Midnapore

Midnapore: মেদিনীপুর শহরে ইঞ্জিন ট্রলির সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু এক যুবকের! আশঙ্কাজনক আরো ১; দুর্ঘটনা খড়্গপুরে জাতীয় সড়কেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ মার্চ: রবিবার (৩ মার্চ) সাত সকালেই খোদ জেলা শহর মেদিনীপুরের মহতাবপুর এলাকায় রাজ্য সড়কের উপর ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের! আশঙ্কাজনক আরও এক যুবক। ইতিমধ্যে গভীর সংকটজনক অবস্থায় ওই যুবককে মেদিনীপুর মেডিক্যাল থেকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতায়। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম বুবাই সিং (২০) এবং আহত যুবকের নাম জিতেন সিং (২২)। দু’জনেরই বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার মুড়াডাঙা এলাকায় বলে জানা গেছে।

খড়্গপুর শহরে ইঞ্জিন ট্রলি (নিজস্ব ও ফাইল চিত্র):

এও জানা গেছে, এদিন মেদিনীপুর থেকে খড়্গপুরের দিকে যাওয়ার সময় মেদিনীপুর শহরের মহতাবপুর এলাকায় একটি টোটোকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন বাইক আরোহী দুই যুবক। উল্টো দিক থেকে আসা একটি ইঞ্জিন ট্রলির সঙ্গে ধাক্কা লেগে রাজ্য সড়কের ওপরই লুটিয়ে পড়েন তাঁরা। দু’জনকে দ্রুত উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে চিকিৎসককেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপর যুবকেরও মাথায় গুরুতর চোট থাকায় কলকাতায় স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে। এদিকে, জেলা শহরের রাস্তায় ইঞ্জিন ট্রলি এবং মাত্রাতিরিক্ত টোটো চলা নিয়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন, “আমরা পরিবহন দপ্তরের (RTO-র) সঙ্গে কথা বলে আগামী বুধবারের (৬ মার্চের) পর এই বিষয়ে সিদ্ধান্ত নেব।” শহরের বুকে ইঞ্জিন ট্রলির চলাচলের বিষয়টি যে কোনোভাবেই বরদাস্ত করা হবে না, তা জানিয়েছেন তিনি।

অন্যদিকে, রবিবার সকালেই পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত ১৬নং জাতীয় সড়কের পাশে বসন্তপুর বাজার সংলগ্ন এলাকায় দ্রুত গতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি দোকানে ধাক্কা মেরে পাশের নয়ানজুলিতে উল্টে যায়। দোকানের সামনে থাকা এক বাইক আরোহীকেও ধাক্কা মারে বলে জানা গেছে। এই ঘটনায় ট্রাকের চালক এবং বাইক আরোহী গুরুতর আহত হন বলে জানা গেছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশের তরফে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ট্রাকটিকেও নয়ানজুলি থেকে তোলা হয় এবং আটক করা হয় বলে জানা গেছে।

বসন্তপুরের দুর্ঘটনা:

News Desk

Recent Posts

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

5 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

6 days ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

6 days ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

1 week ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

2 weeks ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

2 weeks ago