Midnapore

Midnapore: উদ্বোধন করল থ্যালাসেমিয়া আক্রান্ত ছোট্ট প্রিয়া! নতুন অধ্যক্ষের যোগদানের দিনই প্রথম লিফট পেল মেদিনীপুর মেডিক্যালের সুপ্রাচীন ‘বিধান ব্লক’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ নভেম্বর: থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকন্যাকে দিয়ে উদ্বোধন করা হল হাসপাতালের লিফট (Lift)। বৃহস্পতিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপ্রাচীন ‘বিধান ব্লক’ এ একটি লিফটের উদ্বোধন করা হয়। প্রায় পঞ্চাশ বছরের পুরানো এই ভবনে (বিধান ব্লকে) এই প্রথম কোনো লিফট চালু করা হল! এই লিফট ব্যাবহার করবে রোগী এবং মেডিক্যাল কলেজের পড়ুয়া ও চিকিৎসকরা। এদিন বিকেলে এই লিফটের উদ্বোধন করানো হল, মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন থ্যালাসেমিয়া আক্রান্ত প্রিয়া দোলুই নামে বছর ছয়েকের এক শিশুকন্যাকে দিয়ে। সেই সময় উপস্থিত ছিলেন, মেদিনীপুর মেডিক্যাল কলেজের সদ্য প্রাক্তন প্রিন্সিপাল পঞ্চানন কুন্ডু এবং নতুন প্রিন্সিপাল মৌসুমী নন্দী। এছাড়াও ছিলেন, হাসপাতালের সুপার ইন্দ্রনীল সেন, শিশু বিভাগের প্রধান তারাপদ ঘোষ সহ অন্যান্য চিকিৎসক ও নার্সরা। অভিজ্ঞ চিকিৎসক তারাপদ ঘোষ জানালেন, “তিনতলা এই ভবনে লিফট চালু হওয়ার ফলে নতুন চালু হওয়া আইসোলেশন ওয়ার্ড, থ্যালাসেমিয়া ওয়ার্ড, অর্থোপেডিক ওয়ার্ডের রোগীরা উপকৃত হবেন। এতদিন সিঁড়ি এবং র‍্যাম্প দিয়েই কাজ চালানো হত!”

বিজ্ঞাপন (Advertisement):

অন্যদিকে, দীর্ঘ প্রায় ৬ বছর দায়িত্ব পালন করার পর বদলি হলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু। বৃহস্পতিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে দ্বায়িত্ব বুঝে নিলেন কলকাতা মেডিক্যাল কলেজের শিশু বিভাগের প্রধান ডাঃ মৌসুমী নন্দী। ডাঃ কুন্ডু মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে বদলি হয়ে গেলেন বাঁকুড়া মেডিক্যাল কলেজে। সেখানেও তিনি অধ্যক্ষ বা প্রিন্সিপালের দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার নুতন অধ্যক্ষ ডাঃ নন্দীকে মেডিক্যাল কলেজের সমস্ত দ্বায়িত্ব বুঝিয়ে দিয়ে ডাঃ কুন্ডু জানান, “মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উন্নয়নের যেসব কাজ চলছে তা দ্রুত সম্পন্ন হবে নতুন অধ্যক্ষের নেতৃত্বে। আমি সমস্ত রকম সহায়তার হাত বাড়িয়ে দেব।” এদিকে, দায়িত্ব নিয়ে নতুন অধ্যক্ষ ডাঃ মৌসুমী নন্দীও জানান, “ক্যাথল্যাব (কার্ডিওলজি বিভাগ) সহ যেসমস্ত কাজগুলি চলছে তা দ্রুত শেষ হবে বলে আমরা আশাবাদী। রোগীদের সার্বিক পরিষেবার উপরই জোর দেব।” উল্লেখ্য যে, ২০১২-‘১৩ সালের দিকে ডাঃ নন্দী মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের প্রধান হিসেবে কয়েক বছর দায়িত্বে ছিলেন। পরে বদলি হয়ে কলকাতায় যান।

লিফট উদ্বোধন:

বিদায় নিলেন ডাঃ পঞ্চানন কুন্ডু, এলেন ডাঃ মৌসুমী নন্দী:

Advertisement:

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

2 weeks ago