Recruitment

Recruitment: ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রে প্রায় ৪ হাজারের বেশি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৫ এপ্রিল: ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (BARC) বা পারমাণবিক গবেষণা কেন্দ্রে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল। শিক্ষানবিশ হিসাবেও একাধিক শূন্যপদে প্রার্থী নেওয়া হবে এই সংস্থায়। ইতিমধ্যে সেই মর্মে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে সংস্থার তরফে। প্রার্থীদের নিয়োগ হবে সংস্থার অ্যাটমিক এনার্জি বিভাগে। শিক্ষানবিশদের ক্ষেত্রে থাকবে মাসিক বৃত্তির ব্যাবস্থাও। সবমিলিয়ে প্রায় ৪৩৭৪-টি শূন্য পদে নিয়োগ করা হবে বলে জানা গেছে। এর মধ্যে, টেকনিক্যাল অফিসার (C)- এ ১৮১টি শূন্যপদে, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (B)- এ ৭টি শূন্যপদে এবং টেকনিশিয়ান (B)-এ ২৪টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে। অর্থাৎ, মোট ২১২-টি শূন্য পদে নিয়োগ করা হবে। বাকি ৪ হাজারের বেশি পদে মাসিক বৃত্তির ভিত্তিতে শিক্ষানবিশ হিসেবে নিয়োগ করা হবে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, টেকনিক্যাল অফিসার (C), সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (B) এবং টেকনিশিয়ান (B) পদে নিযুক্তদের মাসিক বেতন হবে যথাক্রমে- ৫৬,১০০ টাকা, ৩৫,৪০০ টাকা এবং ২১,৭০০ টাকা। পদ অনুযায়ী আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। অন্য দিকে, সংস্থার প্রশিক্ষণ প্রকল্পের জন্য ক্যাটেগরি ১ এবং ২-এ যথাক্রমে ১২১৬ এবং ২৯৪৬ জন শিক্ষানবিশ নেওয়া হবে। এ ক্ষেত্রে ক্যাটেগরি ১ এবং ২-এর শিক্ষানবিশদের প্রথম বছরে যথাক্রমে ২৪,০০০ টাকা এবং ২০,০০০ টাকা এবং দ্বিতীয় বছরে যথাক্রমে ২৬,০০০ টাকা এবং ২২,০০০ টাকা বৃত্তি দেওয়া হবে। ক্যাটাগরি অনুযায়ী আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। প্রার্থীদের ন্যূনতম উচ্চতা এবং ওজন হতে হবে যথাক্রমে- ১৬০ সেন্টিমিটার এবং ৪৫.৫ কেজি।

বিভিন্ন বিভাগে টেকনিক্যাল অফিসার পদের জন্য প্রার্থীদের রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে এমএসসি, এমলিব, বিই বা বি.টেক থাকতে হবে। অন্য দিকে, ক্যাটাগরি ১-এর শিক্ষানবিশ পদের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি অথবা ডিপ্লোমা পাশের শংসাপত্র থাকতে হবে। প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, দক্ষতা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। সংস্থার ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের সমস্ত পদে আবেদন জানাতে হবে। টেকনিক্যাল অফিসার, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, ক্যাটাগরি ১ শিক্ষানবিশ এবং ক্যাটাগরি ২ শিক্ষানবিশ পদে আবেদনের জন্য জমা দিতে হবে যথাক্রমে- ৫০০, ১৫০, ১০০, ১৫০ এবং ১০০ টাকা। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য থাকবে ছাড়। প্রার্থীদের পরীক্ষা হবে দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে। নিয়োগের বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীদের BARC (Bhabha Atomic Research Centre)- এর ওয়েবসাইটে (www.barc.gov.in) যেতে হবে।

BARC এ নিয়োগ:

News Desk

Recent Posts

Midnapore: পুজোর আগেই UPI পরিষেবা চালু করলো মেদিনীপুরের এই সমবায় ব্যাঙ্ক, উপকৃত হবেন কয়েক লক্ষ গ্রাহক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: পুজোর আগেই সুখবর! মেদিনীপুরের বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায়…

1 day ago

IIT Kharagpur: AI, ডেটা সায়েন্সের উপর চার বছরের স্নাতক কোর্স এবার বাংলা ভাষাতেই! উদ্যোগী IIT খড়্গপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: চার বছরের আস্ত বি.এস (B.S/Bachelor of Science)…

1 day ago

Midnapore: সাতসকালেই শালবনির জঙ্গলপথে রামলালের দাদাগিরি, চারচাকা গাড়ি উল্টে খাবারের খোঁজ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: জঙ্গলমহলবাসীর প্রিয় হাতি রামলাল। খাবারের খোঁজে এদিক-ওদিক…

5 days ago

Medinipur: জমজমাট ‘খেলা’ নারায়ণগড়ে! তালাবন্দী BDO, পালিয়েও রক্ষে নেই; পিছু নিলেন মহিলারাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: এযেন সেই ছোটবেলার চোর-পুলিশ খেলা! সামনে দৌড়চ্ছেন…

5 days ago

Midnapore: চুয়াড় বিদ্রোহের আঁতুড়ঘর, নবরূপে সাজবে শালবনীর রানি শিরোমণির গড়; পুজোর আগেই এলো সুখবর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: “কর্ণগড়ের রানি মাগো অস্ত্র ধরেছিল/ কলকাতার লোকে…

5 days ago

Midnapore: “আমরা স্বচ্ছ…সরকার দুর্নীতিগ্রস্ত”, কালো জামা পরে পরীক্ষাকেন্দ্রে ‘যোগ্য শিক্ষক’ কৃষ্ণগোপাল, মেদিনীপুরে কি বললেন তিনি…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রায় ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে স্কুল…

1 week ago