IIT KHARAGPUR

IIT Kharagpur: সদ্যোজাত সন্তানের সঙ্গে সময় কাটাতে মোটা বেতনের চাকরি ছাড়লেন IIT খড়্গপুরের প্রাক্তনী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২১ নভেম্বর: বৈভব, বিলাসিতা, কৃত্রিমতার যুগেও স্ব-মহিমায় টিকে আছে প্রেম, ভালোবাসা, আন্তরিকতা, অপত্য স্নেহ! আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) প্রাক্তনী অঙ্কিত যোশী সেই নিদর্শন-ই আবারও একবার তুলে ধরলেন। সদ্যোজাত কন্যা সন্তানকে সময় দিতে বা তার সঙ্গে সময় কাটানোর জন্য মোটা বেতনের চাকরির মায়া উপেক্ষা করলেন উত্তরাখণ্ডের দেরাদুনের বাসিন্দা অঙ্কিত। বেসরকারি কোম্পানীর মোটা বেতনের চাকরি ছেড়ে গত এক মাস ধরে আদরের মেয়ে স্পীতি’র সঙ্গে মহানন্দে সময় কাটাচ্ছেন অঙ্কিত। স্বামীর সিদ্ধান্ত-কে স্বাগত জানিয়ে, পাশে দাঁড়িয়েছেন স্ত্রী আকাঙ্ক্ষা-ও। খুশি দু’জনই। প্রসঙ্গত উল্লেখ্য, আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) থেকে বি.টেক সম্পূর্ণ করা অঙ্কিত যোশী সম্প্রতি একটি বেসরকারি কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছিলেন। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অঙ্কিত নিজেই সেকথা জানিয়েছেন। তিনি এও জানিয়েছেন, ওই চাকরির সূত্রে তাঁকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যেতে হত। এর মধ্যেই তাঁর স্ত্রীর সন্তান প্রসবের সময় হয়ে আসে। চাকরি করলে তিনি সন্তানের কাছে সবসময় থাকতে পারতেন না। ফলে সন্তান-সুখ থেকে বঞ্চিত হতেন! তাই, সন্তান-সুখ সম্পূর্ণভাবে উপভোগ করতে তথা প্রথমবার বাবা হওয়ার স্বাদ হওয়ার স্বাদ অনুভব করতে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন অঙ্কিত।

সদ্যোজাত কন্যার সঙ্গে অঙ্কিত যোশী:

যদিও, এরকম চরম সিদ্ধান্ত নেওয়ার আগে অঙ্কিতকে অনেকেই সাবধান করেছিলেন। তবে, অঙ্কিতের স্ত্রী আকাঙ্ক্ষা স্বামীর এই সিদ্ধান্তকে সমর্থন জানান। মাত্র এক সপ্তাহের অভিভাবকত্ব ছুটি বা পিতৃত্বকালীন ছুটি খুবই কম বলে মনে করেন অঙ্কিত-আকাঙ্খা। যদিও, মাতৃত্বকালীন ছুটি অনেকটাই বেশি থাকে। অঙ্কিত মনে করেন, মাতৃত্বকালীন ছুটির থেকে পিতৃত্বকালীন ছুটির গুরুত্ব খুব একটা কম নয়! এ নিয়ে আক্ষেপের সুরে অঙ্কিত বলেন, “সন্তানের সঙ্গে বাবার টানও কম নয়। কিন্তু, অভিভাবকত্ব ছুটি মাত্র এক সপ্তাহের জন্য পাওয়া যায়। বাবার ভূমিকাকে খাটো করে দেখা হয়। স্পীতি (অঙ্কিতের মেয়ে) জন্মানোর পর আমি একটা লম্বা ছুটি চেয়েছিলাম। আমি জানতাম ওই কোম্পানি আমাকে লম্বা ছুটি দেবে না। তাই আমি পিতৃত্বকেই বেছে নিই এবং চাকরিতে ইস্তফা দিই।” এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, তাঁদের মেয়ের নাম স্পীতি রাখার পেছনেও এক কাহিনী লুকিয়ে আছে। অঙ্কিত এবং আকাঙ্ক্ষা হিমাচল প্রদেশের স্পীতি (Spiti Vally) বেড়াতে গিয়েছিলেন এবং জায়গাটি তাঁদের খুব ভালো লেগেছিল। তাই, তাঁরা মেয়ের নামও রেখেছেন স্পীতি। এই মুহূর্তে, সদ্যোজাত কন্যার সঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন অঙ্কিত-আকাঙ্খা। এক-একটি মুহূর্তের বর্ণনা তুলে ধরে অঙ্কিত বলেন, “স্পীতি জন্মানোর সময় থেকেই আমার জীবনের সমস্ত কিছুই ওকে নিয়ে। রাতে বাহুতে তুলে দোল দেওয়া, ছড়া শুনিয়ে ঘুম পাড়ানো থেকে জাগিয়ে তোলা- প্রতিটি মুহূর্ত আমি ভীষণভাবে উপভোগ করছি।” এদিকে, স্পীতির বয়সও একমাস সম্পূর্ণ হতে চললো। তাই, এবার নতুন চাকরির সন্ধান করতে চান অঙ্কিত। তবে, গত একমাস তিনি যে সময় কাটিয়েছেন তা সারা জীবনের মধ্যে সুন্দরতম বলেই মনে করেন খড়্গপুর আইআইটি’র এই প্রাক্তনী।

আইআইটি খড়্গপুরের প্রাক্তনী অঙ্কিত ও তাঁর স্ত্রী আকাঙ্ক্ষা মেয়ের সঙ্গে:

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

1 week ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago