Jhargram

Jhargram: মাছের বাজার না ডেঙ্গুর আঁতুড়ঘর? ‘নর্দমায়’ পরিণত হয়েছে ঝাড়গ্রামের জুবলি মার্কেট, ধর্মঘটের ডাক ব্যবসায়ীদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ২২ নভেম্বর: মাছের বাজার হয়েছে ডেঙ্গুর আঁতুড়ঘরে! এই অভিযোগ তুলে বৃহত্তর আন্দোলনের পথে ঝাড়গ্রাম জুবলি মার্কেটের মৎস্য ব্যবসায়ীরা। আজ, মঙ্গলবার (২২ নভেম্বর) মাছের বাজার বন্ধ রাখার সিদ্ধান্তও নিয়েছেন তাঁরা। ডাক দিয়েছেন ধর্মঘটের। প্রসঙ্গত, সদ্য (১৫ নভেম্বর) ঝটিকা সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও পরিস্থিতির উন্নতি হয়নি এই বাজারের। মশার লার্ভা কিলবিল করছে বাজারের মাঝখানে জমা নোংরা জলে! তাই, অবিলম্বে সমস্যার সমাধান না হলে, আজ, মঙ্গলবার থেকেই বাজার বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন ঝাড়গ্রামের মৎস্য ব্যবসায়ীরা। এদিকে, এই বিষয়ে ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ কোনো প্রতিক্রিয়াই দিতে চাননি! রাজ্য জুড়ে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতিতে বাজারের অবস্থা এরকম কেন, এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, “কিচ্ছু বলার নেই!”

মাছের বাজার:

প্রসঙ্গত, ঝাড়গ্রাম জেলার একমাত্র মাছের বাজার ঝাড়গ্রামের জুবলি মার্কেট। যা এই মুহূর্তে ছোটোখাটো পচা ডোবা বা নর্দমায় পরিণত হয়েছে। হয়েছে ডেঙ্গু, ম্যালেরিয়ার মশার আঁতুড়ঘরেও। অভিযোগ নিত্যদিন বাজার করতে আসা সত্তরোর্ধ্ব শান্তিময় ঘোষ থেকে বছর ৪০ এর সুশান্ত দাস থেকে শুরু করে মৎস্য ব্যবসায়ী রামকৃষ্ণ দত্ত সহ সকলেরই। তাঁদের অভিযোগ, এই বিষয়ে প্রশাসন কিংবা পৌরসভাকে বারবার বলে ও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। তাই, এবার বৃহত্তর আন্দোলনের পথে ব্যবসায়ীরা। মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ, এই মার্কেট থেকেই ঝাড়গ্রাম জেলার বিভিন্ন বাজার সহ ভিন জেলাতেও মাছ সাপ্লাই করা হয়। এছাড়াও, ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল, জেলখানা সহ বিভিন্ন দপ্তরে এখান থেকেই যায় মাছ। সেই মাছের বাজার নোংরা নর্দমায় আর মশার আঁতুড়ঘরে পরিণত হওয়ায় ব্যবসায়ীদের ব্যবসা লাটে ওঠার মুখে। কারণ, এই বাজারে এখন মাছ কিনতে আসতে ভয় পাচ্ছেন ক্রেতারা। তাই, মাছ ব্যবসায়ীরা মঙ্গলবার ধর্মঘট ডেকেছেন। একইসঙ্গে, মঙ্গলবার তাঁরা ঝাড়গ্রামের জেলাশাসকের কাছে লিখিত স্মারকলিপিও জমা দেবেন বলে জানিয়েছেন। তারপরেও কোনো সুরাহা না হলে আরো বড় আন্দোলনের পথে যাবেন বলে জানিয়েছেন।

কিলবিল করছে মশার লার্ভা:

নর্দমায় পরিণত হয়েছে বাজার:

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

4 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

7 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

1 week ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

1 week ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago