IIT KHARAGPUR

IIT Kharagpur: অফলাইনে পরীক্ষা বাতিল করতেই হবে! বেনজির বিক্ষোভে উত্তাল আইআইটি খড়্গপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ মার্চ:সপ্তাহের প্রথম দিনই পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল হল আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। অফলাইনে পরীক্ষা বাতিলের দাবিতে সোমবার দুপুর থেকে খড়্গপুর IIT’র প্রধান গেটে বিক্ষোভ দেখালেন আইআইটি খড়্গপুরের পড়ুয়ারা। IIT’র পড়ুয়াদের অভিযোগ, কোভিড পরিস্থিতিতে আইআইটি কর্তৃপক্ষ একপ্রকার পড়ুয়াদের বাধ্য করেছিল ক্যাম্পাস ছাড়তে। এরপর, মার্চের দ্বিতীয় সপ্তাহে হঠাৎ করেই নোটিশ দিয়ে, ক্যাম্পাসে উপস্থিত হয়ে অফলাইন পরীক্ষার কথা জানায়। ৩১ মার্চের মধ্যে ক্যাম্পাসের হাজার হাজার পড়ুয়া-কে উপস্থিত হওয়ার নোটিশ জারি করা হয়েছে আইআইটি কর্তৃপক্ষের তরফে। কারণ, আগামী ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত বিটেক পড়ুয়াদের সেমিস্টারের পরীক্ষা শুরু হবে অফলাইনে! আর, আইআইটি কর্তৃপক্ষের এই নির্দেশের বিরুদ্ধেই বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। এর আগে, কর্তৃপক্ষের কাছে নানাভাবে আবেদন-নিবেদন করেও কাজ হয়নি বলে, এদিন প্রায় ৪০০-৫০০ পড়ুয়া নজিরবিহীন বিক্ষোভে সামিল হলেন!

IIT Kharagpur এ বিক্ষোভ:

উল্লেখ্য যে, ঠিক দু’বছর আগে করোনা কালে ছাত্রদেরকে হোস্টেল থেকে কার্যত জোর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল আইআইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবার, সেই পড়ুয়াদেরকেই আইআইটি ক্যাম্পাস ফেরাতে মরিয়া কর্তৃপক্ষ। এদিকে, নির্দেশিকা জারির পর থেকেই বেঁকে বসেছেন পড়ুয়ারা। পড়ুয়াদের দাবি, বহু ছাত্র দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশে রয়েছেন, সেখান থেকে এত কম সময়ের মধ্যে তাঁরা কি করে ফিরবেন? তাঁরা আইআইটি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য। কিন্তু, তা নাকচ করে দিয়েছে আইআইটি কর্তৃপক্ষ। ফলে চরম দুশ্চিন্তায় পড়েছেন ছাত্ররা। আইআইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে, সোমবার সকাল ১১ টা থেকে লাগাতার বিক্ষোভে সামিল হয়েছেন কয়েকশো পড়ুয়া। বেলা ২ টো অবধি চলে বিক্ষোভ। শেষ খবর পাওয়া পর্যন্ত, ডাইরেক্টরের সঙ্গে বিক্ষোভকারী পড়ুয়াদের কয়েকজন সাক্ষাৎ করেছেন।‌‌ রাত্রি ৮ টায় পড়ুয়াদের সঙ্গে খোলামেলা আলোচনায় বসবেন কর্তৃপক্ষ। তবে, আলোচনা ফলপ্রসূ না হলে, লাগাতার বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে পড়ুয়াদের তরফে।

News Desk

Recent Posts

Medinipur: একে একে ছেড়ে গেছেন বাবা-মা, মানুষ করেছেন দাদু-দিদা; উচ্চ মাধ্যমিকে জেলায় মেয়েদের মধ্যে প্রথম সেই ‘লড়াকু’ রিয়াই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: "দাদু বেঁচে থাকলে খুব খুশি হতেন...!" চোখে…

17 hours ago

Midnapore: বাবা সবজি বিক্রেতা, দারিদ্র্যের সাথে লড়েই ‘শালবনীর সেরা’ সুইটি! সাফল্য উৎসর্গ দেশের ‘নারীশক্তি’-কে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: বাবা সবজি বিক্রেতা। মা গৃহবধূ। দারিদ্র্যের সাথে…

21 hours ago

Operation Sindoor: সরাসরি পাকিস্তানের রাজধানীতে হামলা, বন্দী পাইলট! ভারতের প্রত্যাঘাতে কাঁপছে ইসলামাবাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ মে: রাজস্থানের জয়সলমীরে ভারতের হাতে বন্দি হলো এক পাকিস্তানি যুদ্ধবিমানের…

1 day ago

Midnapore: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় মেদিনীপুর কলেজিয়েট স্কুলের দুই ছাত্র! সৌম্যসুন্দর ও সাগ্নিকের পরবর্তী লক্ষ্য IIT

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: খুব সামান্য কয়েকটা বিষয়ে 'অমিল' থাকলেও, দুই…

3 days ago

Midnapore: মাধ্যমিকে দশমের পর উচ্চমাধ্যমিকে পঞ্চম মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের বীরেশ! সাফল্য সেল্ফ স্টাডিতেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের মেধাতালিকাতেও জায়গা…

3 days ago

Midnapore: মাধ্যমিকে ৯২ শতাংশ নম্বর! ডাক্তার হতে চায় শালবনীর সিভিক-কন্যা, স্বপ্নপূরণে পাশে থাকার আশ্বাস পুলিশ সুপারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: দিনেদুপুরে শোনা যেত গুলির আওয়াজ। রাস্তায় পড়ে…

3 days ago