দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: চার বছরের শিশুকন্যা-কে ধর্ষণের দায়ে শুক্রবার অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে কুড়ি বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল মেদিনীপুর জেলা আদালত। একই সঙ্গে কুড়ি হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেন মেদিনীপুর জেলা আদালতের বিচারক। নাবালিকাকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।

thebengalpost.in
বিশ্বাসের সুযোগ নিয়ে ৪ বছরের নাবালিকাকে ধর্ষণ :

ঘটনা প্রসঙ্গে জানা গেছে, গত ২০১৭ সালের ২১ জুলাই বেলদা থানার অন্তর্গত একটি গ্রামে (নাবালিকার নিরাপত্তার কারণে গ্রামের নাম দেওয়া হলনা), দীনেশ অধিকারী নামে বছর ২৫ এর এক যুবকের বাড়িতে নিজের শিশুকন্যা-কে রেখে প্রতিবেশী এক মহিলা কাজ করছিলেন। কাজ শেষে ওই শিশুকন্যার মা তাঁর মেয়েকে দীনেশের বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে আসেন। তারপরই তিনি লক্ষ্য করেন, তাঁর ছোট্ট মেয়ে বসতে পারছে না! এরপরই, মেয়েকে জিজ্ঞাসা করলে, তাঁর ফুটফুটে মেয়ে মা-কে বলে দীনেশ অধিকারী নামে ওই যুবক দরজা বন্ধ করে, মুখে চাপা দিয়ে তার উপর শারীরিক ভাবে ‘অত্যাচার’ (ধর্ষণ) চালিয়েছে! নাবালিকার বয়স তখন ছিল মাত্র চার বছর। এরপর, শিশুকন্যার পরিবারের তরফে বেলদা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। আদালতে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত মামলা চলার পর, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) আদালত আসামি দীনেশ অধিকারী-কে দোষী সাব্যস্ত করে এবং শুক্রবার তাকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডে (সঙ্গে, কুড়ি হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড) দণ্ডিত করেন। পাশাপাশি, নাবালিকাকে ক্ষতিপূরণ বাবদ তিন লক্ষ টাকা সরকারিভাবে প্রদান করার আদেশ দিয়েছে আদালত।