Recruitment

Recruitment: ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রে প্রায় ৪ হাজারের বেশি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৫ এপ্রিল: ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (BARC) বা পারমাণবিক গবেষণা কেন্দ্রে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল। শিক্ষানবিশ হিসাবেও একাধিক শূন্যপদে প্রার্থী নেওয়া হবে এই সংস্থায়। ইতিমধ্যে সেই মর্মে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে সংস্থার তরফে। প্রার্থীদের নিয়োগ হবে সংস্থার অ্যাটমিক এনার্জি বিভাগে। শিক্ষানবিশদের ক্ষেত্রে থাকবে মাসিক বৃত্তির ব্যাবস্থাও। সবমিলিয়ে প্রায় ৪৩৭৪-টি শূন্য পদে নিয়োগ করা হবে বলে জানা গেছে। এর মধ্যে, টেকনিক্যাল অফিসার (C)- এ ১৮১টি শূন্যপদে, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (B)- এ ৭টি শূন্যপদে এবং টেকনিশিয়ান (B)-এ ২৪টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে। অর্থাৎ, মোট ২১২-টি শূন্য পদে নিয়োগ করা হবে। বাকি ৪ হাজারের বেশি পদে মাসিক বৃত্তির ভিত্তিতে শিক্ষানবিশ হিসেবে নিয়োগ করা হবে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, টেকনিক্যাল অফিসার (C), সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (B) এবং টেকনিশিয়ান (B) পদে নিযুক্তদের মাসিক বেতন হবে যথাক্রমে- ৫৬,১০০ টাকা, ৩৫,৪০০ টাকা এবং ২১,৭০০ টাকা। পদ অনুযায়ী আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। অন্য দিকে, সংস্থার প্রশিক্ষণ প্রকল্পের জন্য ক্যাটেগরি ১ এবং ২-এ যথাক্রমে ১২১৬ এবং ২৯৪৬ জন শিক্ষানবিশ নেওয়া হবে। এ ক্ষেত্রে ক্যাটেগরি ১ এবং ২-এর শিক্ষানবিশদের প্রথম বছরে যথাক্রমে ২৪,০০০ টাকা এবং ২০,০০০ টাকা এবং দ্বিতীয় বছরে যথাক্রমে ২৬,০০০ টাকা এবং ২২,০০০ টাকা বৃত্তি দেওয়া হবে। ক্যাটাগরি অনুযায়ী আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। প্রার্থীদের ন্যূনতম উচ্চতা এবং ওজন হতে হবে যথাক্রমে- ১৬০ সেন্টিমিটার এবং ৪৫.৫ কেজি।

বিভিন্ন বিভাগে টেকনিক্যাল অফিসার পদের জন্য প্রার্থীদের রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে এমএসসি, এমলিব, বিই বা বি.টেক থাকতে হবে। অন্য দিকে, ক্যাটাগরি ১-এর শিক্ষানবিশ পদের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি অথবা ডিপ্লোমা পাশের শংসাপত্র থাকতে হবে। প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, দক্ষতা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। সংস্থার ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের সমস্ত পদে আবেদন জানাতে হবে। টেকনিক্যাল অফিসার, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, ক্যাটাগরি ১ শিক্ষানবিশ এবং ক্যাটাগরি ২ শিক্ষানবিশ পদে আবেদনের জন্য জমা দিতে হবে যথাক্রমে- ৫০০, ১৫০, ১০০, ১৫০ এবং ১০০ টাকা। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য থাকবে ছাড়। প্রার্থীদের পরীক্ষা হবে দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে। নিয়োগের বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীদের BARC (Bhabha Atomic Research Centre)- এর ওয়েবসাইটে (www.barc.gov.in) যেতে হবে।

BARC এ নিয়োগ:

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

10 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

5 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

3 weeks ago