দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৯ জুলাই: অবিভক্ত মেদিনীপুরের ঐতিহ্যমণ্ডিত বিদ্যালয় তথা স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি বিজড়িত শিক্ষা প্রতিষ্ঠান মেদিনীপুর কলেজিয়েট স্কুলের অনলাইন ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিদ্যালয়ের এক শিক্ষক ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি পোস্ট করায় বিতর্ক তৈরি হলো। গত ৬ ই জুলাই ভারত সরকারের প্রাক্তন মন্ত্রী তথা ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে, বিদ্যালয়ের ভূগোল বিষয়ের অভিজ্ঞ শিক্ষক হিমাদ্রি শেখর রায় তাঁকে শ্রদ্ধা জানিয়ে একটি বিতর্কিত পোস্ট করেন। ওই পোস্টে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবির সাথে সাথে উপরে (ক্যাপশনে) লেখা হয়- “হিন্দুদের স্বাধীন জন্মভূমি পশ্চিমবাংলার জন্মদাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে প্রণাম জানাই।” আর এই পোস্ট ঘিরেই বিতর্ক তৈরি হয়। শিক্ষার্থীদের মাধ্যমে তা অভিভাবক ও প্রাক্তনীদের মধ্যে ছড়িয়ে পড়লে অনেকেই এর প্রতিবাদ করেন।

thebengalpost.in
বিতর্কিত সেই পোস্ট :

জানা যায়, ভূগোল বিষয়ের অনলাইন ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপে শিক্ষক হিমাদ্রি শেখর রায় হঠাৎ করেই ওইদিন (৬ ই জুলাই) শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বিতর্কিত পোস্ট করেন। এই ছবি গ্রুপে পোস্ট হওয়ার পরই শুরু হয় বিদ্যালয় জুড়ে চাঞ্চল্য। সংশ্লিষ্ট অনেকেই প্রশ্ন বলছেন, একটি সরকার পোষিত বিদ্যালয়ের ক্লাসে কেন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি পোস্ট করা হবে? সর্বোপরি, ওই পোস্টে রাজ্য কিংবা দেশ ভাগের মতো উস্কানিমূলক বার্তা আছে! এই বিষয়ে অভিযুক্ত শিক্ষক হিমাদ্রি শেখর রায় জানিয়েছেন, “ওই দিন দুপুরে ওই মেসেজটি আমার মোবাইলে আসে। সেই সময় আমি বিশ্রাম নিচ্ছিলাম। কিছুটা অসতর্ক ভাবেই এই মেসেজটি ফরোয়ার্ড হয়ে যায়। ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরি করা বা কারুর ভাবাবেগে আঘাত করা আমার উদ্দেশ্য ছিলোনা। তবে, যাই হোক না কেন আমি অনুতপ্ত তা নিয়ে!” যদিও, এ নিয়ে সরব হয়েছেন বিদ্যালয়ের প্রাক্তনীরা। তবে, যেহেতু অনলাইন ক্লাসে ঘটেছে, তাই সরাসরি দলবেঁধে প্রতিবাদ করতে আসেননি প্রাক্তনীরা। তবে, প্রাক্তনীদের মধ্যে অনেকেই স্কুলের প্রধান শিক্ষিকা হিমানী পড়িয়া’র সঙ্গে দেখা করেন এবং বিষয়টি নিয়ে কথা বলেন। এ নিয়ে প্রধান শিক্ষিকা হিমানী পড়িয়া জানান, “বিষয়টি আমি খতিয়ে দেখছি। এই ধরনের পোস্ট হয়তো উনি ভুল করে করে ফেলেছেন! তবে, আমরা তা খতিয়ে দেখছি।”

thebengalpost.in
মেদিনীপুর কলেজিয়েট স্কুল :