দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ সেপ্টেম্বর: শিক্ষা দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের জামিনের (১২ সেপ্টেম্বর) ঠিক পরের দিনই, রেশন দুর্নীতি মামলায় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে বড়সড় অভিযানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (Enforcement Directorate)-র আধিকারিকরা। রেশন দুর্নীতি মামলায় কলকাতা, পশ্চিম মেদিনীপুর সহ ৭ জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি (Enforcement Directorate)। কলকাতা, মেদিনীপুর ছাড়াও কল্যাণী, জয়নগর ৭ জায়গায় তল্লাশি চলছে বলে জানা গেছে। কল্যাণীতে এক ফুড ইনস্পেক্টরের বাড়িতে চলছে তল্লাশি। অপরদিকে, পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত ধনেশ্বরপুরের চার ব্যবসায়ী স্বদেশ কান্তি বেরার বাড়ি ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডি-র আধিকারিকরা।
ইডি’র ৭-৮ জন অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ এই দলে ১৫ জন আছে বলে স্থানীয়রা দাবি করেছেন। জানা যায়, রেশন দুর্নীতি সংক্রান্ত বিষয়ে এই অভিযান। শুক্রবার বেলা ১২টা নাগাদ দু’টি গাড়িতে করে ED-র তদন্তকারী দল এসে পৌঁছয় বেলদাতে। এখনও পর্যন্ত ইডি’র আধিকারিকেরা ওই বাড়ির ভেতরেই রয়েছেন। তাঁরা কথা বলছেন বাড়ির সদস্যদের সঙ্গে। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। স্বদেশ কান্ত বেরার মামা সীতানাথ প্রধান বলেন, “দু’টি গাড়িতে করে ইডি’র অফিসাররা এসেছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও আছে। ভেতরে কি করছে অবশ্য জানি না! তবে, রেশন সংক্রান্ত তদন্ত বলে জানিয়েছেন ওনারা।” তিনি এও জানান, “আমার ভাগ্না হয়। আগে হাস্কিং চালের ব্যবসা ছিল। চাল কিনে বর্ধমানে পাঠাত। লকডাউনের পর থেকে (কোভিডের পর থেকে) ব্যবসা আর নেই বলেই জানি। আর কি ব্যাপার আছে, তা অবশ্য বলতে পারব না!”