Midnapore

Midnapore: বেকসুর খালাস, ১৫ বছর পর ‘জেলমুক্ত’ ঝাড়গ্রামের দাপুটে মাওবাদী নেত্রী শোভা মুন্ডা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, ২৫ জুলাই: ঝাড়খণ্ডের ঘাটশিলায় ল্যান্ডমাইন বিস্ফোরণ কান্ডে মূল অভিযুক্ত মাওবাদী নেত্রী চন্দনা সিং ওরফে শোভা মুন্ডা দীর্ঘ ১৫ বছর পর জেলমুক্ত হলেন! এই সুদীর্ঘ সময় ধরে মামলা চলার পর গত ১ জুলাই ঝাড়খণ্ড হাইকোর্ট তাঁকে বেকসুর খালাস করে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বেরিয়ে দাদা-বৌদির হাত ধরে ঝাড়গ্রামের বেলপাহাড়ির মাজুগোড়া গ্রামের উদ্দেশ্যে রওনা দেন শোভা। যদিও, ঝাড়গ্রাম আদালতে এখনও তাঁর নামে মোট ৮টি মামলা বিচারাধীন। তবে, এই মুহূর্তে সবকটিতেই তিনি জামিন পেয়েছেন বলে এপিডিআর সূত্রে দাবি করা হয়েছে।

জেল থেকে বেরোনোর পর শোভা:

বিজ্ঞাপন (Advertisement):

উল্লেখ্য যে, বাম আমলে মাওবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার জন্য শোভার বিরুদ্ধে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি সহ ঝাড়খণ্ড ও ওড়িশা রাজ্যের পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করে। তাঁর বিরুদ্ধে শুধু বেলপাহাড়ি থানাতেই ৬টি রাষ্ট্রদ্রোহিতার মামলা ছিল। যদিও, শোভার আইনজীবী কৌশিক সিনহা বলেন, “শোভা মুন্ডার বিরুদ্ধে যে অভিযোগগুলি ছিল, সেগুলো মিথ্যে। তাই একের পর এক মামলায় বেকসুর খালাস হচ্ছেন তিনি।” জানা গিয়েছে, ঝাড়গ্রামের বেলপাহাড়ির মাজুগোড়া গ্রামের বাসিন্দা শোভা (আসল নাম চন্দনা সিং) ছোট থেকেই ডানপিটে স্বভাবের ছিলেন। মাওবাদীদের ‘সমাজ বদলানোর’ ডাকে সাড়া দিয়ে মাত্র ১২ বছর বয়সেই তিনি বাড়ি ছাড়েন। পরে মাওবাদীদের হিংসাত্মক আন্দোলনের সঙ্গে যুক্ত হন। সেই সময় তাঁর নাম দেওয়া হয় শোভা। এরপর আর বাড়ির সদস্যদের কাছে তিনি ফিরে আসেন নি। ২০০৪ – ২০০৫ সাল থেকে মাওবাদী নেত্রী হিসেবে তাঁর আত্মপ্রকাশ ঘটে। সেই সময় জঙ্গলমহলে একাধিক ল্যান্ডমাইন বিস্ফোরণের সঙ্গে তাঁর যুক্ত থাকার কথা সামনে আসে। এরপর তাঁর খোঁজে শুরু হয় চিরুনি তল্লাশি। অবশেষে, ২০০৯ সালে ঘাটশিলায় ল্যান্ডমাইন বিস্ফোরণ কাণ্ডে ২০১০ সালে চাকুলিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০১৪ সালে ঘাটশিলা আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। পরে এই নির্দেশকে চ্যালেঞ্জ করা হয় ঝাড়খণ্ড হাইকোর্টে। দীর্ঘ ১১ বছর ধরে মামলা চলার অবশেষে গত ১ জুলাই তাঁকে বেকসুর খালাস করে হাইকোর্ট।

বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পেয়ে খুশি শোভা ওরফে চন্দনা। তবে, ভবিষ্যতে তিনি কিভাবে জীবন অতিবাহিত করবেন তা নিয়ে এখনই কিছু মন্তব্য করতে চাননি তিনি। অন্যদিকে, শোভার স্বামী রাজেশ মুন্ডা এখনও বহরমপুর জেলে বন্দি রয়েছেন বলে জানা গিয়েছে। তিনিও মাওবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এদিন মেদিনীপুর সংশোধনাগার চত্বরে শোভার দাদা তারক সিং ও বৌদি ছবি সিং বলেন, “শোভা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে বলে আমরা কেউ জানতাম না। ছোট বয়সে বাড়ি থেকে চলে গিয়েছিল। এরপর আর খোঁজ পাইনি। গ্রেপ্তার হওয়ার পর খোঁজ পেয়েছিলাম।” অন্যদিকে, মানবাধিকার সংগঠনের সদস্যা জয়শ্রী সরকার সহ আরো বেশকিছু মানবাধিকার সংগঠনের সদস্যরা এদিন উপস্থিত ছিলেন শোভা-র মুক্তিক্ষণে। জয়শ্রী সরকার জানান, ১৫ বছর ধরে সংশোধনাগারে থাকাকালীন ঘাটশিলার মাওবাদী নাশকতার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যে মামলা চলছিল, তার বিচার ২০২২ সাল থেকে পেন্ডিং অবস্থায় পড়েছিল। অবশেষে ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশে সেই মামলা থেকে মুক্তি পান শোভা মুন্ডা।

এপিডিআর নেত্রীর সঙ্গে শোভা:

News Desk

Recent Posts

Midnapore: সাতসকালেই শালবনির জঙ্গলপথে রামলালের দাদাগিরি, চারচাকা গাড়ি উল্টে খাবারের খোঁজ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: জঙ্গলমহলবাসীর প্রিয় হাতি রামলাল। খাবারের খোঁজে এদিক-ওদিক…

3 days ago

Medinipur: জমজমাট ‘খেলা’ নারায়ণগড়ে! তালাবন্দী BDO, পালিয়েও রক্ষে নেই; পিছু নিলেন মহিলারাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: এযেন সেই ছোটবেলার চোর-পুলিশ খেলা! সামনে দৌড়চ্ছেন…

3 days ago

Midnapore: চুয়াড় বিদ্রোহের আঁতুড়ঘর, নবরূপে সাজবে শালবনীর রানি শিরোমণির গড়; পুজোর আগেই এলো সুখবর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: “কর্ণগড়ের রানি মাগো অস্ত্র ধরেছিল/ কলকাতার লোকে…

3 days ago

Midnapore: “আমরা স্বচ্ছ…সরকার দুর্নীতিগ্রস্ত”, কালো জামা পরে পরীক্ষাকেন্দ্রে ‘যোগ্য শিক্ষক’ কৃষ্ণগোপাল, মেদিনীপুরে কি বললেন তিনি…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রায় ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে স্কুল…

6 days ago

Midnapore: ‘১৪ লাখ টাকা লাগবে…’, SSC-র প্রশ্নপত্র বিক্রির ‘ভুয়ো’ পোস্ট ছড়িয়ে মেদিনীপুরে গ্রেপ্তার যুবক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ সেপ্টেম্বর: "আমার বাড়ি মুর্শিদাবাদ, গত দুই দিন আগে…

1 week ago

NIRF Ranking: দেশের সেরা কলেজের তালিকায় ৪২-তম স্থানে মেদিনীপুর কলেজ, সার্বিক বিচারে নিজের জায়গা ধরে রাখল IIT খড়্গপুরও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: দেশের সেরা কলেজের তালিকায় ৪২-তম স্থানে শহিদদের…

1 week ago