দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৪ জুলাই: করোনা বিধিনিষেধ বাড়ানো হলো আরও ১৫ দিন। ১৬ ই জুলাই থেকে ৩০ শে জুলাই পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলো। তবে, শিথিল করা হচ্ছে বিভিন্ন নিয়ম। দোকান-বাজার-শপিং মল খোলার উপর আর সময়ের বিধিনিষেধ থাকছেনা। তবে, বার ও রেস্টুরেন্ট রাত্রি ৮ টা পর্যন্ত খোলা থাকবে। শপিং মলে সর্বোচ্চ ৫০ শতাংশ ক্রেতা প্রবেশ করতে পারবে।

thebengalpost.in
বিধিনিষেধ বাড়ানো হচ্ছে :

thebengalpost.in
লকডাউন বিধিনিষেধ :

যে সমস্ত বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে একনজরে :
১. দোকান বাজার খোলার উপর বিধিনিষেধ উঠে যাচ্ছে। কোভিড বিধি মেনে রাত্রি ৯ টা পর্যন্ত খোলা যাবে।
২. শপিং মল ৫০ শতাংশ ক্রেতা নিয়ে চালু থাকবে।
৩. সুইমিং পুল রাজ্য ও জাতীয় স্তরের অনুশীলনে জন্য খোলা যাবে। সকাল ৬ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত।
৪. সোমবার থেকে শুক্রবার সপ্তাহে ৫ দিন, ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলবে।
৫. ব্যাংক খোলা থাকবে সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত।
বিধিনিষেধ থাকছে :
১. স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধই থাকছে।
২. সিনেমা হল বন্ধ থাকছে।
৩. লোকাল ট্রেন (স্টাফ লোকাল ছাড়া) বন্ধই থাকছে।
৪. সর্বোচ্চ ৫০ জন নিয়ে বিয়ে বাড়ি বা পারিবারিক অনুষ্ঠান।
৫. সমস্ত সামাজিক ও ধর্মীয় জমায়েত বন্ধ থাকবে।
৬. নাইট কারফিউ জারি থাকবে। রাত্রি ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত।
বাকি সমস্ত কিছু আগের নিয়মেই চলবে। বার, রেস্টুরেন্ট, সেলুন, পার্লারে সর্বোচ্চ ৫০ শতাংশ গ্রাহক প্রবেশ করতে পারবে। সরকারি ও বেসরকারি অফিস আগের নিয়মেই চলবে। সর্বত্র কোভিড বিধি মেনে চলতে হবে।

thebengalpost.in
লকডাউন বিধিনিষেধ :

thebengalpost.in
লকডাউন বিধিনিষেধ :