অপহৃত পরিচালক শ্রীকান্ত জার:
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই: টাকা-পয়সার লেনদেন জনিত কারণেই বৃহস্পতিবার ভর সন্ধ্যায় মন্দারমণির সমুদ্র সৈকত থেকে অপহরণ করা হয় মিউজিক ভিডিও-র পরিচালক শ্রীকান্ত জার (প্রিন্স)-কে। মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে একটি সাদা গাড়িতে তুলে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত নেমে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের আধিকারিকরা জানতে পারেন, দুষ্কৃতীরা মন্দারমণি থেকে কাঁথি, এগরা হয়ে খড়্গপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এরপরই গাড়িটিকে ধাওয়া করে পূর্ব মেদিনীপুর পুলিশ। সেইসঙ্গেই খবর দেওয়া হয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশকেও। সঙ্গে সঙ্গেই পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন নাকা পয়েন্টগুলিকে সতর্ক করে দেওয়া হয়। শেষমেশ রাত্রি দশটা নাগাদ খড়্গপুর টাউন থানার অধীন হিজলি পুলিশ ফাঁড়ির কাছে তালবাগিচা এলাকা থেকে উদ্ধার করা হয় অপহৃত পরিচালককে। খড়্গপুরের এসডিপিও (SDPO) ধীরজ ঠাকুরের নেতৃত্বে খড়্গপুর টাউন থানার পুলিশ উদ্ধার করে শ্রীকান্তকে। সেইসঙ্গেই অপহরণে ব্যবহৃত সাদা গাড়িটিকেও আটক করা হয়। শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে অপহৃত পরিচালককে। এদিন সকালে হিজলি ফাঁড়িতে দাঁড়িয়ে শ্রীকান্ত জার ওরফে প্রিন্স বলেন, জনৈক স্বর্ণকমল মুখার্জিই দুষ্কৃতীদের দিয়ে তাঁকে অপহরণ করিয়েছিলেন। এর আগেও একবার তাঁর সাথে এমনটা হয়েছিল বলে দাবি প্রিন্সের।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শ্রীকান্ত ওরফে প্রিন্সের একটি মিউজিক ভিডিয়োর শুটিং চলছিল মন্দারমণির কাছে লাল কাঁকড়ার বিচে। ঠিক সন্ধ্যার মুখে একটি প্রাইভেট গাড়িতে চেপে সমুদ্র সৈকতে হাজির হয় চার দুষ্কৃতী। তারা পরিচালকের মাথায় বন্দুক ঠেকিয়ে ‘অপহরণ’ করে নিয়ে যায় বলে অভিযোগ। অপহৃত পরিচালককে খড়্গপুর-কেশিয়াড়ি রাস্তা দিয়ে ওড়িশার দিকে নিয়ে যাওয়ার টার্গেট ছিল বলে পুলিশ জানতে পারে। তবে, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তৎপরতায় তা সম্ভব হয়নি। রাত্রি ১০টা নাগাদ খড়গপুর শহর পেরিয়ে তালবাগিচার কাছে রাজ্য সড়কের উপর খড়্গপুর টাউন থানার পুলিশের নাকা পয়েন্ট দেখেই গাড়ি ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সেখান থেকেই অপহৃত পরিচালককে উদ্ধার করা হয়। আটক করা হয় গাড়িটিকেও। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, জনৈক স্বর্ণকমল মুখার্জি প্রিন্সকে দিয়ে কোনও মিউজিক ভিডিও তৈরি করার জন্য বেশ কয়েক লক্ষ টাকা দিয়েছিলেন। কিন্তু, সেই ভিডিও রিলিজ না হওয়ার কারণেই টাকা ফেরত চেয়েছিলেন। আর তা না দেওয়াতেই ভাড়াটে দুষ্কৃতী দিয়ে প্রিন্সকে অপহরণ করা হয়। দুষ্কৃতীরা সকলেই খড়্গপুর শহরের বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। গাড়িটিও খড়্গপুরের বলে জানা গেছে। দুষ্কৃতীদের খোঁজে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। অন্যদিকে, খড়্গপুর টাউন থানার পুলিশকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন প্রিন্স। খড়্গপুরের এসডিপিও ধীরজ ঠাকুর বলেন, “পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে আমাদের খবর দেওয়ার পরই আমাদের নাকা পয়েন্টগুলিকে অ্যালার্ট করে দিই। তাতেই গাড়ি ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। অপহৃত পরিচালককে উদ্ধার করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: "৩ বছর আগে আলুর দাম ছিল ৩টাকা…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুলাই: ১ লাখ টাকার লেনদেন করলেই মিলবে অতিরিক্ত…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, ২৫ জুলাই: ঝাড়খণ্ডের ঘাটশিলায় ল্যান্ডমাইন বিস্ফোরণ কান্ডে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জুলাই: রাতের খাবার খাওয়ার পর চিকিৎসকের প্রেসক্রাইব করা…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুলাই: মানবসেবার ব্রত নিয়ে ছুটে চলেছেন ৫৩ বছরের…