দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ ডিসেম্বর: এ যেন বাঘের ঘরেই ঘোগের বাসা! খোদ পৌরপ্রধান সহ বিভিন্ন কাউন্সিলরদের সই জাল করে বছরের পর বছর ধরে পৌরসভার বাসিন্দাদের সঙ্গে প্রতারণার অভিযোগ এক পৌরকর্মীর বিরুদ্ধে। তবে, শেষ রক্ষা হলো না! হাতেনাতে ধরা পড়ে এবার ‘শ্রীঘরে’ যেতে হলো শিবু চৌধুরী নামে বছর ৫০-র ওই প্রতারককে! খড়্গপুর পৌরসভার বিভিন্ন কাউন্সিলরদের তৎপরতায় তাকে হাতেনাতে পাকড়াও করে বুধবার খড়্গপুর টাউন থানার পুলিশের হাতে তুলে দেন বর্তমান পৌরপ্রধান কল্যাণী ঘোষ।

thebengalpost.net
গ্রেফতার:

প্রসঙ্গত, বর্তমান পৌরপ্রধান কল্যাণী ঘোষের সই জাল করে সাবমার্সিবলের বোরিং- এর পারমিশনের জন্য বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের কাছ থেকে ১০ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে পৌরসভার চুক্তিভিত্তিক কর্মী শিবু চৌধুরীর বিরুদ্ধে। শিবু-র বাড়ি খড়্গপুর শহরের ৯-নং ওয়ার্ডে। ইতিমধ্যে, তার কাছ থেকে জাল রসিদ সহ বিভিন্ন প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছেন খড়্গপুর পৌরসভার পৌরপ্রধান কল্যাণী ঘোষ। প্রাথমিক জেরায় নিজের অপরাধের কথা শিবু স্বীকার করেছে বলেও জানিয়েছেন চেয়ারম্যান। অভিযোগ, পৌরপ্রধান ছাড়াও প্রাক্তন উপ-পৌরপ্রধান শেখ হানিফ সহ আরো বেশ কিছু কাউন্সিলরের সই-ও সে জাল করে টাকা তুলেছে। দীর্ঘদিন ধরেই সে এই কাজ চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ পৌরসভার বেশ কিছু কাউন্সিলরের। বুধবার সন্ধ্যায় পৌরপ্রধান কল্যাণী ঘোষ জানিয়েছেন, “ইতিমধ্যে ৫-৬টি জাল সই সহ ভুয়ো রসিদ আমরা উদ্ধার করেছি। তবে, আমাদের বিশ্বাস ওর কাছে এরকম জাল রশিদ আরো অনেক আছে। এর আগেও দু’বার এরকম কাজ করে ক্ষমা চেয়ে রক্ষা পেয়েছিল বলে শুনেছি। আমাদের মনে হচ্ছে ওর সঙ্গে আরো কেউ কেউ যুক্ত থাকতে পারে। নাহলে ওর এত সাহস হতোনা! সেটা পুলিশ তদন্ত করে দেখবে”