India

Draupadi Murmu: গ্রামের প্রথম মহিলা হিসেবে কলেজে পা রাখা ‘আদিবাসী-কন্যা’ই স্বাধীন ভারতের ‘সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি’

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২২ জুলাই: দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) শুধু আদিবাসী সম্প্রদায় থেকে উঠে আসা দেশের প্রথম সাংবিধানিক প্রধান-ই নন, ভারতের ‘সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি’ ও তিনিই। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার প্রত্যন্ত এক গ্রামের কন্যা দ্রৌপদী মুর্মু স্বাধীন ভারতের ১৫-তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে গড়েছেন আরও একাধিক নজির। একনজরে দেখে নিন দ্রৌপদীর ‘দশ-কীর্তি’-
১. ১৯৫৮ সালের ২০ জুন ওড়িশার ময়ূরভঞ্জ জেলার এক সাঁওতালি পরিবারে জন্মগ্রহণ করেন দ্রৌপদী মুর্মু। গ্রামের প্রথম মহিলা হিসেবে কলেজে পড়ার জন্য পা রেখেছিলেন ভুবনেশ্বর শহরে। ভুবনেশ্বরের রমাদেবী উইমেন্স কলেজ থেকে কলা বিভাগে স্নাতক হিসেবে পড়াশোনা শেষ করেছিলেন।
২. ১৯৭৯ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ওড়িশা সরকারের জলসম্পদ ও শক্তি দফতরে জুনিয়র অ্যাসিসট্যান্ট হিসেবে কাজ করেছিলেন।
৩. ১৯৯৪ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন সেন্টার সাম্মানিক শিক্ষক ছিলেন।
৪. ১৯৯৭ সালে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন দ্রৌপদী মুর্মু। পরবর্তীতে রায়রংপুর উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন হয়েছিলেন।
৫. ওড়িশার দু’বারের বিধায়ক ছিলেন আদিবাসী নেত্রী দ্রৌপদী। ২০০০ সাল এবং ২০০৪ সালে বিজেপির টিকিটে ময়ূরভঞ্জ জেলার রায়রাংপুর কেন্দ্র থেকে ভোটে জিতেছিলেন।

স্বাধীন ভারতের ‘সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি’ দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) :

এছাড়াও, ৬. ২০০০ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত বিজেডি-বিজেপি জোট সরকারে একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর ছিল দ্রৌপদী মুর্মু’র হাতে। পরিবহণ, মৎস্য এবং পশুপালন দফতরের দায়িত্বে ছিলেন (একটানা ছিলেন না)। তারইমধ্যে ২০০৭ সালের ওড়িশার ‘সেরা বিধায়ক’ মনোনীত হয়েছিলেন (নীলকণ্ঠ পুরস্কার) তিনি।
৭. ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন দ্রৌপদী মুর্মু।
৮. একমাত্র রাষ্ট্রপতি যিনি কাউন্সিলর, বিধায়ক থেকে রাজ্যপাল এবং তারপর রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। এই কৃতিত্ব দেশের আর কোনো রাষ্ট্রপতির নেই।
৯. দ্রৌপদী মুর্মু-ই দেশের প্রথম রাষ্ট্রপতি যিনি স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার প্রায় ১১ বছর পরে, ১৯৫৮ সালে (২০ জুন) জন্মগ্রহণ করেছিলেন তিনি। এখনও পর্যন্ত দেশের সব রাষ্ট্রপতি ১৯৪৭ সালের আগে জন্মগ্রহণ করেছেন।
সর্বোপরি, ১০. দেশের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি হওয়ার রেকর্ড-ও করলেন তিনি। এতকাল, দেশের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি হওয়ার রেকর্ড ছিল নীলম সঞ্জীব রেড্ডির। ১৯৭৭ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হয়েছিলেন। সেই সময় রেড্ডির বয়স ছিল ৬৪ বছর ২ মাস এবং ৬ দিন। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ৬৪ বছর ১ মাস ১ দিন বয়সে। জানা গেছে, ২৪ জুলাইয়ের পর যেকোনো দিন শপথ গ্রহণ করবেন তিনি।

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago