IIT KHARAGPUR

IIT Kharagpur: ঘুরপথে যেতে হবে স্কুল পড়ুয়াদের, IIT কর্তৃপক্ষের ফতোয়া-র বিরুদ্ধে মেন গেটের সামনে তুমুল বিক্ষোভ অভিভাবকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৮ নভেম্বর: মেন গেট দিয়ে নয়, এবার থেকে ভেতরে প্রবেশ করতে কেশিয়াড়ি রাস্তার পাশে গ্যাস গোডাউনের সামনের গেট দিয়ে। ক্যাম্পাসের ভেতরে থাকা ৪-টি স্কুলের পড়ুয়া ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষের তরফে। বিজ্ঞপ্তি মেনে গত শুক্রবার (২৪ নভেম্বর) সকালে আইআইটি’র মেন গেট বা মূল প্রবেশদ্বারে পড়ুয়া ও অভিভাবকদের আটকে দিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবকরা। মাঝখানে ৩ দিন ছুটির পর, আজ, মঙ্গলবার স্কুল খুলেছে। ফের সেই একই ঘটনার ‘পুনরাবৃত্তি’! সকাল ৯টা নাগাদ মেন গেটে আটকানো হয় আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) ক্যাম্পাসের মধ্যে থাকা ওই সমস্ত স্কুলের পড়ুয়া ও অভিভাবকদের। এরপরই, গর্জে ওঠেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অভিভাবকরা। সকাল ৯টা থেকেই মেন গেট বা মূল প্রবেশপথ আটকে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এদিকে, নিজেদের সিদ্ধান্তে অনড় আইআইটি কর্তৃপক্ষও।

মেন গেট আটকে বিক্ষোভ:

আইআইটি কর্তৃপক্ষের দাবি, বর্তমানে আইআইটি-তে পড়াশোনা করেন অন্তত ১৬-১৭ হাজার পড়ুয়া। বেশ কিছু হল বা হস্টেল থেকে বাসে করেও প্রবেশ করতে হয় আইআইটি’র পুরোাদের। তাছাড়াও, সকালের ওই সময়ে ক্যাম্পাসের মেন রাস্তার উপরে যথেষ্ট চাপ থাকে বলে দাবি তাঁদের। তাই, স্কুল পড়ুয়া ও তাঁদের অভিভাবকদের কিছুটা ঘুরপথে অর্থাৎ খড়্গপুর-কেশিয়াড়ি রাজ্য সড়কের পাশে গ্যাস গোডাউনের সামনের গেট দিয়ে আইআইটি ক্যাম্পাসে প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই রাস্তা ব্যবহার করা পড়ুয়াদের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। তাছাড়াও, এর ফলে তাঁদের অনেকটাই ঘুরপথে যেতে হয়। শুধু পড়ুয়া ও অভিভাবকরা নয়, ওই সময় মেন গেট বন্ধ রাখলে ভেতরে থাকা ব্যাঙ্ক ও ডাকঘরের গ্রাহকদের ক্ষেত্রেও অসুবিধা হবে বলে তাঁদের দাবি। তাই, এদিন মেন গেট আটকে প্রায় ৪ ঘন্টা ধরে বিক্ষোভ দেখান।

বিক্ষোভকারীদের দাবি, এতদিন তাঁরা যেভাবে যাতায়াত করতেন, সেভাবেই তাঁদের প্রবেশ করতে দিতে হবে। অন্যদিকে, কর্তৃপক্ষের দাবি দিন দিন চাপ বাড়ছে আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে। বাড়ছে পড়ুয়াদের সংখ্যাও। তাই, স্কুল পড়ুয়া ও অভিভাবকদের গ্যাস গোডাউনের সামনের গেট ব্যবহার করাই বাঞ্ছনীয়। ওই গেট থেকেই স্কুলগুলিও সামনে বলে দাবি তাঁদের। তবে, অভিভাবকদের দাবি, মেন গেট ব্যবহার করতে না দিলে ভবিষ্যতে তাঁরা আরও বড় আন্দোলনের পথে যাবেন। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, করোনাকাল থেকেই আইআইট খড়্গপুরের প্রেমবাজার সংলগ্ন গেটও বন্ধ। তা নিয়েও ক্ষোভ রয়েছে বাসিন্দা ও কর্মীদের একাংশের। সেই ক্ষোভেই এবার নতুন সংযোজন ‘মেন গেট’ বন্ধ রাখা! এদিকে, এদিন সকাল ৯টা থেকে বেলা প্রায় ১টা পর্যন্ত তুমুল বিক্ষোভ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পৌঁছয় খড়্গপুর টাউন থানার পুলিশও। বিক্ষোভের ফলে আইআইটি খড়্গপুরের পড়ুয়া থেকে শুরু করে কর্মীরাও ভেতরে প্রবেশ করতে বাধাপ্রাপ্ত হন। তাঁদের সঙ্গে রীতিমত ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের। শেষমেষ এদিন বেলা ১টা নাগাদ বিক্ষোভ বন্ধ হলেও, আইআইটি কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্ত থেকে সরে না এলে আবারও বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকরা।

ঘটনা ঘিরে উত্তেজনা :

News Desk

Recent Posts

Ghatal Flood: নদীতেই ‘রোপওয়ে’? চন্দ্রকোনায় জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের যাতায়াত; প্লাবিত ঘাটালে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বানভাসি ঘাটালের দুর্যোগের নানা চিত্র! কোথাও সেতু…

31 mins ago

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago