Midnapore

Midnapore Municipality: বহু প্রতীক্ষিত সিআইসি পদাধিকারীদের নাম ঘোষণা! মেদিনীপুর পৌরসভার দায়িত্বে অনিমা, মিতালী ও সুসময়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৩ এপ্রিল: মেদিনীপুর পৌরসভার ৩-টি সিআইসি (Chairman in Council) পদের জন্য তিনজন কাউন্সিলর-কে বেছে নেওয়া হল। উল্লেখযোগ্য ভাবে, ‘গুরুত্বপূর্ণ’ একটি সিআইসি পদ দেওয়া হয়েছে ভাইস চেয়ারম্যান (১ নং ওয়ার্ডের কাউন্সিলর) অনিমা সাহা-কে! প্রত্যাশামতোই অপর দুটি গেছে, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মিতালী ব্যানার্জি এবং ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সুসময় মুখার্জি-র কাছে। প্রসঙ্গত, রাজনৈতিক মহলের অনুমান ছিল, সবথেকে গুরুত্বপূর্ণ PWD (Public Works Department) বা পূর্ত পুর পারিষদ-টি চেয়ারম্যান সৌমেন খান নিজের কাছেই রাখবেন! তবে, তিনি তা নিজের কাছে না রেখে, ভাইস চেয়ারম্যান অনিমা সাহা’কে সেই ‘দায়িত্ব’ বুঝিয়ে দিয়েছেন। অপরদিকে, ২ নং কাউন্সিলর মিতালী ব্যানার্জি এবং ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সুসময় মুখার্জি-র মধ্যে যথাক্রমে জল (Water Supply Department) ও জঞ্জাল (Conservancy) এর সিআইসি বা পুর পারিষদ পদ দুটি তুলে দিয়েছেন।

সিআইসি পদাধিকারীরা :

এছাড়াও, পৌরসভার আরও ৭-টি দপ্তরের (বা, কমিটির) দেখভাল করার দায়িত্ব বা ইনচার্জ পদ তুলে দেওয়া হয়েছে ৭ জন কাউন্সিলর-কে। এগুলি হল যথাক্রমে, আলো- সৌরভ বসু (৯ নং ওয়ার্ডের কাউন্সিলর); স্বাস্থ্য- ডাঃ গোলক বিহারী মাজি (৬ নং ওয়ার্ডের কাউন্সিলর), স্ব-নির্ভর গোষ্ঠী ড. চন্দ্রানী দাস (২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর), মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড- সত্য সুন্দর পড়িয়া (২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর), বসতি উন্নয়ন- সীমা ভকত (৭ নং ওয়ার্ডের কাউন্সিলর); ত্রাণ- প্রতিমা দে (২০ নং ওয়ার্ডের কাউন্সিলর) এবং ক্রীড়া ও যুব- রাহুল বিষই (১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর)। সবমিলিয়ে, মোট ১০ জন কাউন্সিলর (ভাইস চেয়ারম্যান সহ)- এর মধ্যে বিভিন্ন দপ্তর ভাগ করে দিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। জানা গেছে, সবটাই মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার পরামর্শে সুচারুভাবে সম্পন্ন করা হয়েছে। এও উল্লেখ্য যে, তৃণমূলের জয়ী ২০ জন কাউন্সিলরের মধ্যে ১০ জন ছিলেন মহিলা কাউন্সিলর; এর মধ্যে ৫ জনকেই বিভিন্ন দায়িত্ব বুঝিয়ে দিলেন জুন-সৌমেন জুটি। যে পাঁচ জন‌ মহিলা কাউন্সিলর দায়িত্ব পেলেন না তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, ৫ নং ওয়ার্ডের অভিজ্ঞ কাউন্সিলর মৌ রায়। এর আগের পৌর বোর্ডে তিনি একটি সিআইসি পদের (জল) দায়িত্বেও ছিলেন। এছাড়াও, ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা সর্বাধিক ব্যবধানে জয়ী তৃণমূল কাউন্সিলর মৌসুমী হাজরা, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নিরূপমা কুনার, ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর লিপি বিষই এবং ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর নম্রতা চৌধুরী-ও সাধারণ কাউন্সিলর হিসেবেই দায়িত্ব পালন করবেন। ঠিক একইভাবে, অভিজ্ঞ কাউন্সিলর তথ তৃণমূলের শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব (১৯ নং), ক্রীড়া ব্যক্তিত্ব ইন্দ্রজিৎ পানিগ্রাহী (৮ নং), টোটোন সাসপিল্লি (১২ নং) এবং মোজাম্মেল হোসেন (১৩ নং)-রাও অতিরিক্ত কোনো দায়িত্ব পেলেন না। শহরের রাজনৈতিক সমালোচকেরা বলছেন, ‘বেস্ট ইলেভেন’ চেঞ্জ হলেও, ক্যাপ্টেন (পড়ুন, চেয়ারম্যান) সৌমেন খানের নেতৃত্বে ‘প্রথম ১১’ বেছে নিতে ভুল করেননি ‘টিম ম্যানেজার’ জুন’; আগামীকাল (১৪ এপ্রিল)-ই যাঁর শহরে পা রাখার কথা!

ইনচার্জ পদাধিকারীরা :

News Desk

Recent Posts

Ghatal Flood: নদীতেই ‘রোপওয়ে’? চন্দ্রকোনায় জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের যাতায়াত; প্লাবিত ঘাটালে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বানভাসি ঘাটালের দুর্যোগের নানা চিত্র! কোথাও সেতু…

19 hours ago

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

3 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

6 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

7 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

7 days ago