Railway

Ashwini Vaishnaw: অভিশপ্ত লাইনে ৫১ ঘন্টা পর গড়াল রেল! দুই হাত কপালে ঠেকিয়ে ঈশ্বরকে ডাকলেন IIT’র প্রাক্তনী রেলমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বালেশ্বর, ৫ জুন: টানা ৪০ ঘণ্টার বেশি সময় দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে উদ্ধারকাজের তদারকি করেছেন। চোখে মুখে একরাশ হতাশা নিয়েও, নাওয়া-খাওয়া ভুলে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন! রেললাইনের মেরামতির কাজেও সর্বক্ষণ নজর রেখেছিলেন কানপুর আইআইটি (IIT Kanpur)’র প্রাক্তনী ও প্রাক্তন আইএএস (IAS) অশ্বিনী বৈষ্ণব। ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)’র হেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভয়াবহ দুর্ঘটনার ৫১ ঘণ্টার মধ্যে অভিশপ্ত লাইনে মালগাড়ির ট্রায়াল রানের পর তাঁর ছলছল চোখে দুই হাত কপালে ঠেকিয়ে প্রণাম করার দৃশ্যও এবার ভাইরাল হল রবিবার রাতে। অশ্বিনী জানালেন, “প্রধানমন্ত্রীর ঐকান্তিক নির্দেশে, ১০০০’র বেশি রেল কর্মীর অক্লান্ত পরিশ্রমে ৫১ ঘন্টার মধ্যে আমরা ডাউন লাইন সচল করতে পেরেছি।” অবশ্য, ডাউন লাইনে ট্রায়াল রানের দেড় ঘন্টার মধ্যেই আপ লাইনেও চালানো হয় মালগাড়ি।

Railway Minister Ashwini:

রবিবার (৪ জুন) রাতে খড়্গপুর ডিভিশনের বালেশ্বরের বাহানাগা বাজারের ওই অভিশপ্ত রেলপথ দিয়ে ডাউন লাইনে মালগাড়ির পরীক্ষামূলক প্রথম দৌড় (ট্রায়াল রান) হয় রাত ১০টা ৪০ মিনিটে। এর পর, রাত ১১টা ৩৯ মিনিটে চালানো হয় আরও একটি মালগাড়ি। আপ লাইনে প্রথম ট্রেনটি চালানো হয় রাত ১২টা ৫ মিনিটে। ট্রেন চালুর পরই আবেগপ্রবণ হয়ে পড়েন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার সকাল থেকে তিনি রয়েছেন বালেশ্বরেই। রেলমন্ত্রী বলেন, “ঘটনার পর প্রধানমন্ত্রী এখানে এসে উৎসাহ দিয়ে গিয়েছেন কর্মীদের কাজে গতি বাড়ানোর। ৫১ ঘণ্টার চেষ্টায় লাইন মেরামত করে আপ ডাউন লাইনে তিনটে মালগাড়ি চালানো হয়েছে। আজ (সোমবার) ৭টি গাড়ি চালানোর পরিকল্পনা রয়েছে।” দুর্ঘটনায় নিহত এবং আহতদের প্রসঙ্গে কথা বলার সময় রেলমন্ত্রীর চোখে জল দেখা যায়। তিনি এও জানান, ” যদিও এখন এই বিষয়ে কথা বলার সময় নয়, তবে প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ এবং দোষীদের চিহ্নিত করা হয়েছে। তদন্ত রিপোর্ট জমা করার পর পুরোটা বলা সম্ভব হবে।” এ প্রসঙ্গে উল্লেখ্য যে, শতাব্দীর অন্যতম ভয়াবহ এই দুর্ঘটনায় ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রায়াল রানের সময়:

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

13 hours ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

2 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

4 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

4 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

5 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago