thebengalpost.net
IIT Kharagpur/ আইআইটি খড়্গপুর (নিজস্ব চিত্র):

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৬ মে: বিভিন্ন শূন্য পদে অন্তত ২৮ জনকে নিয়োগ করবে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে (www.iitkgp.ac.in)। ইতিমধ্যে, শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়াও। চলবে আগামী ১৬ জুন পর্যন্ত। নিয়োগ হবে প্রিন্সিপাল সফটওয়্যার/ সিস্টেম/ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার/ ডেপুটি লাইব্রেরিয়ান/ সিনিয়র কাউন্সেলর গ্রেড ১/ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার/ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার/ সফটওয়্যার ইঞ্জিনিয়ার/ সিনিয়র টেকনিক্যাল অফিসার/ ইঞ্জিনিয়ার/ স্পোর্টস অফিসার/ টেকনিক্যাল অফিসার/ কাউন্সেলর/ ল অফিসার/ এগজিকিউটিভ অফিসার/ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের পদে।

thebengalpost.net
IIT Kharagpur/ আইআইটি খড়্গপুর (নিজস্ব চিত্র):

মোট শূন্যপদ ২৮টি। তবে, শূন্যপদের সংখ্যা পরিবর্তন-সাপেক্ষ। পদ অনুযায়ী প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর/ ৪০ বছর/ ৫০ বছরের মধ্যে। পদ ভেদে মাসিক বেতনক্রম ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা থেকে শুরু করে ১,২৩,১০০-২,১৫,৯০০ টাকা পর্যন্ত হতে পারে। প্রার্থীদের নিয়োগ করা হবে স্ক্রিনিং টেস্ট/ লিখিত পরীক্ষা/ প্রেজেন্টেশন/ ইন্টারভিউয়ের মাধ্যমে। পদগুলিতে আবেদনের যোগ্যতামান সহ বিস্তারিত জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে (www.iitkgp.ac.in) যেতে হবে। যেমন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে প্রার্থীদের ইলেক্ট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই কিংবা বিটেক-এ ফার্স্ট ক্লাসের সঙ্গে ইলেক্ট্রিক্যাল যন্ত্রাদি রক্ষণাবেক্ষণ বা তত্ত্বাবধানের ৬ বছরের পেশাদারি অভিজ্ঞতাও থাকতে হবে। তবে, অন্যান্য পদের ক্ষেত্রে যোগ্যতামান ভিন্ন। আবেদনের সময় প্রার্থীদের অনলাইনে জমা দিতে হবে সমস্ত নথি। আবেদন-মূল্য বাবদ সংরক্ষিত রিজার্ভ ক্যাটাগরি বা শ্রেণিভুক্তদের ৫০০ টাকা এবং আনরিজার্ভড বা জেনারেল বা অসংরক্ষিতদের ১০০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৬ জুন (২০২৩)।