Midnapore

Midnapore: উদ্বোধন করল থ্যালাসেমিয়া আক্রান্ত ছোট্ট প্রিয়া! নতুন অধ্যক্ষের যোগদানের দিনই প্রথম লিফট পেল মেদিনীপুর মেডিক্যালের সুপ্রাচীন ‘বিধান ব্লক’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ নভেম্বর: থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকন্যাকে দিয়ে উদ্বোধন করা হল হাসপাতালের লিফট (Lift)। বৃহস্পতিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপ্রাচীন ‘বিধান ব্লক’ এ একটি লিফটের উদ্বোধন করা হয়। প্রায় পঞ্চাশ বছরের পুরানো এই ভবনে (বিধান ব্লকে) এই প্রথম কোনো লিফট চালু করা হল! এই লিফট ব্যাবহার করবে রোগী এবং মেডিক্যাল কলেজের পড়ুয়া ও চিকিৎসকরা। এদিন বিকেলে এই লিফটের উদ্বোধন করানো হল, মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন থ্যালাসেমিয়া আক্রান্ত প্রিয়া দোলুই নামে বছর ছয়েকের এক শিশুকন্যাকে দিয়ে। সেই সময় উপস্থিত ছিলেন, মেদিনীপুর মেডিক্যাল কলেজের সদ্য প্রাক্তন প্রিন্সিপাল পঞ্চানন কুন্ডু এবং নতুন প্রিন্সিপাল মৌসুমী নন্দী। এছাড়াও ছিলেন, হাসপাতালের সুপার ইন্দ্রনীল সেন, শিশু বিভাগের প্রধান তারাপদ ঘোষ সহ অন্যান্য চিকিৎসক ও নার্সরা। অভিজ্ঞ চিকিৎসক তারাপদ ঘোষ জানালেন, “তিনতলা এই ভবনে লিফট চালু হওয়ার ফলে নতুন চালু হওয়া আইসোলেশন ওয়ার্ড, থ্যালাসেমিয়া ওয়ার্ড, অর্থোপেডিক ওয়ার্ডের রোগীরা উপকৃত হবেন। এতদিন সিঁড়ি এবং র‍্যাম্প দিয়েই কাজ চালানো হত!”

বিজ্ঞাপন (Advertisement):

অন্যদিকে, দীর্ঘ প্রায় ৬ বছর দায়িত্ব পালন করার পর বদলি হলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু। বৃহস্পতিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে দ্বায়িত্ব বুঝে নিলেন কলকাতা মেডিক্যাল কলেজের শিশু বিভাগের প্রধান ডাঃ মৌসুমী নন্দী। ডাঃ কুন্ডু মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে বদলি হয়ে গেলেন বাঁকুড়া মেডিক্যাল কলেজে। সেখানেও তিনি অধ্যক্ষ বা প্রিন্সিপালের দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার নুতন অধ্যক্ষ ডাঃ নন্দীকে মেডিক্যাল কলেজের সমস্ত দ্বায়িত্ব বুঝিয়ে দিয়ে ডাঃ কুন্ডু জানান, “মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উন্নয়নের যেসব কাজ চলছে তা দ্রুত সম্পন্ন হবে নতুন অধ্যক্ষের নেতৃত্বে। আমি সমস্ত রকম সহায়তার হাত বাড়িয়ে দেব।” এদিকে, দায়িত্ব নিয়ে নতুন অধ্যক্ষ ডাঃ মৌসুমী নন্দীও জানান, “ক্যাথল্যাব (কার্ডিওলজি বিভাগ) সহ যেসমস্ত কাজগুলি চলছে তা দ্রুত শেষ হবে বলে আমরা আশাবাদী। রোগীদের সার্বিক পরিষেবার উপরই জোর দেব।” উল্লেখ্য যে, ২০১২-‘১৩ সালের দিকে ডাঃ নন্দী মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের প্রধান হিসেবে কয়েক বছর দায়িত্বে ছিলেন। পরে বদলি হয়ে কলকাতায় যান।

লিফট উদ্বোধন:

বিদায় নিলেন ডাঃ পঞ্চানন কুন্ডু, এলেন ডাঃ মৌসুমী নন্দী:

Advertisement:

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

14 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

2 days ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

7 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

7 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago