Midnapore

Midnapore: মেদিনীপুর শহরে ইঞ্জিন ট্রলির সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু এক যুবকের! আশঙ্কাজনক আরো ১; দুর্ঘটনা খড়্গপুরে জাতীয় সড়কেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ মার্চ: রবিবার (৩ মার্চ) সাত সকালেই খোদ জেলা শহর মেদিনীপুরের মহতাবপুর এলাকায় রাজ্য সড়কের উপর ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের! আশঙ্কাজনক আরও এক যুবক। ইতিমধ্যে গভীর সংকটজনক অবস্থায় ওই যুবককে মেদিনীপুর মেডিক্যাল থেকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতায়। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম বুবাই সিং (২০) এবং আহত যুবকের নাম জিতেন সিং (২২)। দু’জনেরই বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার মুড়াডাঙা এলাকায় বলে জানা গেছে।

খড়্গপুর শহরে ইঞ্জিন ট্রলি (নিজস্ব ও ফাইল চিত্র):

এও জানা গেছে, এদিন মেদিনীপুর থেকে খড়্গপুরের দিকে যাওয়ার সময় মেদিনীপুর শহরের মহতাবপুর এলাকায় একটি টোটোকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন বাইক আরোহী দুই যুবক। উল্টো দিক থেকে আসা একটি ইঞ্জিন ট্রলির সঙ্গে ধাক্কা লেগে রাজ্য সড়কের ওপরই লুটিয়ে পড়েন তাঁরা। দু’জনকে দ্রুত উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে চিকিৎসককেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপর যুবকেরও মাথায় গুরুতর চোট থাকায় কলকাতায় স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে। এদিকে, জেলা শহরের রাস্তায় ইঞ্জিন ট্রলি এবং মাত্রাতিরিক্ত টোটো চলা নিয়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন, “আমরা পরিবহন দপ্তরের (RTO-র) সঙ্গে কথা বলে আগামী বুধবারের (৬ মার্চের) পর এই বিষয়ে সিদ্ধান্ত নেব।” শহরের বুকে ইঞ্জিন ট্রলির চলাচলের বিষয়টি যে কোনোভাবেই বরদাস্ত করা হবে না, তা জানিয়েছেন তিনি।

অন্যদিকে, রবিবার সকালেই পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত ১৬নং জাতীয় সড়কের পাশে বসন্তপুর বাজার সংলগ্ন এলাকায় দ্রুত গতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি দোকানে ধাক্কা মেরে পাশের নয়ানজুলিতে উল্টে যায়। দোকানের সামনে থাকা এক বাইক আরোহীকেও ধাক্কা মারে বলে জানা গেছে। এই ঘটনায় ট্রাকের চালক এবং বাইক আরোহী গুরুতর আহত হন বলে জানা গেছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশের তরফে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ট্রাকটিকেও নয়ানজুলি থেকে তোলা হয় এবং আটক করা হয় বলে জানা গেছে।

বসন্তপুরের দুর্ঘটনা:

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

4 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

5 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago