দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ সেপ্টেম্বর: অবশেষে উঠল কর্মবিরতি। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকেই কাজে যোগ দিলেন ঐতিহাসিক মেদিনীপুর কলেজ (স্বশাসিত)-র স্থায়ী ও অস্থায়ী শিক্ষাকর্মীরা। প্রসঙ্গত, নবগঠিত কর্মচারী পরিষদের (নন টিচিং স্টাফ কাউন্সিল) স্বীকৃতি, সরকারি নিয়ম মেনে পুজো বোনাস ও অগ্রিম বেতনের দাবিতে এবং বৈষম্যের প্রতিবাদে তথা স্থায়ী ও অস্থায়ী শিক্ষাকর্মীদের আলোচনার টেবিলে ডেকে এনে অপমান ও লাঞ্ছনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে অবস্থান-বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছিলেন কমেদিনীপুর কলেজের (Midnapore College) স্থায়ী ও অস্থায়ী শিক্ষাকর্মীরা। একইসঙ্গে, কলেজের স্থায়ী ও অস্থায়ী শিক্ষাকর্মীদের তরফে ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপিও তুলে দেওয়া হয় ভারপ্রাপ্ত অধ্যক্ষের হাতে। তবে, শনিবার দুপুর অবধি কলেজ কর্তৃপক্ষের তরফে এই সমস্ত দাবি মানা হয়নি। ফলে, আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন শিক্ষাকর্মীরাও। এর ফলে সমস্যায় পড়তে হচ্ছিল বিভিন্ন বিভাগের প্রধান সহ অধ্যাপক-অধ্যাপিকাদের!

thebengalpost.net
অবশেষে উঠল কর্মবিরতি:

এরপরই, সমস্যার সমাধানে দলমত নির্বিশেষে এগিয়ে আসে স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান তথা দীনেশ, প্রদ্যোৎ, ব্রজকিশোর, নির্মলজীবন, মৃগেন্দ্রনাথ-দের স্মৃতিধন্য ঐতিহাসিক মেদিনীপুর কলেজের ছাত্র-ছাত্রীরা। শুধু তাই নয়, ঐতিহ্যমণ্ডিত কলেজে এই প্রথম টানা ৩ দিন ধরে শিক্ষাকর্মীদের কর্মবিরতি চলায়; মধ্যস্থতা করতে ছুটে আসেন কলেজের দুই প্রাক্তন অধ্যক্ষ যথাক্রমে ড: প্রবীর কুমার চক্রবর্তী এবং ড: গোপাল চন্দ্র বেরা। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে তাঁরা শিক্ষাকর্মীদের ন্যায্য দাবিগুলি মেনে নেওয়ার আবেদন জানান। তবে, তারপরেও কর্তৃপক্ষের তরফে গড়িমসি করা হচ্ছিল বলে অভিযোগ! এরপরই, আসরে নামে ছাত্র-ছাত্রীরা।

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

বাম ছাত্র সংগঠন SFI এবং শাসকদলের ছাত্র সংগঠন TMCP-র তরফে পৃথক পৃথকভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সত্যরঞ্জন ঘোষের কাছে ডেপুটেশন দেওয়া হয়। সরকারি নিয়ম মেনে শিক্ষাকর্মীদের বোনাস (৬ হাজার টাকা) দেওয়া না হলে, তারাও শিক্ষাকর্মীদের সঙ্গে অবস্থানে বসবে বলে হুঁশিয়ারি দেয় দলমত নির্বিশেষে ছাত্রছাত্রীরা। বেগতিক দেখে একপ্রকার বাধ্য হয়েই সরকারি নির্দেশনামা মেনে বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ! এরপরই, কলেজের ‘গরিমা’-র কথা ভেবে টানা তিন ধরে চলা কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন শিক্ষাকর্মীরা। সেই সঙ্গে তাঁদের অন্যান্য দাবিগুলি কর্তৃপক্ষের সঙ্গে ধাপে ধাপে আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার সিদ্ধান্তও নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন কলেজের স্থায়ী ও অস্থায়ী, সকল শিক্ষাকর্মীরাই।

thebengalpost.net
টানা ৩ দিন ধরে চলা কর্মবিরতি উঠল অবশেষে: