Maoists

Maoist Bandh: ফের শিরোনামে মাওবাদীরা! ২৪ ঘন্টার বনধে মিশ্র প্রভাব ঝাড়গ্রাম সহ জঙ্গলমহল জুড়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ২১ নভেম্বর: দীর্ঘদিন পর মাওবাদীদের ডাকা বনধে মিশ্র প্রভাব পড়ল পশ্চিমবঙ্গের জঙ্গল অধ্যুষিত ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর প্রভৃতি জেলায়। তবে, ঝাড়খণ্ড রাজ্যে রেললাইন উড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটলেও, এরাজ্যে এমন কিছু হয়নি! শনিবার (২১ নভেম্বর) মাওবাদীদের ডাকা “ভারত বনধ”- এ ঝাড়গ্রাম জেলা সহ জঙ্গলমহলের বিভিন্ন অংশে মোটামুটি প্রভাব পড়েছে। লালগড়, বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, বিনপুর প্রভৃতি এলাকার বাজার, দোকানপাট, যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকাল ছয়টা থেকে শুরু হওয়া ২৪ ঘন্টার বন্ধে কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। শান্তিপূর্ণ ভাবেই মাওবাদীদের বন্ধ পালিত হয়েছে ঝাড়গ্রাম জেলার ওই সমস্ত এলাকায়। পশ্চিম মেদিনীপুর জেলার একসময়ের মাও অধ্যুষিত ভীমপুর এবং সংলগ্ন জঙ্গল অধ্যুষিত এলাকাগুলোতে মিশ্র প্রভাব পড়েছে এই বন্ধের। উল্লেখ্য, গত সপ্তাহে ঝাড়খন্ডে মাওবাদী শীর্ষ নেতা ও সংগঠনের পলিটব্যুরো সদস্য “কিষানদা” ওরফে প্রশান্ত বসু সস্ত্রীক পুলিশের জালে ধরা পড়েন। কিষানদা গ্রেপ্তারের প্রতিবাদে গত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দেশজুড়ে পাঁচদিনের “প্রতিরোধ দিবস” পালনের ডাক দিয়েছিল মাওবাদীরা। শনিবার মাওবাদীরা 24 ঘন্টার “ভারত বনধে”র ডাক দিয়েছে। এই বনধে জঙ্গলমহলের বিনপুর, বেলপাহাড়ি, লালগড়, জামবনি, নয়াগ্রাম থানা এলাকাতে বনধের প্রভাব লক্ষ্য করা গেছে। সিপিআই (মাওবাদী)-র পূর্বাঞ্চলীয় মুখপাত্র সঙ্কেত প্রতিরোধ দিবস ও বনধের ঘোষনা করেছিলেন।

ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় বনধের মিশ্র প্রভাব :

অন্য দিকে, ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জেলাতে আগেই “হাই এলার্ট” জারী করে নজরদারি বাড়ানোর পাশাপাশি ‘চেকিং পয়েন্ট’ বানিয়ে যানবাহন চলাচলে নজরদারি কড়াকড়ি করা হয়েছে। এদিকে, মাও বনধের প্রভাব পড়ায়, স্বাভাবিকভাবেই তৃণমূল সরকারকে আক্রমণ করেছে বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেস। জঙ্গলমহলের প্রকৃত উন্নয়ন হয়নি বলে তাদের দাবি। প্রকৃত মাওবাদীদের পরিবর্তে, শাসকদলের কর্মী-সমর্থকদের চাকরি দেওয়া হয়েছে! অভিযোগ উড়িয়ে ঝাড়্গ্রাম জেলা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মাওবাদীদের কোন অস্তিত্ব নেই। তারা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়েছেন। কিছু বিচ্ছিন্নতাবাদী বিরোধী শক্তি এসব দাবি করছে। অন্যদিকে, মাওবাদী বন্ধের কোনো প্রভাব পড়ল না পুরুলিয়া জেলায়। পুরুলিয়া জেলার সদর শহর এবং গ্রাম অঞ্চলে জনজীবন ছিল সম্পূর্ণ স্বাভাবিক। কিসান দা ওর্ফে প্রশান্ত বোসের গ্রেফতারের প্রতিবাদে আজকে বন্ধ ডাকে মাওবাদীরা। পুরুলিয়া জেলায় গত কয়েক বছরে মাওবাদীদের তেমন কোন প্রভাব লক্ষ্য করা যায়নি। তবু ঝুঁকি না নিয়ে ঝাড়খণ্ড সীমান্তে ব্যাপক পাহারার ব্যবস্থা করে পুলিশ। নাকা তল্লাশি চালানো হয় প্রধান সড়কগুলোতে। পুলিশের উচ্চ পদস্থ আধিকারীকরা পরিস্থিতির দিকে বিশেষ নজরদারি চালান। তবে অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।

ঝাড়খণ্ডের রেললাইন :

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

4 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

5 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago