IIT KHARAGPUR

IIT Kharagpur: IIT খড়্গপুরে পৌঁছলেন রাষ্ট্রপতি! ‘লাইফ টাইম এচিভমেন্ট’ পুরস্কার পাচ্ছেন অধ্যাপক গোকার্ন, পুরস্কৃত হবেন গুগল CEO সুন্দর পিচাইও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৮ ডিসেম্বর: আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) ৬৯-তম সমাবর্তন (69th Convocation) উপলক্ষে সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ আইআইটি খড়্গপুরের হেরিটেজ গেস্ট হাউসে পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিকে, আইআইটির মূল গেট দিয়ে তাঁর কনভয় প্রবেশের সময় উঠল “ভারতমাতা কি জয়” স্লোগান! রাষ্ট্রপতিকে এক ঝলক দেখার জন্য ভিড় করেছিলেন শহরের উৎসাহী জনতা। তবে, সংশ্লিষ্ট বিভিন্ন মহলের মতে কেন্দ্রীয় সরকারের সমর্থকদের তরফেই যে এদিন স্লোগান দেওয়া হয়েছে, তা বলাই বাহুল্য!

রাষ্ট্রপতির প্রবেশ:

প্রসঙ্গত, সোমবার সকাল থেকেই খড়্গপুর শহর জুড়ে কড়া নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছিল। তটস্থ আইআইটি খড়্গপুর ক্যাম্পাসও। সকাল থেকেই আইআইটির মূল প্রবেশপথ বা মেন গেটে নিরাপত্তার কড়াকড়ি শুরু হয়। সচিত্র পরিচয়পত্র ছাড়া কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি নিরাপত্তারক্ষীদের তরফে। এছাড়াও, কলাইকুন্ডা থেকে খড়্গপুর শহরে আসার পথে বিভিন্ন রাস্তায় ব্যারিকেড তৈরি করা হয় পুলিশের তরফে। বেলা ১২ টা নাগাদ (১১টা ৫৫ মিনিট) কলাইকুন্ডা এয়ার ফোর্স স্টেশনে বিশেষ বিমানে করে পৌঁছন রাষ্ট্রপতি। সেখান থেকে কড়া নিরাপত্তায় সড়কপথে প্রায় ১২ কিমি অতিক্রম করে আইআইটি খড়্গপুরের হেরিটেজ গেস্ট হাউসে পৌঁছয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কনভয়। বেলা সাড়ে ১২-টা নাগাদ (১২ টা ২৫ মিনিট) আইআইটি খড়্গপুর ক্যাম্পাসের হেরিটেজ গেস্ট হাউসে রাষ্ট্রপতি পৌঁছন। সেখানে কিছুক্ষণ বিশ্রাম ও দুপুরের খাবার (লাঞ্চ/ দ্বিপ্রাহরিক আহারাদি) খেয়ে বেলা ২টো ২০ মিনিটে ৬৯-তম সমাবর্তনের মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রাষ্ট্রপতির। আইআইটি খড়্গপুরের নেতাজি অডিটোরিয়ামে নিরাপত্তার মধ্যে অনুষ্ঠান সম্পন্ন হবে বলে আইআইটি খড়্গপুর সূত্রে জানা গেছে। রাষ্ট্রপতি ছাড়াও এ দিন উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের।

আইআইটি খড়্গপুরের তরফে জানা গেছে, এবার ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার উঠছে অধ্যাপক রামচন্দ্র প্রভাকর গোকার্নের হাতে। তাঁর হাতে এই পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এছাড়াও, ‘মহামোহপাধ্যায়’ উপাধিতে ভূষিত হবেন গুগলের সিইও (CEO, Google) তথা আইআইটি খড়গপুরের (IIT Kharagpur) প্রাক্তনী সুন্দর পিচাই, ভদ্রেশ্বর স্বামী, রবীন্দ্রনাথ খান্না এবং অজিত জৈন। এবার, ৯ জন গোল্ড মেডেল এবং ২৬ জন সিলভার মেডেল পাচ্ছেন বলে জানা গেছে আইআইটি খড়্গপুর সূত্রে। এছাড়াও, ৪০২ জন গবেষণাকারী (Phd গবেষক) সহ সবমিলিয়ে ৩২০৫ জনের হাতে শংসাপত্র তুলে দিবেন আইআইটি খড়্গপুরের ডিরেক্টর বীরেন্দ্র কুমার তেওয়ারি।

উঠল ‘ভারমাতা কি জয়’ স্লোগান:

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

4 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

6 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

1 week ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

1 week ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago