thebengalpost.net
বিচারপতি টি.এস শিবজ্ঞানম:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২ মে: গত ১ এপ্রিল (২০২৩) থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি (Acting Chief Justice) হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। এবার, কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি (Chief Justice) হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তিরুনেলভেলি সুব্বাইয়া শিবজ্ঞানম (T. S. Sivagnanam)। সোমবার (১ মে) দেশের ‘প্রাচীনতম’ হাইকোর্টের (কলকাতা হাইকোর্টের) প্রধান বিচারপতি হিসেবে টি.এস শিবজ্ঞানম-কে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রের আইন মন্ত্রক। এর আগে, গত ৯ ফেব্রুয়ারি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি শিবজ্ঞানমের নাম সুপারিশ করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ তিন বিচারপতির কলেজিয়াম। এর পর, গত ৩০ মার্চ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে সেই নাম মঞ্জুর করে নতুন বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় আইন মন্ত্রক। ১ এপ্রিল থেকে তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন। এর পর সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে তাঁকে কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়।

thebengalpost.net
বিচারপতি টি.এস শিবজ্ঞানম:

সোমবার রাতে টুইটারে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু একটি পোস্ট করে জানান, “ভারতীয় সংবিধানের প্রদত্ত ক্ষমতা অনুযায়ী, ভারতের প্রধান বিচারপতির সঙ্গে শলা-পরামর্শের ভিত্তিতে বিচারপতি টি এস শিবজ্ঞানমকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করলেন ভারতের রাষ্ট্রপতি। যিনি কলকাতা হাইকোর্টের সবথেকে সিনিয়র বিচারপতি।” সেই সঙ্গে তাঁকে শুভেচ্ছাও জানান কেন্দ্রীয় আইনমন্ত্রী। ১৯৬৩ সালের ১৬ সেপ্টেম্বর বিচারপতি শিবজ্ঞানম জন্মগ্রহণ করেন চেন্নাই (তামিলনাড়ু)-তে। ১৯৮৬ সালে আইনজীবী হিসাবে তাঁর নাম নথিভুক্ত হয়। দীর্ঘ ২৩ বছর আইনজীবী পেশায় থাকার পর ২০০৯ সালে মাদ্রাজ হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে শপথ নেন তিনি। ২০১১ সালে বিচারপতি হিসাবে তিনি উন্নীত হন। সেখানে ১২ বছর বিচারপতি হিসাবে কাজ করার পর তাঁকে কলকাতা হাই কোর্টে বদলি করেছিল সুপ্রিম কোর্ট। ২০২১ সালের ২৫ অক্টোবর হাই কোর্টের দ্বিতীয় প্রবীণ বিচারপতি (প্রধান বিচারপতির পরের স্থান) হিসাবে শপথ নিয়েছিলেন তিনি। বিচারপতি হিসাবে হাই কোর্টে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর অবধি মেয়াদ রয়েছে বিচারপতি শিবজ্ঞানমের। ইতিমধ্যে, বিচারপতি রাজাশেখর মান্থা’র এজলাসের বাইরে বিশৃঙ্খলা (অভিযুক্ত আইনজীবীদের কড়া ভর্ৎসনা); রামনবমী’র মিছিল ঘিরে অশান্তি (NIA তদন্ত); DA মামলায় সরকার ও আন্দোলনকারীদের বৈঠক- প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতি টি.এস শিবজ্ঞানম।