Kharagpur

Medinipur: রেলের বিভিন্ন পদে চাকরির জন্য ক্লাবের মধ্যে চলছিল ইন্টারভিউ! হঠাৎ হানা পুলিশের, দিল্লির এক মহিলা সহ ৫ জনকে পাকড়াও করল খড়গপুর টাউন থানা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৫ আগস্ট: ভিন রাজ্য থেকেও ইন্টারভিউ দিতে এসেছিলেন চাকরিপ্রার্থীরা। অনেক আশা দিচ্ছিলেন ইন্টারভিউ। কে জানত, সবটাই ভুয়ো! ‘ভুয়ো’ চাকরির জন্য ‘ভুয়ো’ ইন্টারভিউ বোর্ড। বাইরে থাকা বিভিন্ন স্টিকার লাগানো গাড়ি-ঘোড়া দেখে অবশ্য বোঝার উপায় ছিলোনা ক্লাবের ভেতরে চলছে এত বড় প্রতারণার কারবার! তবে, দু’দিন ধরে চলা কান্ডকারখানা দেখে সন্দেহ হয় স্থানীয় এক যুবকের। দ্রুত পুলিশকে খবর দেন তিনি। পুলিশ গিয়ে সকলকেই হাতে নাতে পাকড়াও করেন। রবিবার ভর দুপুরে ঘটনাটি ঘটেছে খড়গপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ইয়ং ম্যান অ্যাসোসিয়েশন (young man association) ক্লাবে। গ্রেপ্তার হওয়া প্রতারণাকারীদের তালিকায় আছেন সেন্ট্রাল দিল্লির এক মহিলাও। বাকিরা হলেন- খড়গপুর শহরের শরৎপল্লীর বাসিন্দা শিবপ্রসাদ দাস ওরফে বাবু, উত্তর বিহারের বাসিন্দা মুকেশ কুমার মিলন এবং ভরত দাস ও উমেশ কুমার সাহু নামে দুই ড্রাইভার।

গ্রেফতার ৫ জন:

জানা যায়, রেলে চাকরির টোপ দিয়ে শনিবার ও রবিবার রেল শহরের একটি ক্লাবে ভুয়ো ইন্টারভিউর ব্যবস্থা করা হয়েছিল। রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকে বেশ কয়েকজন জড়ো হয়েছিল রেলের বিভিন্ন পদে চাকরি ইন্টারভিউ দেবে বলে! খড়গপুর শহরের ১৫নং ওয়ার্ডের ইয়ং ম্যান অ্যাসোসিয়েশন ক্লাবের মধ্যে চলা এই কান্ডকারখানা দেখে সন্দেহ হয় স্থানীয় যুবক এম রাজুর। রাজুই খবর দেন খড়গপুর টাউন থানায়। ছুটে যায় পুলিশ। ১৫নং ওয়ার্ডের ওই ক্লাব থেকে এক মহিলা সহ পাঁচজনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে মুকেশ কুমার মিলন উত্তর বিহারের বাসিন্দা। শিবপ্রসাদ দাস খড়্গপুর শহরের বাসিন্দা। তাঁর গাড়িতে আবার ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস’ লেখা বোর্ড লাগানো ছিল। তাতে লেখা- হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের নেশনাল ভাইস প্রেসিডেন্ট! শুধু তাই নয় গাড়িতে লেখা ছিল ‘গভর্নমেন্ট অফ ইন্ডিয়া’ (Government Of India)! এছাড়াও, গ্রেপ্তার হয়েছেন সেন্ট্রাল দিল্লির বাসিন্দা অমৃতা ভুঁইয়া নামে এক মহিলাও। এছাড়াও, দু’জন ড্রাইভারকেও গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে দু’টি গাড়ি সহ ইন্টারভিউর প্রচুর কাগজপত্র উদ্ধার করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। ধৃত ৫ জনকেই রবিবার খড়গপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে খড়গপুর টাউন থানার পুলিশ। একইসঙ্গে, আন্তঃরাজ্য এই প্রতারণা চক্রের জাল কতদূর ছড়ানো রয়েছে, তা জানতে সরজমিনে তদন্ত শুরু করেছে পুলিশ।

আটক করা হয় দু’টি প্রাইভেট কার:

News Desk

Recent Posts

Recruitment Scam: ‘একযাত্রায় পৃথক ফল! আমাদের কি পরিবার নেই?’, প্রাথমিকের রায়ের পরই গর্জে উঠলেন SSC-র ‘যোগ্য’ শিক্ষকরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ ডিসেম্বর: ৩ এপ্রিলের পর ৩ ডিসেম্বর। এ রাজ্যের…

10 hours ago

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

6 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

7 days ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

1 week ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

2 weeks ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

2 weeks ago