Kolkata High Court

Primary Recruitment Case: ২৬৯ জনের চাকরি বাতিল! সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ, মানিকের বিরুদ্ধে চলবে CBI তদন্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২ সেপ্টেম্বর: অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের সমস্ত আরজি খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ-ই বহাল রাখলেন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। ২৬৯ জন (পর্ষদের হিসেবে ২৭৩)- এর চাকরি যাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়ে গেল। সেই সঙ্গে অবৈধ উপায় অবলম্বন করে অতিরিক্ত ‘১’ নম্বর দেওয়ার বিষয়টিকেও ‘আইন-বিরুদ্ধ’ হিসেবেই সিলমোহর দেওয়া হলো। ফলে, প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি (President) মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে সিবিআই (CBI) ও ইডি (ED) তদন্ত-ও যেমন চলছিল, তেমনই চলবে বলে আদালত জানিয়ে দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ প্রাইমারি টেট মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এ ছাড়াও, মানিক ভট্টাচার্য-কে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে অপসারণের নির্দেশও দেন তিনি। পাশাপাশি, মানিক এবং তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তির নথি চেয়েছিলেন বিচারপতি। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে মানিক ভট্টাচার্যের মামলাটি ওঠে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। যার শুনানি গত ১৯ জুলাই শেষ হলেও রায়দান স্থগিত রাখা হয়েছিল। আজ, শুক্রবার (২ সেপ্টেম্বর), সকাল সাড়ে এগারোটা নাগাদ তার রায়দান করলেন বিচারপতি তালুকদারের ডিভিশন বেঞ্চ। শুনানি শেষ হওয়ার ১ মাস ১৪ দিন পর শুক্রবার এই রায় ঘোষণা করল ডিভিশন বেঞ্চ।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখলেন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ:

এদিন, আদালত জানিয়ে দেয় যে ২৬৯ জনের চাকরি বাতিল করেছিল সিঙ্গেল বেঞ্চ। সিবিআই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের পুনর্বহাল করা যাবে না। আদালতের নজরদারিতে কেন্দ্রীয় সংস্থা সিবিআই-ই তদন্ত করবে। সিঙ্গল বেঞ্চের হাতেই থাকবে নিয়ন্ত্রণ। এর আগে, প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ে রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, এমনকি রাজ্য সরকারও। এ ছাড়া বিধায়ক মানিক ভট্টাচার্য-সহ যাঁদের পর্ষদের পদ থেকে অপসারণ করা হয়েছিল, তাঁরাও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিলেন ডিভিশন বেঞ্চে। আবেদন জানিয়েছিলেন বরখাস্ত হওয়া ২৬৯ জন চাকরিপ্রার্থীরাও। তাঁদের সমস্ত আবেদন এদিন খারিজ করে দিয়েছেন বিচারপতি সুব্রত তালুকদার ও লোপিতা বন্দোপাধ্যায়। উল্লেখ্য যে, ২০১৭ সালে দ্বিতীয় দফায় অবৈধভাবে ২৬৯ জনের নিয়োগ করা হয় কোনও বিজ্ঞপ্তি ছাড়াই, এমনটাই অভিযোগ উঠেছিল। ভুল প্রশ্নে বাড়তি ১ নম্বর বেছে বেছে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ ওঠে। পর্ষদের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে চাকরিপ্রার্থীরা, তাই তাঁদের দাবি মেনে নেওয়া হয়েছিল; যুক্তি দিয়েছিল মানিক ভট্টাচার্যের পর্ষদ। কিন্তু, ওই রকম আন্দোলন যে চাকরি পাওয়ার মাপকাঠি হতে পারে না, পর্যবেক্ষণ ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তিনি ব্যাপক দুর্নীতির ইঙ্গিত দিয়ে, সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এই মামলায়। সেই নির্দেশ-ই চ্যালেঞ্জ করা হয় ডিভিশন বেঞ্চে। শেষ পর্যন্ত অবশ্য পর্ষদের হাতে ‘অশ্ব ডিম্ব’ই থাকলো! একইসঙ্গে, মানিক ভট্টাচার্যের জেল যাওয়ার পথ আরও সুগম হলো বলেই কলকাতা হাইকোর্টের আইনজীবীরা এদিন জানিয়েছেন।

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago