Kharagpur

Kharagpur: বন্ধু ধোনির খেলায় ধারাভাষ্য দিলেন খড়্গপুর ডিভিশনের হেড টিটি সত্যপ্রকাশ! সিনিয়র DCM লিখলেন, “ভালোবাসি ক্যাপ্টেন”

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৫ এপ্রিল: ক্রিকেটের ‘নন্দন কানন’ হিসেবে খ্যাত কলকাতার ইডেন গার্ডেনসে (Eden Gardens) রবিবার (২৩ এপ্রিল) IPL এর রবিবাসরীয় ম্যাচে টসের পর চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি নিজের পুরানো দিনের স্মৃতি উজাড় করে বলেছিলেন, একটা সময় খড়গপুর ডিভিশনের অধীনে টিকিট পরীক্ষকের কাজ করতেন এবং সব ভালোবাসা সেখান থেকেই এসেছে! ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি’র সেই স্মৃতিচারণের কথা টিভিতে ফুটে উঠতেই উচ্ছ্বসিত আপামর খড়গপুরবাসী থেকে শুরু করে রেলের আধিকারিকেরা। সোশ্যাল মিডিয়ায় খড়গপুর রেলের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে সেই সময়ের ভিডিও’র অংশটি। যেখানে ধোনিকে বলতে শোনা গিয়েছে, “এখান থেকে মাত্র ২ ঘন্টা দূরে খড়্গপুর। টিকিট পরীক্ষক হিসেবে সেখানে চাকরি করার সুবাদে সেখানে জীবনের অনেক সময় কাটিয়েছি। প্রচুর ক্রিকেট এবং ফুটবলও খেলেছি। তাই, আমি মনে করি ভালবাসা সেখান থেকেই আসে”। নাইট রাইডার্স ম্যাচে টসের পরে রবি শাস্ত্রী-র সঙ্গে কথা বলতে গিয়ে ধোনি তাঁর ‘পুরানো সেই দিনের কথা’ স্মরণ করেন। আর, সেই ভিডিও শেয়ার করেছেন স্বয়ং খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম (Sr. DCM) রাজেশ কুমার।

IPL এর ম্যাচে ভোজপুরি ভাষায় ধারাভাষ্য দিচ্ছেন সত্যপ্রকাশ (বাম দিকে):

খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম রাজেশ কুমার তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে ধোনির সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, “….. খড়্গপুর রেলওয়ে স্টেশনে টিকিট চেকিং স্টাফ হিসাবে টিকিট সংগ্রহ করা থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট দল, দ্য ম্যান, দ্য লিজেন্ডের সাথে ট্রফি সংগ্রহ করা পর্যন্ত একটি অসাধারণ এবং অনুপ্রেরণামূলক যাত্রা ছিল। আপনি খড়গপুর থেকে এমএসডি (MSD/ Mahendra Singh Dhoni) নিতে পারেন, কিন্তু খড়গপুরের হৃদয় থেকে এমএসডি (MSD)-কে বের করতে পারবেন না! এম.এস ধোনি যাদুঘর এবং সেরসা স্টেডিয়ামের এম.এস ধোনি প্যাভিলিয়ন কেবল নস্টালজিয়ার অংশ নয়, আমাদের আবেগের অংশ। আমরা তোমাকে ভালোবাসি ক্যাপ্টেন!”

অন্যদিকে, ধোনির একসময়ের খড়গপুরের সহকর্মী ও বন্ধু সত্যপ্রকাশ মিশ্রর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে মুম্বাই থেকে তিনি বলেন, “ঝাড়খণ্ড থেকে খড়্গপুর নিয়ে আসা। তারপর, একসাথে একই কোয়ার্টার থাকা, খেলা ধুলা সব করেছি। সেই সময়ের দিনগুলো খুব মনে পড়ে।” উল্লেখ্য যে, ধোনিকে নিয়ে বানানো সিনেমাতেও (M.S Dhoni : The Untold Story) তাঁর (সত্যপ্রকাশের) চরিত্র ছিল। আইপিএল (IPL)- এর শুরু থেকে মুম্বাইয়ে রয়েছেন খড়গপুর ডিভিশনের হেড টি.টি সত্যপ্রকাশ। তিনি জানান, মুম্বাইয়ে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। একমাস ধরে ভোজপুরি ভাষায় আইপিএল-এর ধারাভাষ্য দিচ্ছেন। যখন কলকাতায় খেললেন বন্ধু ধোনি, সেই খেলারও ধারাভাষ্য দিলেন সত্যপ্রকাশ।

বন্ধু ধোনির সঙ্গে সত্যপ্রকাশ :

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

4 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

1 day ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

6 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

6 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago