানান ডিরেক্টর সুমন চক্রবর্তী। অধ্যাপক চক্রবর্তী বলেন, “বর্তমান সময়ে এআই (Artificial Intelligence), ডেটা সায়েন্স (Data Science and Electronic Systems)-এর মতো যুগোপযোগী কোর্সগুলির চাহিদা ও গুরত্ব সর্বাঙ্গীন এবং বিশ্বজনীন। অনলাইন বা NPTEL (National Programme on Technology Enhanced Learning) মাধ্যমে এই কোর্সগুলি করা যায়।” সায়েন্স বা টেকনিক্যাল শাখার যেকোন বয়সের পড়ুয়া থেকে কর্মরত (বা, চাকুরিরত)-রাও এই কোর্সগুলি করতে পারেন। আইআইটি মাদ্রাজে এই NPTEL কোর্সের ব্যাপক চাহিদা। তবে, ইংরেজি মাধ্যমেই এই কোর্স করতে হয়।
এবার এই কোর্সগুলিই বাংলা মাধ্যমে বা বাংলা ভাষায় পড়ানোর বিষয়ে উদ্যোগী হয়েছেন আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ। কোর্সগুলি যদি চার বছর ধরে কেউ সম্পূর্ণ করেন, তিনি বি.এস ডিগ্রি (বি.টেক এবং বি.এসসি-র সমতুল স্নাতক কোর্স)-ই লাভ করবেন। আর সংক্ষিপ্ত কোর্সের মাধ্যমে ডিপ্লোমা বা সার্টিফিকেট ডিগ্রি (৬ মাস, ১ বছর বা ২ বছর) লাভের সুবিধা তো থাকছেই। সম্প্রতি, এই বি.এস ডিগ্রি তথা এনপিটিইএল কোর্সগুলি (বা, অনলাইন কোর্সগুলি) যৌথভাবে পরিচালনার বিষয়ে আইআইটি খড়্গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী (Prof. Suman Chakraborty) এবং আইআইটি মাদ্রাজের ডিরেক্টর অধ্যাপক ভি. কামাকোতি (Prof. V. Kamakoti)-র মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আর তারপরই শুক্রবার (১২ সেপ্টেম্বর) আইআইটি মাদ্রাজের এনপিটিইএল এবং বিএস প্রোগ্রামের একটি উচ্চ পর্যায়ের টিম আইআইটি খড়্গপুরে উপস্থিত হন। ওই টিমে ছিলেন অধ্যাপক অ্যান্ড্রু থাঙ্গারাজ (চেয়ারম্যান ও কোঅর্ডিনেটর, এনপিটিইএল), অধ্যাপক বিগনেশ মুথুভিজয়ন, অধ্যাপক রামকৃষ্ণ পশুমার্থী, অধ্যাপক জনকীরমন বীররাঘবন এবং মিসেস ভারতী বালাজি। তাঁদের সাথে বৈঠকে বসেন আইআইটি খড়্গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তীর নেতৃত্বে প্রতিষ্ঠানের এনপিটিইএল টিম।
এই বৈঠকে প্রান্তিক এবং ইংরেজিতে অপেক্ষাকৃত দুর্বল পড়ুয়াদের কথা ভেবে স্থানীয় ভাষা বা আঞ্চলিক ভাষাতে, এনপিটিইএল-এর মাধ্যমে বি.এস (ব্যাচেলর অফ সায়েন্স) ডিগ্রি পড়ানোর বিষয়ে আলোচনা হয়। অধ্যাপক চক্রবর্তী প্রস্তাব দেন, খড়্গপুর আইআইটি ‘বাংলা’ ভাষাতে এআই, ডেটা সায়েন্সের উপর বি.এস ডিগ্রি সহ ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সগুলি করাতে উৎসাহী। সেই মতোই এই কোর্সগুলি বাংলা ভাষায় অনুবাদ করার বিষয়েও প্রস্তাব দেন তিনি। অধ্যাপক চক্রবর্তী বলেন, “টেকনিক্যাল পার্টটা তো অবশ্যই ইংরেজিতে পড়তে হবে। কিন্তু, বিষয়গুলি সহজে পড়ুয়াদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাংলা ভাষাকেও অন্যতম মাধ্যম করা যেতে পারে। এতে উপকৃত হবেন পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্য এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাভাষী পড়ুয়াদের একটা বড় অংশ। সর্বোপরি, জাতীয় শিক্ষা নীতি-২০২০২’তেও মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় পাঠদান প্রক্রিয়ার উপর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।” তিনি এও জানান, “এই ধরনের কোর্সগুলি বাংলায় অনুবাদ করা এবং পড়ানোর জন্য আইআইটি খড়্গপুরে দক্ষ অধ্যাপকরা রয়েছেন। তাঁরা ইংরেজির মতোই বাংলা ভাষাতেও যথেষ্ট দক্ষ। তবে, একটু সময় লাগবে। আমরা বিষয়টি নিয়ে এগোচ্ছি।” এআই, ডেটা সায়েন্সের মতো যুগোপযোগী ও গুরুত্বপূর্ণ কোর্সগুলি বাংলা সহ স্থানীয় বা আঞ্চলিক ভাষাতে পড়ানো হলে স্কুল ও কলেজ স্তরের পড়ুয়ারা বিজ্ঞান ও প্রযুক্তিগত বিষয়ে আরও অনেক বেশি আগ্রহী হবে বলেও মনে করেন ডিরেক্টর সুমন চক্রবর্তী।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: পুজোর আগেই সুখবর! মেদিনীপুরের বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: জঙ্গলমহলবাসীর প্রিয় হাতি রামলাল। খাবারের খোঁজে এদিক-ওদিক…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: এযেন সেই ছোটবেলার চোর-পুলিশ খেলা! সামনে দৌড়চ্ছেন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: “কর্ণগড়ের রানি মাগো অস্ত্র ধরেছিল/ কলকাতার লোকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রায় ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে স্কুল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ সেপ্টেম্বর: "আমার বাড়ি মুর্শিদাবাদ, গত দুই দিন আগে…