Institution

NIRF Ranking 2023: ফের দেশের ‘সেরা ১০০’ কলেজের তালিকায় মেদিনীপুর কলেজ এবং রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৫ জুন: সোমবার (৫ জুন) প্রকাশিত ‘ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক- 2023’ (National Institutional Ranking Framework – 2023) অনুযায়ী পশ্চিমবঙ্গের ৮টি কলেজ দেশের ‘সেরা ১০০’ কলেজের তালিকায় স্থান পেয়েছে। ঐতিহাসিক মেদিনীপুর শহরের দু-দুটি কলেজ গত বছরের (2022) মতো এবারও এই ‘সেরা ১০০’ কলেজের তালিকায় জায়গা করে নিয়েছে। তালিকায় ৬৪তম (64th) স্থানে আছে মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (Raja N.L. Khan Women’s College, Autonomous) এবং ৭৩তম স্থানে আছে মেদিনীপুর কলেজ (Midnapore College, Autonomous)। তবে, অত্যন্ত গর্ব ও তাৎপর্যের বিষয় হল, এই দু’টি স্বশাসিত কলেজই এবার র‌্যাঙ্কিং- এ অনেকটাই উন্নতি করেছে বা এগিয়ে এসেছে। মেদিনীপুর শহরের মহিলা মহাবিদ্যালয় (গোপ কলেজ নামে পরিচিত) ৭৩-তম স্থান থেকে উঠে এসেছে ৬৪-তম স্থানে। অপরদিকে, ৯৭-তম স্থান থেকে ৭৩-তম স্থানে উঠে এসেছে মেদিনীপুর কলেজ। দুই কলেজের অধ্যক্ষ যথাক্রমে ড. জয়শ্রী লাহা (Raja N.L Khan Women’s College) এবং ড. গোপাল চন্দ্র বেরা (Midnapore College) এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন কলেজের সঙ্গে যুক্ত সকলকেই।

রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়:

গত বছর এই তালিকায় পশ্চিমবঙ্গের ৭টি কলেজ জায়গা করে নিয়েছিল। এবার, ৮টি কলেজ জায়গা পেয়েছে। এগুলি হলো যথাক্রমে- ৫) সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা। ৮) রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (রহড়া), কলকাতা। ১৫) রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়), হাওড়া। ১৯) রামকৃষ্ণ মিশন আবাসিক (নরেন্দ্রপুর), কলকাতা। ৬৪) রাজা নরেন্দ্র লাল খান উইমেনস কলেজ, মেদিনীপুর (গতবার ৭৩ নম্বরে ছিল। মেদিনীপুর কলেজ, মেদিনীপুর (গতবার ৯৭ নম্বরে ছিল)। ৭৮) বেথুন কলেজ, কলকাতা (গতবার ৭৪ নম্বরে ছিল)। ১০০) স্কটিশ চার্চ কলেজ, কলকাতা (নয়া অন্তর্ভুক্তি)।

প্রসঙ্গত উল্লেখ্য, পাঠদান, গবেষণা, পরিবেশ, পরিচিতি, শিক্ষক ও শিক্ষার্থীদের মান, ক্যাম্পাসিং- প্রভৃতি নানাবিধ বিষয়ের উপর সমীক্ষা চালিয়ে কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞ দল এই র‍্যাঙ্কিং বা তালিকা নির্ধারণ করে প্রতিবছর। প্রথম ১০০-টি শিক্ষাপ্রতিষ্ঠানকে একক (ইন্ডিভিসুয়াল) র‍্যাঙ্কিং দেওয়া হয়। পরের ১০০-টি (১০১-২০০) কলেজকে দুই ভাগে করা হয়, যথাক্রমে- ১০১ থেকে ১৫০ এর মধ্যে থাকা শিক্ষা প্রতিষ্ঠান এবং ১৫১ থেকে ২০০’র মধ্যে থাকা প্রতিষ্ঠান। এই NIRF Ranking-এ সার্বিকভাবে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান, দেশের সেরা বিশ্ববিদ্যালয়, দেশের সেরা কলেজ, দেশের সেরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান- প্রভৃতি‌ বিভাগ গুলিতে শ্রেষ্ঠত্বের বিচার করা হয়। গত বছরের (২০২২) মতো এবারও (২০২৩) উৎকর্ষতা বা শ্রেষ্ঠত্বের নিরীখে ‘সার্বিকভাবে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান’ এর স্বীকৃতি পেয়েছে- মাদ্রাজ আইআইটি (IIT Madras)। দেশের ‘সেরা বিশ্ববিদ্যালয়’-এর তকমা ধরে রেখেছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISC Bengaluru)। গত বছরের মতো এবারও দেশের ‘সেরা কলেজ’-এর তকমা পেয়েছে দিল্লির মিরান্ডা কলেজ (Miranda College) এবং ‘সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ’ বিবেচিত হয়েছে- আইআইটি মাদ্রাজ (IIT Madras)। দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এবারও চতুর্থ স্থান ধরে রেখেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। গতবারের (69.54) থেকে পয়েন্ট বেশ কিছুটা বাড়িয়ে (70.8) সেরা কলেজের তালিকায় এবার দেশে পঞ্চম স্থানে উঠে এসেছে সেন্ট জেভিয়ার্স কলেজ।

মেদিনীপুর কলেজ :

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

7 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago