IIT KHARAGPUR

IIT Kharagpur: IIT খড়্গপুরে পৌঁছলেন রাষ্ট্রপতি! ‘লাইফ টাইম এচিভমেন্ট’ পুরস্কার পাচ্ছেন অধ্যাপক গোকার্ন, পুরস্কৃত হবেন গুগল CEO সুন্দর পিচাইও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৮ ডিসেম্বর: আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) ৬৯-তম সমাবর্তন (69th Convocation) উপলক্ষে সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ আইআইটি খড়্গপুরের হেরিটেজ গেস্ট হাউসে পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিকে, আইআইটির মূল গেট দিয়ে তাঁর কনভয় প্রবেশের সময় উঠল “ভারতমাতা কি জয়” স্লোগান! রাষ্ট্রপতিকে এক ঝলক দেখার জন্য ভিড় করেছিলেন শহরের উৎসাহী জনতা। তবে, সংশ্লিষ্ট বিভিন্ন মহলের মতে কেন্দ্রীয় সরকারের সমর্থকদের তরফেই যে এদিন স্লোগান দেওয়া হয়েছে, তা বলাই বাহুল্য!

রাষ্ট্রপতির প্রবেশ:

প্রসঙ্গত, সোমবার সকাল থেকেই খড়্গপুর শহর জুড়ে কড়া নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছিল। তটস্থ আইআইটি খড়্গপুর ক্যাম্পাসও। সকাল থেকেই আইআইটির মূল প্রবেশপথ বা মেন গেটে নিরাপত্তার কড়াকড়ি শুরু হয়। সচিত্র পরিচয়পত্র ছাড়া কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি নিরাপত্তারক্ষীদের তরফে। এছাড়াও, কলাইকুন্ডা থেকে খড়্গপুর শহরে আসার পথে বিভিন্ন রাস্তায় ব্যারিকেড তৈরি করা হয় পুলিশের তরফে। বেলা ১২ টা নাগাদ (১১টা ৫৫ মিনিট) কলাইকুন্ডা এয়ার ফোর্স স্টেশনে বিশেষ বিমানে করে পৌঁছন রাষ্ট্রপতি। সেখান থেকে কড়া নিরাপত্তায় সড়কপথে প্রায় ১২ কিমি অতিক্রম করে আইআইটি খড়্গপুরের হেরিটেজ গেস্ট হাউসে পৌঁছয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কনভয়। বেলা সাড়ে ১২-টা নাগাদ (১২ টা ২৫ মিনিট) আইআইটি খড়্গপুর ক্যাম্পাসের হেরিটেজ গেস্ট হাউসে রাষ্ট্রপতি পৌঁছন। সেখানে কিছুক্ষণ বিশ্রাম ও দুপুরের খাবার (লাঞ্চ/ দ্বিপ্রাহরিক আহারাদি) খেয়ে বেলা ২টো ২০ মিনিটে ৬৯-তম সমাবর্তনের মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রাষ্ট্রপতির। আইআইটি খড়্গপুরের নেতাজি অডিটোরিয়ামে নিরাপত্তার মধ্যে অনুষ্ঠান সম্পন্ন হবে বলে আইআইটি খড়্গপুর সূত্রে জানা গেছে। রাষ্ট্রপতি ছাড়াও এ দিন উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের।

আইআইটি খড়্গপুরের তরফে জানা গেছে, এবার ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার উঠছে অধ্যাপক রামচন্দ্র প্রভাকর গোকার্নের হাতে। তাঁর হাতে এই পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এছাড়াও, ‘মহামোহপাধ্যায়’ উপাধিতে ভূষিত হবেন গুগলের সিইও (CEO, Google) তথা আইআইটি খড়গপুরের (IIT Kharagpur) প্রাক্তনী সুন্দর পিচাই, ভদ্রেশ্বর স্বামী, রবীন্দ্রনাথ খান্না এবং অজিত জৈন। এবার, ৯ জন গোল্ড মেডেল এবং ২৬ জন সিলভার মেডেল পাচ্ছেন বলে জানা গেছে আইআইটি খড়্গপুর সূত্রে। এছাড়াও, ৪০২ জন গবেষণাকারী (Phd গবেষক) সহ সবমিলিয়ে ৩২০৫ জনের হাতে শংসাপত্র তুলে দিবেন আইআইটি খড়্গপুরের ডিরেক্টর বীরেন্দ্র কুমার তেওয়ারি।

উঠল ‘ভারমাতা কি জয়’ স্লোগান:

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago