IIT KHARAGPUR

IIT Kharagpur: পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে IIT খড়্গপুরে ‘জেন লাউঞ্জ-র উদ্বোধন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৯ ফেব্রুয়ারি: ফাইজান আহমেদ থেকে সাওন মালিক, মাঝখানে কে. কিরণ চন্দ্রা, দেবিকা পিল্লাই- একের পর এক উজ্জ্বল নক্ষত্ররা হারিয়ে গেছে অকালেই। সকলের ক্ষেত্রেই অস্বাভাবিক মৃত্যুতে সিলমোহর দিয়েছে পুলিশ ও আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ। ফাইজান আহমেদ ছাড়া বাকিদের ক্ষেত্রে অত্যধিক চাপ নিতে না পেরে, ‘আত্মহত্যার পথ বেছে নেওয়া’র তত্ত্বই পুলিশি তদন্তে উঠে এসেছে। অবশেষে, IIT খড়্গপুরের মেধাবী পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে তথা এক চাপ মুক্ত পড়াশোনার পরিবেশ (অ্যাকাডেমিক লাইফ) গড়ে তুলতে আইআইটি খড়্গপুর সরোজিনী নাইডু ইন্দিরা গান্ধী হোস্টেলে (SNIG হোস্টেলে) উদ্বোধিত হয়েছে জেন লাউঞ্জ (Zen Lounge)। ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষিত রাখার সাথে সাথেই, তাদের এক সুন্দর, চাপমুক্ত পাঠ্য-জীবন (অ্যাকাডেমিক লাইফ) উপহার দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আইআইটি খড়্গপুরের জনসংযোগ আধিকারিক।

IIT খড়্গপুরে ‘জেন লাউঞ্জ-র উদ্বোধন:

বিজ্ঞাপন (Advertisement):

অবশ্য আইআইটি খড়্গপুরের এই উদ্যোগ মূলত যাঁর মস্তিষ্কপ্রসূত, তিনি প্রতিষ্ঠানেরই এক প্রাক্তনী ভিজি নারায়ণন (Viji Narayanan)। ১৯৮৬-‘৯১ সাল পর্যন্ত ভিজি আইআইটি খড়্গপুরের ছাত্রী ছিলেন। তাঁর এই অসাধারণ ভাবনাটি সাদরে গ্রহণ করে বিষয়টিকে আইআইটি খড়্গপুর প্রাক্তনী সংসদ, আমেরিকার (IIT Kharagpur Alumniঞ Foundation, America) পার্থ ঘোষ এবং অশোক দে সরকার প্রচলিত ‘উইমেন ইন লিডারশিপ’ (Women in LeadersLeadership)-র অন্তর্ভুক্ত করা হয়েছে। আইআইটি খড়্গপুর সূত্রে জানা গেছে, অত্যাধুনিক এই জেন লাউঞ্জে প্রবেশ করলেই পড়ুয়ারা এক আশ্চর্য প্রশান্তি অনুভব করতে পারবেন। এর নক্সা বা কারুকার্য ঠিক সে ভাবেই করা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য তথা প্রকৃতির আলো, বাতাস, সজীবতা উপলব্ধি করতে পারবেন পড়ুয়ারা। এককথায় এক নৈসর্গিক সৌন্দর্যের মাঝে ছাত্রছাত্রীরা যোগা, ধ্যান (মেডিটেশন)- প্রভৃতির মধ্য দিয়ে নিজেদের চাপমুক্ত রাখতে পারবে। এতে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য বা অন্তরশক্তি (বা, মানসিক শক্তি) আরও বিকশিত হবে বলে জানিয়েছেন আইআইটি খড়্গপুরের ডেপুটি ডিরেক্টর অধ্যাপিকা রিন্টু বন্দ্যোপাধ্যায়।

ধ্যান:

আইআইটি খড়্গপুরের প্রাক্তনী ভিজি নারায়ণন বলেন, “আইআইটি খড়্গপুরের ছাত্রছাত্রীদের পড়াশোনা ও গবেষণা নিয়ে ব্যস্ত থাকতে হয়। প্রতি মুহূর্তে নানা উদ্ভাবনী বিষয় নিয়ে চিন্তা করতে হয়। তাই সবার আগে তাঁদের মানসিক শান্তি ও খুশির প্রয়োজন। প্রয়োজন শরীর ও মনের সু-সংযোগ। জেন লাউঞ্জ পড়ুয়াদের শারীরিক ও মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলবে বলেই আমাদের মনে হয়। পড়ুয়াদের এই সুস্থতা ও শক্তির খুব প্রয়োজন।” উল্লেখ্য যে, এই জেন লাউঞ্জে একদিকে যেমন বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত প্রাক্তনীরা ভার্চুয়াল মাধ্যমে বর্তমান পড়ুয়াদের সঙ্গে নানা বিষয় আলোচনা ও পরামর্শ দান করবেন; ঠিক তেমনই সশরীরেও নানা ক্লাস করানো হবে। পড়ুয়াদের চাহিদা অনুযায়ী যোগা, মেডিটেশন সংক্রান্ত প্রশিক্ষণ বা কর্মশালার আয়োজন করা হবে বলে জানিয়েছেন আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ। তাঁরা এও জানিয়েছেন, ছাত্র স্বার্থে প্রতিষ্ঠিত এই জেন লাউঞ্জ আইআইটি খড়্গপুরের মুকুটে এক নতুন পালক যুক্ত করল নিঃসন্দেহে।

জেন লাউঞ্জ:

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

7 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

1 day ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

6 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

6 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago