Midnapore

Coromandel Derailed: হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা, এখনও নিখোঁজ বহু! অসহায় পরিজনদের ছোটাছুটি মেদিনীপুরের হাসপাতালেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ জুন: শনিবার (৩ জুন) দুপুর দুটো নাগাদ সরকারি ভাবে জানানো হয়েছে করমন্ডল এক্সপ্রেস সহ তিনটি ট্রেনের (করমন্ডল এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস এবং একটি মালগাড়ি) দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৮৮ জনের। বিভিন্ন হাসপাতালে ভর্তি প্রায় ৮০০ জন। তবে, দুপুর গড়িয়ে সন্ধ্যা হতেই সেই সংখ্যা হুহু করে বেড়েছে এবং রবিবার যে আরো বাড়বে তা বলাই বাহুল্য! পুলিশ, হাসপাতাল, দমকল সহ বিভিন্ন সূত্রে জানা গেছে এখনো বহু মৃতদেহ চিহ্নিত করা সম্ভব হয়নি। বহু আহত যাত্রীর খোঁজ পাননি তাঁদের পরিবার-পরিজনেরা। শনিবার সন্ধ্যার পর তেমনই এক পরিবারের খোঁজ পাওয়া গেল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। মালদার বোষ্টম নগর থেকে এক পরিবারের ৬ জন সদস্য কাজের সূত্রে করমন্ডল এক্সপ্রেসে চেপে রওনা দিয়েছিলেন চেন্নাইয়ের উদ্দেশ্যে। মাঝপথেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা! শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই পরিবারের ৫ জন সদস্যের খোঁজ পেয়েছেন আত্মীয়রা। কিন্তু, রাত্রি দশটা পর্যন্ত একজনের খোঁজ মেলেনি। বালেশ্বর থেকে কটক, ভদ্রক থেকে মেদিনীপুর কোথাও খোঁজ পাওয়া যায়নি সাধু চৌধুরী নামে বছর ষাটের ওই ব্যক্তির।

নিখোঁজ সাধু চৌধুরী:

শনিবার রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে দাঁড়িয়ে সাধু চৌধুরীর আত্মীয়রা জানালেন, “আমরা মোনা চৌধুরী, বাপি চৌধুরী, দীপঙ্কর মন্ডল এবং তপেশ চৌধুরীর খোঁজ পেয়েছি বালেশ্বর, ভদ্রক ও কটকের হাসপাতালে। নরেন চৌধুরী’র খোঁজ পেয়েছি এখানে অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজে। কিন্তু, সাধু চৌধুরীর কোথাও খোঁজ পাচ্ছিনা!” তাঁরা সকলেই যে শ্রমিকের কাজের উদ্দেশ্যে চেন্নাই পাড়ি দিয়েছিলেন তাও জানিয়েছেন আত্মীয়রা।

এদিকে, শনিবার রাত অবধি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬৭ বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. সৌম্যশঙ্কর সারেঙ্গী। রাত্রি ১১টা নাগাদ শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ২৪ জনকে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৯-টি এবং খড়্গপুর মহকুমা হাসপাতালে ৬-টি মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। শনিবার রাত অবধি পাওয়া খবর অনুযায়ী, শতাব্দীর অন্যতম ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলার ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে, চন্দ্রকোনার বিজয় মন্ডল এবং সন্ধিপুরের (গড়বেতা) প্রশান্ত সরকার-এর দেহ চিহ্নিত করা গেলেও, তৃতীয় ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি বলেই শনিবার রাত অবধি প্রশাসন সূত্রে জানা গেছে।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য এলো মেদনীপুর মেডিকেল কলেজে:

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago