দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ডিসেম্বর: আদিবাসীদের শ্মশান দখল করে বাড়ি তৈরী করার অভিযোগ উঠল এক ব্যবসায়ী তথা প্রোমোটারের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ারই তৎপর হলেন স্থানীয় বিধায়ক। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি (১) অঞ্চলের চালতাপুকুরপাড় এলাকার। অভিযোগ, ওই চালতাপুকুরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল আদিবাসী সম্প্রদায়ের শ্মশান। এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের অভিযোগ, প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে তাঁরা ওই জায়গাটি শ্মশান হিসেবেই ব্যবহার করে আসছেন। সম্প্রতি, সুকুমার সিং নামে এক অসাধু ব্যবসায়ী ওই পুকুর সংলগ্ন জায়গা দখল করে সেখানে স্থায়ী নির্মাণ গড়ে তোলেন। কার্যত গায়ের জোরে শ্মশান দখলের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

এলাকাবাসীদের সাথে সাথেই অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সুমন হাঁসদাও। অভিযোগের সত্যতা স্বীকার করেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান যমুনা বাস্কে থেকে প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান তথা বর্তমানে পঞ্চায়েত সমিতির সদস্যা সুমিতা ফৌজদারও। এদিকে, বৃহস্পতিবার এই অভিযোগ স্থানীয় বিধায়ক দীনেন রায়ের কানে পৌঁছনো মাত্রই তিনি সরাসরি ফোন করেন মেদিনীপুর সদর ব্লকের বিডিও কাহেরাসেন পারভিনকে। অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ করার সাথে সাথেই দু’দিনের মধ্যে তাঁকে রিপোর্ট দেওয়ার কথা বলেন। বিধায়ক বলেন, “যদি অভিযোগ সত্য হয়, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমি বিডিও-র সাথে কথা বলেছি।” অন্যদিকে, অভিযুক্ত ব্যবসায়ী সুকুমার সিং এর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি এদিন।
