IIT KHARAGPUR

IIT Kharagpur: ঘুরপথে যেতে হবে স্কুল পড়ুয়াদের, IIT কর্তৃপক্ষের ফতোয়া-র বিরুদ্ধে মেন গেটের সামনে তুমুল বিক্ষোভ অভিভাবকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৮ নভেম্বর: মেন গেট দিয়ে নয়, এবার থেকে ভেতরে প্রবেশ করতে কেশিয়াড়ি রাস্তার পাশে গ্যাস গোডাউনের সামনের গেট দিয়ে। ক্যাম্পাসের ভেতরে থাকা ৪-টি স্কুলের পড়ুয়া ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষের তরফে। বিজ্ঞপ্তি মেনে গত শুক্রবার (২৪ নভেম্বর) সকালে আইআইটি’র মেন গেট বা মূল প্রবেশদ্বারে পড়ুয়া ও অভিভাবকদের আটকে দিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবকরা। মাঝখানে ৩ দিন ছুটির পর, আজ, মঙ্গলবার স্কুল খুলেছে। ফের সেই একই ঘটনার ‘পুনরাবৃত্তি’! সকাল ৯টা নাগাদ মেন গেটে আটকানো হয় আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) ক্যাম্পাসের মধ্যে থাকা ওই সমস্ত স্কুলের পড়ুয়া ও অভিভাবকদের। এরপরই, গর্জে ওঠেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অভিভাবকরা। সকাল ৯টা থেকেই মেন গেট বা মূল প্রবেশপথ আটকে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এদিকে, নিজেদের সিদ্ধান্তে অনড় আইআইটি কর্তৃপক্ষও।

মেন গেট আটকে বিক্ষোভ:

আইআইটি কর্তৃপক্ষের দাবি, বর্তমানে আইআইটি-তে পড়াশোনা করেন অন্তত ১৬-১৭ হাজার পড়ুয়া। বেশ কিছু হল বা হস্টেল থেকে বাসে করেও প্রবেশ করতে হয় আইআইটি’র পুরোাদের। তাছাড়াও, সকালের ওই সময়ে ক্যাম্পাসের মেন রাস্তার উপরে যথেষ্ট চাপ থাকে বলে দাবি তাঁদের। তাই, স্কুল পড়ুয়া ও তাঁদের অভিভাবকদের কিছুটা ঘুরপথে অর্থাৎ খড়্গপুর-কেশিয়াড়ি রাজ্য সড়কের পাশে গ্যাস গোডাউনের সামনের গেট দিয়ে আইআইটি ক্যাম্পাসে প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই রাস্তা ব্যবহার করা পড়ুয়াদের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। তাছাড়াও, এর ফলে তাঁদের অনেকটাই ঘুরপথে যেতে হয়। শুধু পড়ুয়া ও অভিভাবকরা নয়, ওই সময় মেন গেট বন্ধ রাখলে ভেতরে থাকা ব্যাঙ্ক ও ডাকঘরের গ্রাহকদের ক্ষেত্রেও অসুবিধা হবে বলে তাঁদের দাবি। তাই, এদিন মেন গেট আটকে প্রায় ৪ ঘন্টা ধরে বিক্ষোভ দেখান।

বিক্ষোভকারীদের দাবি, এতদিন তাঁরা যেভাবে যাতায়াত করতেন, সেভাবেই তাঁদের প্রবেশ করতে দিতে হবে। অন্যদিকে, কর্তৃপক্ষের দাবি দিন দিন চাপ বাড়ছে আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে। বাড়ছে পড়ুয়াদের সংখ্যাও। তাই, স্কুল পড়ুয়া ও অভিভাবকদের গ্যাস গোডাউনের সামনের গেট ব্যবহার করাই বাঞ্ছনীয়। ওই গেট থেকেই স্কুলগুলিও সামনে বলে দাবি তাঁদের। তবে, অভিভাবকদের দাবি, মেন গেট ব্যবহার করতে না দিলে ভবিষ্যতে তাঁরা আরও বড় আন্দোলনের পথে যাবেন। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, করোনাকাল থেকেই আইআইট খড়্গপুরের প্রেমবাজার সংলগ্ন গেটও বন্ধ। তা নিয়েও ক্ষোভ রয়েছে বাসিন্দা ও কর্মীদের একাংশের। সেই ক্ষোভেই এবার নতুন সংযোজন ‘মেন গেট’ বন্ধ রাখা! এদিকে, এদিন সকাল ৯টা থেকে বেলা প্রায় ১টা পর্যন্ত তুমুল বিক্ষোভ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পৌঁছয় খড়্গপুর টাউন থানার পুলিশও। বিক্ষোভের ফলে আইআইটি খড়্গপুরের পড়ুয়া থেকে শুরু করে কর্মীরাও ভেতরে প্রবেশ করতে বাধাপ্রাপ্ত হন। তাঁদের সঙ্গে রীতিমত ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের। শেষমেষ এদিন বেলা ১টা নাগাদ বিক্ষোভ বন্ধ হলেও, আইআইটি কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্ত থেকে সরে না এলে আবারও বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকরা।

ঘটনা ঘিরে উত্তেজনা :

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

4 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

6 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

1 week ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

1 week ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago