Investigation

Midanpore: শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেন! পশ্চিম মেদিনীপুরে পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয় বাড়িতে আয়কর হানা, ৮ ঘন্টা ধরে বেনজির তল্লাশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জুলাই: শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে শুক্রবার রাজ্যের ১৩ জায়গায় একসঙ্গে তদন্ত চালাচ্ছে ইডি বা এনফোর্সমেন্ট ডাইরেক্টর (Directorate of Enforcement)। সেই সূত্র ধরেই পশ্চিম মেদিনীপুর জেলার পিংলাতে পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়ের বাড়ীতে হানা দিয়েছে কেন্দ্রীয় আয়কর দপ্তর। শুক্রবার সকাল সাড়ে ৮ টা – ৯ টা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের মামা কৃষ্ণ প্রসাদ অধিকারীর পিংলার খীরিন্দার বাড়িতে কেন্দ্রীয় আয়কর দপ্তরের ৫ জনের প্রতিনিধিদল এসে উপস্থিত হয়। এখনও পর্যন্ত (বিকেল সাড়ে ৪ টা অবধি) বাড়িয ভেতরেই রয়েছে প্রতিনিধি দল। তবে, কি কারণে হানা তা স্পষ্ট করেনি কেন্দ্রীয় আয়কর দপ্তরের এই তদন্তকারী দল! যদিও, সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে একথা স্পষ্ট যে, রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বেআইনি আর্থিক লেনদেনের তদন্ত করতেই পিংলার এই বাড়িতে এসে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় আয়কর দপ্তরের প্রতিনিধিরা। কারণ, পিংলার এই প্রত্যন্ত গ্রামেই এক সুবিশাল ইংরেজি মাধ্যম স্কুল এবং বাগানবাড়ির পেছনে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘হাতযশ’ আছে বলে বারেবারে অভিযোগ করেছেন গ্রামবাসী থেকে বিরোধী সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তাই, কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে রেখে এ দিনের এই তল্লাশি অভিযান চলছে বলে অভিমত ওয়াকিবহাল মহলের।

প্রসঙ্গত উল্লেখ্য, গ্রামবাসীদের অভিযোগ অনুযায়ী, নোটবন্দীর সময়ে (২০১৬’র ৮ নভেম্বর) নগদ টাকায় নাকি এই ঝাঁ চকচকে অভিজাত ইংরেজি মাধ্যম স্কুলের জন্য জমি কেনা হয়েছিল! তারপর-ই ধাপে ধাপে গড়ে উঠেছে, বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল (BCM International School)। চোখধাঁধানো সেই স্কুল আর তার চারপাশের পরিবেশ। ধানের গোলা, বাগানবাড়ি‌র মাঝে বিশাল অট্টালিকা! পশ্চিম মেদিনীপুরের পিংলার (খীরিন্দা মৌজায়) এক প্রত্যন্ত গ্রাম গোপীনাথপুরে অবস্থিত সেই স্কুল-ই গত কয়েকমাস ধরে রাজ্য রাজনীতি আর সমাজ মাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল! বিশেষত, মে মাস থেকে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসার পরই, এই বিদেশি মার্বেল, দামি গ্রানাইট, সুউচ্চ ক্লক টাওয়ার সমন্বিত প্রত্যন্ত গ্রামীন এলাকার এই স্কুল আলোচনার কেন্দ্রবিন্দুকে থেকেছে। পিংলার বাসিন্দা ও জমি বিক্রেতারা জানিয়েছিলেন, “মন্ত্রী পার্থ চ্যাটার্জীর তত্ত্বাবধানেই এই স্কুল। নোট বন্দীর সময় জমি কেনা হলেও চাকরির প্রতিশ্রুতি বিশ বাঁও জলে! স্কুল বাদেও পাশাপাশি আরও দুটি প্লটে জমি কিনে তৈরী হয়েছে বাগানবাড়ি। সব মিলিয়ে ২৭ বিঘা জমি অর্থাৎ ৫৪০ কাঠা যার পরিমাণ! বাজার মূল্য প্রায় ৪৫ কোটী। এই স্কুলে উনি নিজে অনেকবার এসেছেন। বর্তমানে, ওঁর জামাই এই স্কুলের দায়িত্বে আছেন।”

কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে বাড়ি :

জমি বিক্রেতাদের মধ্যে দুলাল দে, মুক্তি ভঞ্জ, শক্তি ভঞ্জ, গৌতম হুই, কৃষ্ণচন্দ্র রাউৎ- দের বাস ওই খীরিন্দা মৌজায়। তাঁরা বিভিন্ন সময়ে জানিয়েছিলেন, “কারখানা হবে বলা হলেও, গড়ে ওঠে ইংলিশ মিডিয়াম স্কুল।” তাঁরা এও বলেন, “মন্ত্রী পার্থ চ্যাটার্জী তাঁর প্রয়াত স্ত্রী’র নামে (বাবলি চ্যাটার্জি) মেয়ে-জামাইয়ের জন্য একটি ইন্টারন্যাশনাল স্কুল (অনেকের মতে, বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল) তৈরী করেন। জামাইয়ের মামা বাড়ির পক্ষ থেকে সমস্ত কিছু দেখভাল করা হয়। আমরা নগদে জমি দিয়েছি। স্কুলে আমাদের চাকরি হওয়ার যোগ্যতা নেই। প্রায় ৩০০ কাঠা জুড়ে অনেক গুলি বিল্ডিং তৈরী হয়েছে গায়ে গায়ে। পাশেই এখন হোস্টেল তৈরীর কাজ চলছে।” এর মধ্যেই, শুক্রবার (২২ জুলাই) মন্ত্রীর জামাইয়ের আত্মীয় বাড়িতে (মামা বাড়িতে) হানা দিল কেন্দ্রীয় আয়কর দপ্তরের দল। প্রায় ৮ ঘন্টার বেশি সময় ধরে চলছে তল্লাশি! অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতেও ৮ ঘন্টার বেশি সময় ধরে চলছে তল্লাশি অভিযান এবং প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ। সবমিলিয়ে, দুইয়ে দুইয়ে চার করছেন বিশেষজ্ঞরা!

আয়কর দপ্তরের হানা :

সুবিশাল সেই স্কুল:

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

17 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

2 days ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

7 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

7 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago