দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ মার্চ:প্রত্যাশামতোই আগামী ১ এপ্রিল (1st April, 2022) থেকে ‘মর্নিং স্কুল’ বা প্রাতঃকালীন বিদ্যালয় শুরু হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (DPSC) এর তরফে বৃহস্পতিবার (২৪ মার্চ) বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১ এপ্রিল থেকে ৩০ জুন অবধি সংসদের অধীন সমস্ত প্রাথমিক বিদ্যালয় মর্নিং সেশনে বা প্রাতঃকালীন সময়ে পরিচালিত হবে। সকাল ৬ টা থেকে বেলা ১১ টা অবধি স্কুল হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। তবে, যে সমস্ত স্কুলের সঙ্গে উচ্চ বিদ্যালয় বিভাগও একই ক্যাম্পাসে পরিচালিত হয়, সেই সমস্ত স্কুলে যদি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র হয়, তবে পরীক্ষার দিনগুলোতে স্কুল ছুটি দিতে সকাল ৯ টার মধ্যে অর্থাৎ পরীক্ষা শুরুর (সকাল ১০ টা) এক ঘন্টা আগে। বিজ্ঞপ্তিতে এই বিষয়টিও স্পষ্ট করে দেওয়া হয়েছে।

thebengalpost.net
DPSC’র বিজ্ঞপ্তি :

প্রসঙ্গত উল্লেখ্য, গ্রীষ্মের দাবদাহ থেকে প্রাথমিকের পড়ুয়াদের রক্ষা করতে, প্রতিবছরই দিবা বিভাগের স্কুলগুলি অর্থাৎ ডে স্কুল গুলি এপ্রিল থেকে জুন অবধি সকালে পরিচালিত হয়। তবে, মাঝখানে দুই বছর অতিমারীর কারণে স্কুল এমনিতেই বন্ধ ছিল, তাই প্রায় ৩ বছর পর ফের সকাল স্কুলের স্বাদ পাবে শিশু শিক্ষার্থীরা। যদিও, অল্প কিছু সংখ্যক স্কুল (কলেজিয়েট স্কুল, বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রভৃতি) অবশ্য সারা বছরই সকালে অনুষ্ঠিত হয়। এদিকে, এই প্রাতঃকালীন স্কুলের ক্ষেত্রে মিড ডে মিলের সময় নির্ধারণ করা হয়েছে, সকাল ৯ টা থেকে সাড়ে ৯ টার মধ্যে। ডিপিএসসি চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই-এর জারি করা বিজ্ঞপ্তি’তে তেমনই জানানো হয়েছে। তবে, এই সময়ের মধ্যেই (১ এপ্রিল-৩০জুন) যথারীতি প্রায় ১ মাসের (২৫ দিনের কাছাকাছি) গ্রীষ্মের ছুটি বা গ্রীষ্মকালীন অবকাশও পাবেন শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা।